Tuesday, June 29, 2010

জিওলজিক্যাল সার্ভে ২৯৩ অফিসার নিচ্ছে

কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিস্ট গ্রুপ এ পদে আর জল সম্পদ মন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড " জুনিয়ার হাইড্রজিওলজিস্ট গ্রুপ এ " ও "Assistant হাইড্রজিওলজিস্ট,গ্রুপ বি " পদে ২৯৩ জন ছেলে মেয়ে নিচ্ছে .জিওলজি ,Applyed জিওলজি, মেরিন জিওলজির পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন . বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে . প্রাথী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন. দরখাস্ত করবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিসনের নির্দিষ্ট ফর্মে . দাম ২০ টাকা . পূরণ করা ফর্মের সঙ্গে দেবেন :(১) ১ কপি পাশফোর্ট মাপের ছবি .(২) ফর্মের সঙ্গে দেওয়া আচ্ক্নব্লেগ্মেন্ট Card এ ৬ টাকার ডাক টিকিট সেটে ও দরখাস্তের ফর্ম নং আর "Geologist Examination 2010" লিখে ,
(৩)১০০ টাকার সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প ক্যানসেলড করিয়ে নেবেন ,তপশিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবেনা . পৌছানো চাই ১৯ জুলাই এর মধ্যে এই ঠিকানায় :
The Secretary,Union Public Service Commission, Dholpur House ,Shahjahan Road ,New Delhi -110069
(২৭ জুন,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

Monday, June 28, 2010

২০১ জন Staipendary ট্রেনি নিচ্ছে ভাবা

কেন্দ্রীয় সরকারের ভাবা atmic Richars Center "Staipendary Treni " পদে ২০১ লোক নিচ্ছে . নেওয়া হবে এই সব শাখায় : ম্যেকানিকাল কেমিক্যাল ইনসট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স , ইলেক্ট্রিকাল, ইনফরমেশন টেকনোলোজি , মেটালর্জি,টেলিকমুনিকেশন , কেমিস্ট্রি, ফিজিক্স ,ও কমপিউটার সায়েন্স . করা কোন শাখার জন্য যোগ্য :
ফিজিক্স : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে বিএসসি কোর্স পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ৪৮ টি . পোস্ট নং ১.১০.
কেমিস্ট্রি: মোট অন্তত ৬০% নম্বর পেয়ে বিএসসি কোর্স পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ৩৩ টি . পোস্ট নং ১.৯.
কম্পিউটার সায়েন্স : ফিজিক্স, কেমিস্ট্রি, ও অঙ্ক বিষয় নিয়ে বিএসসি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন. মোট অন্তত ৬০% নম্বর কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্সে পেতে হবে . শূন্য পদ ৬ টি . পোস্ট নং ১.১১.
ম্যেকানিকাল : উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং ম্যেকানিকালইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন . শূন্য পদ ৪৫ টি. পোস্ট নং ১.১.
কেমিক্যাল :উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ৪৫ টি . পোস্ট নং ১.২.
ইনসট্রুমেন্টেশন : :উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং ইনসট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ৮ টি . পোস্ট নং ১.৩
ইলেকট্রনিক্স : উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ১৩ টি . পোস্ট নং ১.৪.
ইনফরমেশন টেকনোলোজি : উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং ইনফরমেশন টেকনোলোজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন . শূন্য পদ ৩ টি. পোস্ট নং ১.৬.
মেটালর্জি: উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং মেটালর্জি ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ১ টি . পোস্ট নং ১.৭.
টেলিকমুনিকেশন: উচ্চমাধ্যমিক বা বি এস সি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে এবং টেলিকমুনিকেশন ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন . শূন্য পদ ১ টি. পোস্ট নং ১.৮.
উপরিউক্ত পদ গুলির জন্য বয়স হতে হবে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে . তপশিলি ,ওবিসি,ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন . শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত ১৬০ সেমি , ওজন অন্তত ৪৫.৫ কেজি . শুরুতে ১ বছরের ট্রেনিং , প্রাথী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে . দরখাস্ত করবেন সাধারন A -4 মাপের সাদা কাগজে বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন www.barc.gov.in এই Website এ )
সঙ্গে দেবেন : (১) মাধ্যমিকের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(২) শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার যাবতীয় প্রমানপত্রের প্রত্যায়িত নকল, (৩)এখনকার তোলা ২ কপি পাশফোর্ট মাপের ফটো ,(৪) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৫) নিজের নাম ঠিকানা লেখা একটি খাম . দরখাস্ত পৌছানো চাই ১৫ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় : The Deputy Establishment Officer (R-l) , Bhabha Atomic Research Centre ,Trombay ,mumbai -400085.
(২৭ জুন ২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

