Wednesday, June 23, 2010

সেনা বাহিনীতে ট্রেনিং দিয়ে চাকরি

ভারতীয় সেনাবাহীনি এন সি সি করা ছেলে মেয়েদের মধ্য থেকে শর্টসার্ভিস কমিশনে "এন সিসি স্পেসাল এন্ট্রি স্কিমে" কিছু অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে .যে কোনো শাখার ডিগ্রী কোর্স শাখার প্রত্যেক বছরে ৫০% নম্বর পয়ে থাকলে আবেদন করতে পারেন .সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত "বি" গ্রেড থাকতে হবে শরীরের মাপয়োগ হতে হবে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি আর ওজন হতে হবে বয়সের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ .বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে .শূন্য পদ ৫৮ টি . এর মহ্দ্য়ে ছেলেদের জন্য ৫০ টি মেয়েদের জন্য ৮ টি . দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে . সঙ্গে দেবেন : (১) এখন কার তোলা ১ কপি পাশফোর্ট মাপের ফটোপ্রত্যায়িত করা ,(২) ডিগ্রী কোর্স পাসগ করার মার্কসিটের প্রত্যায়িত নকল ( প্রত্যায়িত করবেন এনসিসি .ব্যাটেলিয়ান /গ্রুপ কোয়াটারস থেকে.) , (৩) এনসিসি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৪) মাধ্যমিক পাশ সার্টিফিকেটের প্রত্যায়িত নকল . দরখাস্ত জমা দেবেন হাতে হাতে কাছাকাছি এনসিসি ইউনিট অথবা যেখান থেকে এনসিসি সার্টিফিকেট পেয়েছেন .দরখাস্ত জমা নেওয়া হবে ১০ আগস্টের মধ্যে . সঙ্গে সমস্ত মূল কপি নিয়ে যাবেন. বিস্তারিত জানতে যোগাযোগ করবেন এই নম্বরে :(০১১) ২৬১৭৩২১৫/২৬১৭৫৪৭৩. ওয়েবসাট www.indianarmy.gov.in

No comments:

Post a Comment