Wednesday, June 23, 2010

পশ্চিম মেদিনীপুর জর্জ কোর্টে ২৩ স্টেনো

পশ্চিম মেদিনীপুর জেলা জর্জ কোর্ট" ইংলিশ স্টেনোগ্রাফার " পদে ২৩ জন লোক নেওয়া হচ্ছে . মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা ইংরেজি টাইপিং ও সর্টহ্যান্ড মিনিটে অন্তত যথাক্রমে ৪০ টি ও ৮০ টি সব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন . কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে. বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে . তপশিলি ও ওবিসিরা ৫ও ৩ বছরের বয়সের ছাড় পাবেন . প্রাথী বাছাইয়ের লিখিত পরিক্ষা হবে . তাতে সফল হলে সর্টহ্যান্ড ও টাইপিং টেস্ট হবে. পরীক্ষার সময় নিজস্ব টাইপরাইটার মেশিন ও ল্যাপটপ নিয়ে যেতে হবে . দরখাস্ত করবেন A-4 সাইজের সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে( বয়ান পাবেন ২০ জুন,২০১০ কর্মসংস্থানে). সঙ্গে দেবেন :(১)বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল . (২) কম্পুটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল. (৩)টাইপিং সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৪)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল. (৫) এখনকার তোলা ২ কপি পাশফোর্ট মাপের ফটো. (৬) নিজের নাম ঠিকানা লেখা ও ৬ টাকার ডাক টিকিট সাটা ২ টি খাম . (৭)২০০(তপসিলী হলে ৫০ ) টাকার ব্যান্ক ড্রাফট. "District Judge,Paschim Medinipur"র অনুকূলে ও পেয়েবল at লিখবেন "Midnapur " . দরখাস্ত পৌছানো চাই ৩০ জুনের মধ্যে .এই ঠিকানায় : The District Judge ,Paschim Midnapur,District Judge's Court Copund,Pachim Medinipur, Pin-721101. এছাড়াও উপরের ঠিকানায় দরখাস্ত হাতে হাতে দিতে পারেন.

No comments:

Post a Comment