Friday, June 25, 2010

৭০০ অফিসার নিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

কেন্দ্রীয় সরকারী সংস্থা কানাড়া ব্যান্ক "ইনভেস্টমেন্ট অফিসার" পদে ৭০০ জন ছেলে মেয়ে নিচ্ছে .যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন . যে রাজ্যের শূন্য পদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের ভাষা লিখতে ,বলতে ও পড়তে পারা দরকার .মনোনীত হওয়ার পর আই. আর .ডি. এর ট্রেনিং নিয়ে আই.আর.ডি.এ লাইসেন্স নিতে হবে ,কম্পুটার এ জ্ঞান থাকতে হবে ,হিন্দী ভাষায় কথাবার্তা বলতে পারা দরকার .বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ,তপশিলি ,ওবিসি ,ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন . দরখাস্ত করবেন অনলাইনে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত . এই website এ www.canarabank.com অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে আর ৩০০ টাকা দিতে হবে ( তপশিলি আর প্রতিবন্ধীদের বেলায় ৫০ টাকা )
টাকা জমা দেবেন ফী পেমেন্ট চালানে .অনলাইনে নাম রেজিস্ট্রেসন করার পর ,"print out of the Computer Genarated On-Line Application" প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন লিখিত পরীক্ষার সময় জেনারেটেড এপ্লিকেসন ফর্ম ,পেমেন্ট চালান , বা নেট ব্যাঙ্কিং রিসিপ্টের মূল নিয়ে যেতে হবে .
( ২৭ জুন ,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

৪৯ ক্লার্ক

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ৫১০ আর্মি বেস ওয়ার্ক শপ " লেয়ার ডিভিশন ক্লার্ক ", স্টোরকিপার ,ফিটার , ও "ভেহিক্যাল মেকানিক পদে ৪৯ জন লোক নিচ্ছে . কারা কোন পদের জন্য যোগ্য .
লোয়ার ডিভিশন ক্লার্ক :মাধ্যমিক পাশ ছেলেরা ইংরেজি টাইপিং এ অন্তত মিনিটে ৩০ টি শব্দ তলার গতি থাকলে আবেদন করতে পারেন শূন্য পদ ২১ টি .সিরিয়াল নং ১২.
স্টোরকিপার : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ১০ . সিরিয়াল নং ১০ .
ফিটার : ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ১০ . সিরিয়াল নং ২ .
ভেহিক্যাল মেকানিক : ITI থেকে ভেহিক্যাল মেকানিক কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ৮ ,সিরিয়াল নং ১ .
অপরের সব পদের বেল্স্য় বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে ( বয়ান আছে ২৭ জুন, ২০১০ এর কর্মসংস্থানে)
সঙ্গে দেবেন : বয়স ,শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .,(২) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) অভিজ্ঞতার ( যদি থাকে ) সার্টিফিকেটের নকল ,(৪) এখনকার তোলা ২ কপি পাশফর্ট মাপের প্রত্যায়িত ছবি ,(৫) নিজের নাম ঠিকানা লেখা ও পাচ টাকার ডাক টিকিট সাটা ১ টি খাম .দরখাস্ত পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় : The Commandant ,510 Army Base Workshop ,Post Box No 30 , Meerut Cantt -250001.

Thursday, June 24, 2010

১০৮ গ্রাম সেবক

জলপাইগুড়ি জেলার জেলাশাসকের অফিসের এম.জি.এন.আর .ই.জি .এ সেল গ্রাম পঞ্চায়েত এ কাজের জন্য "গ্রাম রোজগার সেবক " পদে ১০৮ জন ছেলে মেয়ে নিচ্ছে . যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা ৫৫% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার এ ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন .সদর, রাজগঞ্জ ,ময়নাগুড়ি ,ধুপগুড়ি ,মাল , ,মাতিয়ালি,নাগরাকাটা ,ফালাকাটা,কালচিনি ,মাদারিহাট-বিরপারা,আলিপুরদুয়ার-i ও আলিপুরদুয়ার -ii ব্লকের অধীন সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন গ্রামপঞ্চায়েত এ কোটি শূন্য পদ আছে তা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে পাবেন . বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদ কাগজে বয়ান টাইপিং করে(বয়ান পাবেন এই websaite এ : http://zp.org , http://jalpaiguri.gov.in ,
সঙ্গে দেবেন : (১) বয়স ,কাস্ট সার্টিফিকেট , শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .(২) এপিক, রেশন কার্ডের প্রত্যায়িত নকল ,(৩) গ্রাম পঞ্চায়েত ,প্রধানের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল .দরখাস্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা দেবেন ২ জুলাইয়ের মধ্যে .
(২৭ জুন ,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

