Thursday, June 24, 2010

১০৮ গ্রাম সেবক

জলপাইগুড়ি জেলার জেলাশাসকের অফিসের এম.জি.এন.আর .ই.জি .এ সেল গ্রাম পঞ্চায়েত এ কাজের জন্য "গ্রাম রোজগার সেবক " পদে ১০৮ জন ছেলে মেয়ে নিচ্ছে . যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা ৫৫% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার এ ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন .সদর, রাজগঞ্জ ,ময়নাগুড়ি ,ধুপগুড়ি ,মাল , ,মাতিয়ালি,নাগরাকাটা ,ফালাকাটা,কালচিনি ,মাদারিহাট-বিরপারা,আলিপুরদুয়ার-i ও আলিপুরদুয়ার -ii ব্লকের অধীন সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন গ্রামপঞ্চায়েত এ কোটি শূন্য পদ আছে তা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে পাবেন . বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদ কাগজে বয়ান টাইপিং করে(বয়ান পাবেন এই websaite এ : http://zp.org , http://jalpaiguri.gov.in ,
সঙ্গে দেবেন : (১) বয়স ,কাস্ট সার্টিফিকেট , শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .(২) এপিক, রেশন কার্ডের প্রত্যায়িত নকল ,(৩) গ্রাম পঞ্চায়েত ,প্রধানের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল .দরখাস্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা দেবেন ২ জুলাইয়ের মধ্যে .
(২৭ জুন ,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

No comments:

Post a Comment