Monday, June 21, 2010

নেভিতে নাবিক

ভারতীয় নৌবাহিনীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস স্কিমে "নাবিক " পদে কিছু অবিবাহিত ছেলে নিচ্ছে . ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় থাকলে উচ্চমাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারেন . জন্ম তারিখ হতে হবে ৩১-০১-৯০ থেকে ৩১-০১-৯৪ এর মধ্যে . শরীরের মাপযোগ হতে হবে লম্বায় ১৫৭ সেমি . বুকের চাটি অন্তত ৫ সেমি প্রসারণ ক্ষমতা . শরীরের সঙ্গে সামঞ্জস্য ওজন . দরখাস্ত করবেন A -4 মাপের সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে . বয়ান পাবেন এই ওয়েব সাইটে "www.nausena-bharat.nic.in " সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ৩ কপি পাশফোর্ট মাপের রঙিন ছবি . (২) মাধ্যমিক এর সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটের দুপিঠের প্রত্যয়িত নকল .(৪) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম( একটি খামে ১০ টাকার টিকিট সাটাবেন), (৫) NCC বা খেলার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল .(৬) বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল. ( সব কাগজ পত্র গেজেটেড অফিসার দ্বারা প্রত্যায়িত করবেন এবং গেজেটেড অফিসারের নাম স্পষ্ট ভাবে লেখতে হবে ) . দরখাস্ত পৌছানো চাই ১৬ জুলাইয়ের মধ্যে (আন্দামান নিকোবর দীপপুঞ্জ ও উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের বেলায় ২৩ জুলাই ). পশ্চিমবঙ্গের প্রার্থীরা দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Advertiser , Post Box No .02,Lodhi Road ,New Delhi -110003. বিহার ও ঝারখন্ডের প্রাথীরা পাঠাবেন এই ঠিকানায় :The Advertiser , Post Box No .10925, RK puram Main PO , New Delhi -110066. অসম ও ত্রিপুরার প্রার্থীরা পাঠাবেন এই ঠিকানায় :The Advertiser , Post Box No .১১৮১০, Delhi cantt, New Delhi - 110010 .

No comments:

Post a Comment