Friday, June 18, 2010

স্বাস্থ্য বিভাগে ৪৭

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি "সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার""অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার" পদে ৪৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদে আবেদন করতে পারবেন তার বিবরনঃ

"সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার"  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা (এ.সি.ই./ডি.সি.ই.) কোর্স পাশরা আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শুন্যপদ ২৯ টি।

"অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার"  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শুন্যপদ ১৮ টি।

সব পদের বেলায় বয়স হতে হবে ৩১-১২-২০১০ এর হিসাবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত ও ইন্টারভিউ এর মাধ্যমে।
দরখাস্তের বিবরনঃ দরখাস্ত করতে হবে সাধারন কাগজে পুরো বায়োডাটা দিয়ে। সঙ্গে দিতে হবে
  • এখনকার তোলা দু কপি পাশপোর্ট মাপের ফটো।
  • বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমানপত্রের প্রত্যয়িত নকল।
  • নিজের নাম ঠিকানা লেখা ৯*৪ ইঞ্চি মাপের ২ টি খাম।
খামের ওপরে লিখতে হবে "Application for the post of.....................................।
দরখাস্ত পৌছাতে হবে ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রি ডাকে।
ঠিকানাঃ The Executive Director
West Bengal State Health & Family Weifare Samiti
Sasthya Bhawan, 'B' Wing, 3rd Floor, GN-29, Sector V
Salt Lake, Kolkata-91

No comments:

Post a Comment