১০৮ গ্রাম সেবক

জলপাইগুড়ি জেলার জেলাশাসকের অফিসের এম.জি.এন.আর .ই.জি .এ সেল গ্রাম পঞ্চায়েত এ কাজের জন্য "গ্রাম রোজগার সেবক " পদে ১০৮ জন ছেলে মেয়ে নিচ্ছে . যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা ৫৫% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার এ ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন .সদর, রাজগঞ্জ ,ময়নাগুড়ি ,ধুপগুড়ি ,মাল , ,মাতিয়ালি,নাগরাকাটা ,ফালাকাটা,কালচিনি ,মাদারিহাট-বিরপারা,আলিপুরদুয়ার-i ও আলিপুরদুয়ার -ii ব্লকের অধীন সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন গ্রামপঞ্চায়েত এ কোটি শূন্য পদ আছে তা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে পাবেন . বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদ কাগজে বয়ান টাইপিং করে(বয়ান পাবেন এই websaite এ : http://zp.org , http://jalpaiguri.gov.in ,
সঙ্গে দেবেন : (১) বয়স ,কাস্ট সার্টিফিকেট , শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .(২) এপিক, রেশন কার্ডের প্রত্যায়িত নকল ,(৩) গ্রাম পঞ্চায়েত ,প্রধানের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল .দরখাস্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা দেবেন ২ জুলাইয়ের মধ্যে .
(২৭ জুন ,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

প্রতিরক্ষা কারখানায় ১৪৯ চাকরি

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারানগাঁও অর্ডন্যান্স ফ্যাক্টরি ডি.বি ওয়ার্কার ,টার্নার ,ফিটার ও মেশিনিস্ট পদে ১৪৯ জন লোক নিচ্ছে . সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাশ কিংবা আই. টি আই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন . বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে . তপশিলি ,ওবিসি ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন ,দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে (বয়ান পাবেন ২৭ জুন,২০১০ এর কর্মসংস্থানে ) সঙ্গে দেবেন :(১)বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যায়িত নকল ,(২)কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল . (৩) এখনকার তলা ও নিজের সই করা ৩ কপি পাশফর্ট মাপের ফটো .দরখাস্ত পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে .
এই ঠিকানায় : The General Manager, Ordance factory Varangaon ,Maharastara ,Pin - 425308.

Wednesday, June 23, 2010

পশ্চিম মেদিনীপুর জর্জ কোর্টে ২৩ স্টেনো

পশ্চিম মেদিনীপুর জেলা জর্জ কোর্ট" ইংলিশ স্টেনোগ্রাফার " পদে ২৩ জন লোক নেওয়া হচ্ছে . মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা ইংরেজি টাইপিং ও সর্টহ্যান্ড মিনিটে অন্তত যথাক্রমে ৪০ টি ও ৮০ টি সব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন . কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে. বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে . তপশিলি ও ওবিসিরা ৫ও ৩ বছরের বয়সের ছাড় পাবেন . প্রাথী বাছাইয়ের লিখিত পরিক্ষা হবে . তাতে সফল হলে সর্টহ্যান্ড ও টাইপিং টেস্ট হবে. পরীক্ষার সময় নিজস্ব টাইপরাইটার মেশিন ও ল্যাপটপ নিয়ে যেতে হবে . দরখাস্ত করবেন A-4 সাইজের সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে( বয়ান পাবেন ২০ জুন,২০১০ কর্মসংস্থানে). সঙ্গে দেবেন :(১)বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল . (২) কম্পুটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল. (৩)টাইপিং সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৪)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল. (৫) এখনকার তোলা ২ কপি পাশফোর্ট মাপের ফটো. (৬) নিজের নাম ঠিকানা লেখা ও ৬ টাকার ডাক টিকিট সাটা ২ টি খাম . (৭)২০০(তপসিলী হলে ৫০ ) টাকার ব্যান্ক ড্রাফট. "District Judge,Paschim Medinipur"র অনুকূলে ও পেয়েবল at লিখবেন "Midnapur " . দরখাস্ত পৌছানো চাই ৩০ জুনের মধ্যে .এই ঠিকানায় : The District Judge ,Paschim Midnapur,District Judge's Court Copund,Pachim Medinipur, Pin-721101. এছাড়াও উপরের ঠিকানায় দরখাস্ত হাতে হাতে দিতে পারেন.

