Monday, June 7, 2010

নার্সিং ট্রেনিং

ভারত কোকিল কোল লিমিটেডের স্কুল অফ নার্সিংয়ের ধানবাদের সেন্ট্রাল হসপিটাল জেনারেল নার্সিং অ্যান্ড মিডয়াইফারি( জি.এন.এম) ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। যে কোন শাখার অবিবাহিত তরুণীরা মোট অন্তত ৫০% (তপশিলী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সায়েন্স শাখার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ১৭- ২৩ বছরের মধ্যে। দরখাস্তের ফর্ম ও প্রস্পেক্টাস ডাকে নেওয়ার জন্য যে চিঠি লিখবেন তার সঙ্গে দেবেন ১৮০ টাকার ব্যাঙ্ক ড্রাফট। Bharat Coking Coal Limited এর অনুকূলে, পেয়েবল অ্যাট লিখবেন "DHANBAD" পূরন করা ফর্ম পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। পৌছান চাই ৩ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়-The Principle, School Nursing, Central Hospital, Jagjivan Nagar, Dhanbad-826003.
৬ জুন কর্মসংস্থান থেকে গৃহিত

No comments:

Post a Comment