Friday, June 18, 2010

রানাঘাট ২ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ২৯৯ জন "আশা কর্মী" নিয়োগ

রানাঘাট ২ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ২৯৯ জন তরুনী নিচ্ছে। মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অকৃতকার্য মিহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে দরখাস্ত করতে পারেন।
বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। (তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে)

শুন্যপদঃ ২৯৯ টি। এর মধ্যে আড়াংঘাটা গ্রাম পঞ্চায়েতে ২২, আইশমালিতে ২২, বাহিরগাছিতে ২২, বৈদ্যপুর ২ নং ব্লকে ১৭, দেবগ্রামে ২৬, দত্তপুলিয়া ৩৮, যুগলকিশোর ১৯, কামালপুর ৩১, মাঝেরগ্রাম ২৩, নোকারি ২১, রঘুনাথপুর হিজলি ১ নং ব্লক ১৭, রঘুনাথপুর হিজলি ২ নং ব্লক ১৫, শ্যমনগরে ১২।
দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে। পূরন করা দরখাস্তের সঙ্গে দিতে হবেঃ
  • মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অকৃতকার্য মার্কশীটের প্রত্যয়িত নকল।
  • ভোটার ও রেশনকার্ডের প্রত্যয়িত নকল।
  • তপশিলিরা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  • গ্রাম প্রধানের দেওয়া বাসীন্দা সার্টিফিকেট।
  • উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম এর দেওয়া বসবাসের সার্টিফিকেট।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল।
দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে জুন।

No comments:

Post a Comment