সেনা বাহিনীতে ট্রেনিং দিয়ে চাকরি

ভারতীয় সেনাবাহীনি এন সি সি করা ছেলে মেয়েদের মধ্য থেকে শর্টসার্ভিস কমিশনে "এন সিসি স্পেসাল এন্ট্রি স্কিমে" কিছু অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে .যে কোনো শাখার ডিগ্রী কোর্স শাখার প্রত্যেক বছরে ৫০% নম্বর পয়ে থাকলে আবেদন করতে পারেন .সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত "বি" গ্রেড থাকতে হবে শরীরের মাপয়োগ হতে হবে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি আর ওজন হতে হবে বয়সের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ .বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে .শূন্য পদ ৫৮ টি . এর মহ্দ্য়ে ছেলেদের জন্য ৫০ টি মেয়েদের জন্য ৮ টি . দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে . সঙ্গে দেবেন : (১) এখন কার তোলা ১ কপি পাশফোর্ট মাপের ফটোপ্রত্যায়িত করা ,(২) ডিগ্রী কোর্স পাসগ করার মার্কসিটের প্রত্যায়িত নকল ( প্রত্যায়িত করবেন এনসিসি .ব্যাটেলিয়ান /গ্রুপ কোয়াটারস থেকে.) , (৩) এনসিসি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৪) মাধ্যমিক পাশ সার্টিফিকেটের প্রত্যায়িত নকল . দরখাস্ত জমা দেবেন হাতে হাতে কাছাকাছি এনসিসি ইউনিট অথবা যেখান থেকে এনসিসি সার্টিফিকেট পেয়েছেন .দরখাস্ত জমা নেওয়া হবে ১০ আগস্টের মধ্যে . সঙ্গে সমস্ত মূল কপি নিয়ে যাবেন. বিস্তারিত জানতে যোগাযোগ করবেন এই নম্বরে :(০১১) ২৬১৭৩২১৫/২৬১৭৫৪৭৩. ওয়েবসাট www.indianarmy.gov.in

Tuesday, June 22, 2010

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য "স্টেনোগ্রাফার "

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য "স্টেনোগ্রাফার সি " "স্টেনোগ্রাফার গ্রেড ডি" পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন .শর্টহ্যান্ড ও টাইপিং জানা আবশ্যক .বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে .ও বিসি , দৈহিক প্রতিবন্ধী ,বিধবা ,বিবাহ বিছিন্ন মহিলারা বয়সের ছাড় পাবেন .
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন .দরখাস্ত করতে পারেন দুই ভাবে :বয়ান টাইপিং করে অথবা সরাসরি অন লাইনে. দরখাস্ত করার সময় ১০০ টাকার সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফী স্ট্যাম্প . পোস্ট অফিস ক্লার্ক কে দিয়ে Cancelled করিয়ে নেবেন .মহিলা, প্রতিবন্ধী, তপশিলি, প্রাক্তন সমর কর্মীদের ফী লাগবে না স্টাম্প কিনবেন ১৯ জুনের পরে . দরখাস্ত পৌছান চাই ১৬(ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীদের বেলায় ২৩ ) জুলাইয়ের মধ্যে .
দরখাস্ত পাঠবেন :The Regional Director (ER),Staff Selection Commission ,1st MSO building (8th floor) 234/4,Acharya Jagdis Chandra Bose Road , Kolkata WB-700020. অসম ,ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীরা দখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Regional Director (NER),Staff Selection Commission,Rukmini Nagar, PO Assam Sachivalaya Guawahati-781006. বিহার রাজ্যের প্রার্থীরা পাঠাবেন :The Regional Director (CR),Staff Selection Commission,8-AB,Beli Road,Allhabad-211002,Uttorpradesh,
এছাড়া অনলাইনে দরখাস্ত করবেন ৩০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইতে :www.ssconline.nic.in অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা নেট ব্যাঙ্কিং বা স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখার চালানের মধ্যমে জমা দিতে হবে. এক্ষেত্রে পার্ট ওয়ান রেজিস্ট্রেশন জমা দিতে হবে এরপর চালান জমা দিয়ে পার্ট টু রেজিস্ট্রেশন করবেন . এর পর রেজিস্ট্রেশন প্রিন্ট করে নেবেন .



