Wednesday, June 9, 2010

নেভিতে কুক, স্টুয়ার্ড

ভারতীয় নৌবাহিনীতে " স্টুয়ার্ড" ," কুক "  ও সাফাই ওয়ালা  ক্যাটেগরিতে  নাবিক পদে   কিছু  অবিবাহিত ছেলে নিচ্ছে। মাধ্যমিক পাশ  ছেলেরা " ম্যাট্রিক রিক্রুট্স" ক্যাটাগরিতে  স্টুয়ার্ড ও  কুক পদের জন্য আবেদন করতে পারেন। ক্লাস সিক্স পাশ ছেলেরা টপস পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৭- ২১ বছরের  মধ্যে। শরীরের মাপ হতে  হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি, বুকের ছাতি অন্তত  ৫ সেমি প্রসারণ ক্ষমতা, আর  উচ্চতার সঙ্গে  সামন্জস্য পূর্ণ  ওজন। দরখাস্ত করবেন  সাধারণ  A4 সাইজ কাগজে  বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন ৬ জুন ,২০১০ এর  কর্মসংস্থানে )।
সঙ্গে দেবেন : (১) জন্ম  সার্টিফিকেট এর প্রত্যায়িত নকল, (২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের প্রত্যায়িত নকল, (৩) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম, (৪)  বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫)  এখনকার তোলা পাশ ফোর্ট  মাপের ৩ টি রঙিন  ছবি ( কম্পিউটারে বা ডিজিটাল ছবি চলবে  না )। দরখাস্ত পৌছানো চাই ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে  এই ঠিকানায় : The Advertiser , PostBox No .02 , Post Office - Lodhi Road , New Delhi -110003 
( ৬ ই জুন,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

No comments:

Post a Comment