চাকরী সংক্রান্ত আরও কিছু খবর

রেলের আর.পি.এফ. পরীক্ষা
কেন্দ্রীয় রেলের জবলপুর আর.পি.এফ./আর.পি.এস.এফ. এর বিজ্ঞপ্তি নং ১/২০০৮ এর কন্সটেবল পদের যে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও সার্টিফিকেশন ১৮ এপ্রিল হয়েছিল, তাতে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ২৫ জুন থেকে ৮ই জুলাই। কল লেটার পাঠানো হয়ে গেছে। বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে R.P.F/R.P.S.F Railway

যোগাযোগঃ (0761)2620436