Friday, June 18, 2010

জলপাইগুড়ি ও হুগলি জেলায় ব্লকের জন্য ১১২ অ্যাসিস্ট্যান্ট

হুগলি ও জলপাইগুড়ি জেলায় জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.আই.জি.এ সেল ব্লক অফিস ও সাব ডিভিশনাল অফিসে কাজের জন্য "প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট", "ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর", "জুনিয়র প্রোগ্রাম অফিসার", "টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট", "অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার" ও "কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট" পদে ১১২ জন ছেলেমেয়ে নিচ্ছে।

"প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট" পদে যোগ্যতাঃ ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ২২ টি। চাকরী হবে ব্লক ও সাব ডিভিশন অফিসে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৭ টি। চাকরী হবে ব্লক, সাব ডিভিশনাল অফিস অফিস ও জেলা সদর দপ্তরে।

"ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১৮ টি। চাকরী হবে ব্লকে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৩ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"জুনিয়র প্রোগ্রাম অফিসার" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১৮ টি। চাকরী হবে ব্লকে
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৩ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট" পদের যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ২ টি। চাকরী হবে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও সাব ডিভিশনাল অফিসে।

"কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট" পদের যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ৬ মাসের কোর্স পাশ হলেও ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় ৬০০ কী ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারেন।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ২ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি (বি.সি.এ.) কোর্স পাশ কিমবা কম্পিউটার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে A লেভেল কোর্স পাশ করা হলেও আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।

"প্রোগ্রাম কো-অর্ডিনেটর" পদের যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্কের মাষ্টার ডিগ্রি কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।



"টেকনিক্যাল অফিসার" (হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) পদের যোগ্যতাঃ এগ্রিকালচার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।


পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় ৪০% নম্বর পেলে ইন্টারভিউয়ের ডাক পাবেন।
দরখাস্ত করতে হবে সাধারন কাগজে। বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://jalpaiguri.gov.in/, http://wbprd.gov.in/. হুগলি জেলার ক্ষেত্রে বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://hoogly.gov.in/.
দরখাস্তের সঙ্গে দিতে হবে-
  1. বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমানপত্রের প্রত্যয়িত নকল।
  2. কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  3. নিজের নাম ঠিকানা লেখা ১০.৫*৪.৫ ইঞ্চি মাপের ২ ট খাম। (একটি খামে ৫ টাকার ডাক টিকিট সাঁটাতে হবে)
  4. এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো। (এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে আর এক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে)
দরখাস্ত ভরা খামের উপর নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-
হুগলি জেলার ক্ষেত্রেঃ The District MGNREGA cell, Hoogly, Chinsurah, Hoogly (দরখাস্ত পৌছানোর শেষ তারিখ ৭ই জুলাই)
জলপাইগুড়ি জেলার ক্ষেত্রেঃ  The DPC (MGNREGA) & DM, Jalpaiguri, MGNREGA cell, jalpaiguri Zilla Parishad, Complex, Jalpaiguri 735101

(২০ জুন ২০১০ কর্মসংস্থান থেকে সমস্ত খবর সংগৃহীত)

No comments:

Post a Comment