Monday, June 21, 2010

৪৫৩ নার্স ও টেকনেশিয়ান

কোলইন্ডিয়া লিমিটেডের সহায়ক সংস্থা নর্দান কোল্ড ফিল্ডস লিমিটেড "টেকনেশিয়ান (ট্রেনি) ," স্টাফ নার্স " " জুনিয়ার ওভার ম্যান ", assistent ফোরম্যান (ট্রেনি ) পদে ৪৫৩ জন ছেলে মেয়ে নিচ্ছে . করা কোন পদের জন্য যোগ্য :
টেকনিশিয়ান (ট্রেনি ) ইলেকট্রিসিয়ান ট্রেড: মাধ্যমিক পাশরা আই.টি .আই থেকে ইলেকট্রিসিয়ান ত্রেদের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন .
Aprentisship ট্রেনিং পাশ হতে হবে .
টেকনিশিয়ান (ট্রেনি ) ফিটার ট্রেড :
মাধ্যমিক পাশরা আই.টি .আই থেকে ফিটার ট্রেডএর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন . Aprentisship ট্রেনিং পাশ হতে হবে .
টেকনিশিয়ান (ট্রেনি )মেশিনিস্ট ট্রেড : মাধ্যমিক পাশরা আই.টি .আই থেকে মেশিনিস্ট ট্রেড এর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন .Aprentisship ট্রেনিং পাশ হতে হবে .
টেকনিশিয়ান (ট্রেনি )টার্নার ট্রেড :মাধ্যমিক পাশরা আই.টি .আই থেকে টার্নার ট্রেড এরসার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন .Aprentisship ট্রেনিং পাশ হতে হবে .
স্টাফ নার্স :উচ্চ মাধ্যমিক পাশরা "এ" গ্রেড নার্সিং এর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকলে আবেদন করতে পারেন .
Assistant ফোর ম্যান (ট্রেনি )মেকানিকাল টি এন্ড গ্রেড "সি" :মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ৩ বছরের পাশরা আবেদন করতে পারেন.
Assistant ফোর ম্যান (ট্রেনি ), ইলেকট্রিক্যাল টি এন্ড গ্রেড "সি" : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ৩ বছরের পাশরা আবেদন করতে পারেন.
জুনিয়ার ওভার ম্যান টি এন্ড গ্রেড সি : মাইনিং
ইঞ্জিনিয়ারিং এর ৩ বছরের পাশরা আবেদন করতে পারেন. বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকতে হবে .
সব পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে .দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে . (বয়ান পাবেন ২০ জুন , ২০১০ কর্মসংস্থান এ)
সঙ্গে দেবেন : (১) বয়স শিক্ষাগত যোগ্যতা ও কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল .(২) এখনকার তোলা ২ কপি পাশ ফোর্ট মাপের ছবি .
দরখাস্ত ভরা খামের উপর লিখবেন "The Application for the post of ......... " দরখাস্ত পৌছানো চাই ৩০ জুনের মধ্যে . এই ঠিকানায় : The Dy Chief Personnel Manager (Mp/Rectt), Northern Coalfields Limited ,Singrauli,Post Office ,Singrauli Colliery ,Dist. Singrauli(MP) ,Pin Code - 486889

