Sunday, June 6, 2010

Micro-Finance jobs in Arohan

আরোহন জ়াতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত একটি ক্ষুদ্র ঋণ ও বিমা প্রদানকারী কোম্পানি যা সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মানুষের আর্থিক উন্নয়নে সহায়তা করে।
আমাদের লক্ষ আগামি ৪ বছরে ২০ লক্ষ পরিবারের কাছে আর্থিক পরিষেবা পৌছানো। পশ্চিমবঙ্গে গড়ে অঠা আরহনের জন্য নিন্ম লিখিত প্রার্থী প্রয়জনঃ
Field Officer: যোগ্যতা মাধ্যমিক পাশ, বয়স ২১-২৮ বছর।
শর্তঃ সাইকেল চালাতে সক্ষম ও বাড়ি থেকে দূরে থাকার মনভাব সম্পন্ন প্রার্থী।
দায়িত্বঃ উপযুক্ত গ্রাহক দের চিহ্নিত করে আরোহনের ঋণ পরিষেবা প্রদান করা, প্রতি সপ্তাহে ঋণের সাপ্তাহিক কিস্তি সংগ্রহ করা।
আগ্রহি প্রার্থীরা ১২ ই জুন,২০১০ সকাল ৯টায় Biodata, age proof, passport size photo, নিয়ে নির্বাচনী পরিক্ষায় উপস্থিত থাকবেন। এই ঠিকানায় Prafulla Kanan, Deshpapriya Vidya mandir, Kestopur Bus stop, Kolkata - 700101

No comments:

Post a Comment