Thursday, June 24, 2010

প্রতিরক্ষা কারখানায় ১৪৯ চাকরি

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারানগাঁও অর্ডন্যান্স ফ্যাক্টরি ডি.বি ওয়ার্কার ,টার্নার ,ফিটার ও মেশিনিস্ট পদে ১৪৯ জন লোক নিচ্ছে . সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাশ কিংবা আই. টি আই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন . বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে . তপশিলি ,ওবিসি ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন ,দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে (বয়ান পাবেন ২৭ জুন,২০১০ এর কর্মসংস্থানে ) সঙ্গে দেবেন :(১)বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যায়িত নকল ,(২)কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল . (৩) এখনকার তলা ও নিজের সই করা ৩ কপি পাশফর্ট মাপের ফটো .দরখাস্ত পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে .
এই ঠিকানায় : The General Manager, Ordance factory Varangaon ,Maharastara ,Pin - 425308.

No comments:

Post a Comment