Saturday, June 19, 2010

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১ হাজার কৃষি প্রযুক্তি সহায়ক

রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য "কৃষি প্রযুক্তি সহায়ক" (কে.পি.এস.) পদে প্রায় ১ হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। দরখাস্ত নেওয়া শুরু হবে জুলাই মাসে। রাজ্যের প্রতিটি থানার অধীনে "এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার" (এ.ডি.ও.) থাকে। এই এ.ডি.ও.-র অধীনে থাকে ১ জন করে কৃষি প্রযুক্তি সহায়ক। এদের কাজ হল জেলার অধীনে কৃষি সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করা।
যে কোন শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্ন অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ভহাড় পাবেন। পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা জেনারেল কাস্টের প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন।
প্রার্থী বাছাই হবে "পশ্চিমবঙ্গ পাবলিক কমিশনের একটিই লিখিত পরীক্ষার মাধ্যমে, ১০০ নম্বরের। প্রথম ধাপে ৭০ নম্বরের অবজেকটিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে,
  1. পাটিগনিত,
  2. জেনারেল নলেজ,
  3. ইংলিশ ল্যাঙ্গোয়েজ।
দ্বিতীয় ধাপে ৩০ নম্বরের ডেস্ক্রিপ্টিভ টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে,
  1. বাংলা,
  2. ইংরেজি।
সময় থাকবে দেড় ঘন্টা।
দরখাস্তের বিবরন পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://www.pscwb.org.in/
দরখাস্তের সঙ্গে পরীক্ষার ফী বাবদ ১৬০ টাকা পোস্টাল অর্ডার দিতে হবে।

(২০ জুন কর্মসংস্থান থেকে সমস্ত খবর সংগৃহীত)

No comments:

Post a Comment