Thursday, June 17, 2010

রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কে ১৫০ অফিসার

গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য সুখবর
___________________________
রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক- ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসে 'অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-A পদে ১৫০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (তপশিলিদের ক্ষেত্রে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মোট অন্তত ৫৫% (তপশিলিদের ক্ষেত্রে ৫০%) নম্বর পেয়ে অর্থনীতির পোষ্ট গ্র্যাজুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েট, হর্টিকালচারের গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েট, ভেটেরিনারি সায়েন্স/অ্যানিম্যাল হাজবেন্ড্রির গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েটরা, হাইড্রোলজি/অ্যাপ্লায়েড হাইড্রোলজি বা হাইড্রোলজি অন্যতম বিষয় নিয়ে জিওলজি/অ্যাপ্লায়েড জিওলজির পোষ্ট গ্র্যাজুয়েট কিমবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখার গ্র্যাজুয়েটরা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ পোষ্ট গ্র্যাজুয়েটরা আবেদন যোগ্য। তবে এক্ষেত্রে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। মোট অন্তত ৫৫% (তপশিলিদের ক্ষেত্রে ৫০%) নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার টেকনোলজি/কম্পিউটার অ্যাপ্লিকেশন/ইনফোরমেশন টেকনোলজির গ্র্যাজুয়েটরা বা পোষ্ট গ্র্যাজুয়েটরা সিস্টেম অডিট/সফটওয়্যার প্রোগ্রামিং/নেটওয়ার্কিং।আর.ডি.বি.এম.এস. ইত্যাদি কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন যোগ্য।
বয়স হতে হবে গ্র্যাজুয়েটদের বেলায় ২১-২৮ বছরের মধ্যে এবং পোষ্ট গ্র্যাজুয়েটদের বেলায় ২১-৩০ বছরের মধ্যে। তপশিলিরা ৫ বছর, ওবিসি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ (ওবিসি রা ১৩ তপশিলিরা ১৫) বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১১,২৫০ থেকে ২২,৫০০ টাকা।
প্রার্থী বাছাই হবে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রশ্ন হবে ২ ঘন্টার ২২৫ নম্বরের মাল্টিপল চয়েজ টাইপের।
পরীক্ষা হবে এই চারটি বিষয়েরঃ
  1. জেনারেল অ্যাওয়ারনেস
  2. টেস্ট অফ ইংলিশ
  3. কোয়ান্টেটিভ অ্যাপ্টিটুট
  4. রিজিনিং
লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস অ্যাডমিট কার্ডের সঙ্গেই দেওয়া হবে। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে অনলাইনে এছাড়াও বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে এই ওয়েবসাইটেঃ http://www.nabard.org/ দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটেই ১৪ জুন থেকে ১২ই জুলাইয়ের মধ্যে। এছাড়াও দরখাস্ত করার আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন শাখায় পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা (তপশিলি, প্রতিবন্ধী হলে ৫০ টাকা) চালানে জমা দিতে হবে।

No comments:

Post a Comment