Thursday, June 10, 2010

ব্যন্কে ৬৮৫ ক্লার্ক

রাষ্ট্রায়ত্ত ব্যান্ক, ইন্ডিয়ান ব্যান্ক "ক্লারিকাল ক্যাডারে "৬৮৫ জন ছেলে মেয়ে নিচ্ছে। নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন: মোট অন্তত ৫০% ( তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমর কর্মী হলে সাধারণ পাশ), যে কোনো শাখার ডিগ্রী কোর্স পাশ। সব ক্ষেত্রে কম্পিউটার এ দক্ষতা থাকতে হবে, না থাকলেও আবেদন করতে পারেন। যিনি যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন তাকে সেই রাজ্যের ভাষা লিখতে, পড়তে, ও বলতে পারা দরকার। বয়স হতে হবে ১৮- ২৭ বছরের মধ্যে। ওবিসি, তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমর কর্মী, বিবাহ বিচ্ছেদ মহিলারা বয়সের ছাড় পাবেন। শূন্য পদের মধ্যে পশ্চিম বঙ্গের জন্য ১৫ টি ( কোড ২৪), অসমে ১৫ টি (কোড ০৩), আন্ধ্রা প্রদেশে ১১০ টি ( কোড ০১) বিহারে ২৪ টি ( কোড ৪), ছত্রিশগরের জন্য ৮ টি ( কোড ০৫ ), গুজরাঠে ২৮ টি (কোড ০৭), গোয়ায় ৪টি ( কোড ০৬), হরিয়ানায় ৪ টি ( কোড ০৪), হিমাচল প্রদেশ ৪ টি ( কোড ০৯) এছাড়া অনান্য জেলাতেও নেওয়া হবে ( ১৩ জুন, ২০১০ কর্মসংস্থানের ২২ পাতায় দেখুন ) পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি তে। দরখাস্ত করবেন অন লাইনে, ৭ জুন থেকে ৬ জুলাই এর মধ্যে। এই ওয়েব সাইটে: www.indianbank.in এ জন্য বৈধ একটি ই মেইল আইডি থাকতে হবে। অনলাইনে নাম নথিভুক্ত করার আগে ৩০০ ( তপশিলি, প্রতিবন্ধী, সমর কর্মী হলে ৫০ টাকা) টাকা নগদে কোনো ইন্ডিয়ান ব্যাঙ্কের কোনো শাখায় জমা দিতে হবে জমা দেবেন পেমেন্ট রিসিপ্ট এ, টাকা জমা দেওয়ার পর ওই পেমেন্ট রিসিপ্ট নেবেন। ওই রিসিপ্ট এ Deposit Journal Number, Branch Name, Branch Code, Date of Remittance ইত্যাদি ঠিক লিখবেন। এবারে এই ওয়েবসাইটে গিয়ে " Online Application form for Clarical Cardre" এ ক্লিক করবেন তাহলে ফর্ম বেরিয়ে আসবে এবার ওই ফর্ম ঠিক ভাবে পূরণ করে "submit" করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এর পর system Genarated On line Application Form ' a-4 সাইজ কাগজে প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। কোনো প্রমান পত্র ডাকে পাঠাতে হবে না।

No comments:

Post a Comment