Friday, June 25, 2010

৭০০ অফিসার নিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

কেন্দ্রীয় সরকারী সংস্থা কানাড়া ব্যান্ক "ইনভেস্টমেন্ট অফিসার" পদে ৭০০ জন ছেলে মেয়ে নিচ্ছে .যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন . যে রাজ্যের শূন্য পদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের ভাষা লিখতে ,বলতে ও পড়তে পারা দরকার .মনোনীত হওয়ার পর আই. আর .ডি. এর ট্রেনিং নিয়ে আই.আর.ডি.এ লাইসেন্স নিতে হবে ,কম্পুটার এ জ্ঞান থাকতে হবে ,হিন্দী ভাষায় কথাবার্তা বলতে পারা দরকার .বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ,তপশিলি ,ওবিসি ,ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন . দরখাস্ত করবেন অনলাইনে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত . এই website এ www.canarabank.com অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে আর ৩০০ টাকা দিতে হবে ( তপশিলি আর প্রতিবন্ধীদের বেলায় ৫০ টাকা )
টাকা জমা দেবেন ফী পেমেন্ট চালানে .অনলাইনে নাম রেজিস্ট্রেসন করার পর ,"print out of the Computer Genarated On-Line Application" প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন লিখিত পরীক্ষার সময় জেনারেটেড এপ্লিকেসন ফর্ম ,পেমেন্ট চালান , বা নেট ব্যাঙ্কিং রিসিপ্টের মূল নিয়ে যেতে হবে .
( ২৭ জুন ,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

No comments:

Post a Comment