Friday, June 25, 2010

৪৯ ক্লার্ক

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ৫১০ আর্মি বেস ওয়ার্ক শপ " লেয়ার ডিভিশন ক্লার্ক ", স্টোরকিপার ,ফিটার , ও "ভেহিক্যাল মেকানিক পদে ৪৯ জন লোক নিচ্ছে . কারা কোন পদের জন্য যোগ্য .
লোয়ার ডিভিশন ক্লার্ক :মাধ্যমিক পাশ ছেলেরা ইংরেজি টাইপিং এ অন্তত মিনিটে ৩০ টি শব্দ তলার গতি থাকলে আবেদন করতে পারেন শূন্য পদ ২১ টি .সিরিয়াল নং ১২.
স্টোরকিপার : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ১০ . সিরিয়াল নং ১০ .
ফিটার : ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ১০ . সিরিয়াল নং ২ .
ভেহিক্যাল মেকানিক : ITI থেকে ভেহিক্যাল মেকানিক কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ৮ ,সিরিয়াল নং ১ .
অপরের সব পদের বেল্স্য় বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে ( বয়ান আছে ২৭ জুন, ২০১০ এর কর্মসংস্থানে)
সঙ্গে দেবেন : বয়স ,শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .,(২) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) অভিজ্ঞতার ( যদি থাকে ) সার্টিফিকেটের নকল ,(৪) এখনকার তোলা ২ কপি পাশফর্ট মাপের প্রত্যায়িত ছবি ,(৫) নিজের নাম ঠিকানা লেখা ও পাচ টাকার ডাক টিকিট সাটা ১ টি খাম .দরখাস্ত পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় : The Commandant ,510 Army Base Workshop ,Post Box No 30 , Meerut Cantt -250001.

No comments:

Post a Comment