নেভিতে নাবিক

ভারতীয় নৌবাহিনীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস স্কিমে "নাবিক " পদে কিছু অবিবাহিত ছেলে নিচ্ছে . ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় থাকলে উচ্চমাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারেন . জন্ম তারিখ হতে হবে ৩১-০১-৯০ থেকে ৩১-০১-৯৪ এর মধ্যে . শরীরের মাপযোগ হতে হবে লম্বায় ১৫৭ সেমি . বুকের চাটি অন্তত ৫ সেমি প্রসারণ ক্ষমতা . শরীরের সঙ্গে সামঞ্জস্য ওজন . দরখাস্ত করবেন A -4 মাপের সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে . বয়ান পাবেন এই ওয়েব সাইটে "www.nausena-bharat.nic.in " সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ৩ কপি পাশফোর্ট মাপের রঙিন ছবি . (২) মাধ্যমিক এর সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটের দুপিঠের প্রত্যয়িত নকল .(৪) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম( একটি খামে ১০ টাকার টিকিট সাটাবেন), (৫) NCC বা খেলার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল .(৬) বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল. ( সব কাগজ পত্র গেজেটেড অফিসার দ্বারা প্রত্যায়িত করবেন এবং গেজেটেড অফিসারের নাম স্পষ্ট ভাবে লেখতে হবে ) . দরখাস্ত পৌছানো চাই ১৬ জুলাইয়ের মধ্যে (আন্দামান নিকোবর দীপপুঞ্জ ও উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের বেলায় ২৩ জুলাই ). পশ্চিমবঙ্গের প্রার্থীরা দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Advertiser , Post Box No .02,Lodhi Road ,New Delhi -110003. বিহার ও ঝারখন্ডের প্রাথীরা পাঠাবেন এই ঠিকানায় :The Advertiser , Post Box No .10925, RK puram Main PO , New Delhi -110066. অসম ও ত্রিপুরার প্রার্থীরা পাঠাবেন এই ঠিকানায় :The Advertiser , Post Box No .১১৮১০, Delhi cantt, New Delhi - 110010 .

Saturday, June 19, 2010

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১ হাজার কৃষি প্রযুক্তি সহায়ক

রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য "কৃষি প্রযুক্তি সহায়ক" (কে.পি.এস.) পদে প্রায় ১ হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। দরখাস্ত নেওয়া শুরু হবে জুলাই মাসে। রাজ্যের প্রতিটি থানার অধীনে "এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার" (এ.ডি.ও.) থাকে। এই এ.ডি.ও.-র অধীনে থাকে ১ জন করে কৃষি প্রযুক্তি সহায়ক। এদের কাজ হল জেলার অধীনে কৃষি সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করা।
যে কোন শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্ন অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ভহাড় পাবেন। পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা জেনারেল কাস্টের প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন।
প্রার্থী বাছাই হবে "পশ্চিমবঙ্গ পাবলিক কমিশনের একটিই লিখিত পরীক্ষার মাধ্যমে, ১০০ নম্বরের। প্রথম ধাপে ৭০ নম্বরের অবজেকটিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে,
  1. পাটিগনিত,
  2. জেনারেল নলেজ,
  3. ইংলিশ ল্যাঙ্গোয়েজ।
দ্বিতীয় ধাপে ৩০ নম্বরের ডেস্ক্রিপ্টিভ টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে,
  1. বাংলা,
  2. ইংরেজি।
সময় থাকবে দেড় ঘন্টা।
দরখাস্তের বিবরন পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://www.pscwb.org.in/
দরখাস্তের সঙ্গে পরীক্ষার ফী বাবদ ১৬০ টাকা পোস্টাল অর্ডার দিতে হবে।

(২০ জুন কর্মসংস্থান থেকে সমস্ত খবর সংগৃহীত)

Friday, June 18, 2010

স্বাস্থ্য বিভাগে ৪৭

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি "সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার""অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার" পদে ৪৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদে আবেদন করতে পারবেন তার বিবরনঃ

"সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার"  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা (এ.সি.ই./ডি.সি.ই.) কোর্স পাশরা আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শুন্যপদ ২৯ টি।

"অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার"  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শুন্যপদ ১৮ টি।

সব পদের বেলায় বয়স হতে হবে ৩১-১২-২০১০ এর হিসাবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত ও ইন্টারভিউ এর মাধ্যমে।
দরখাস্তের বিবরনঃ দরখাস্ত করতে হবে সাধারন কাগজে পুরো বায়োডাটা দিয়ে। সঙ্গে দিতে হবে
  • এখনকার তোলা দু কপি পাশপোর্ট মাপের ফটো।
  • বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমানপত্রের প্রত্যয়িত নকল।
  • নিজের নাম ঠিকানা লেখা ৯*৪ ইঞ্চি মাপের ২ টি খাম।
খামের ওপরে লিখতে হবে "Application for the post of.....................................।
দরখাস্ত পৌছাতে হবে ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রি ডাকে।
ঠিকানাঃ The Executive Director
West Bengal State Health & Family Weifare Samiti
Sasthya Bhawan, 'B' Wing, 3rd Floor, GN-29, Sector V
Salt Lake, Kolkata-91

জলপাইগুড়ি ও হুগলি জেলায় ব্লকের জন্য ১১২ অ্যাসিস্ট্যান্ট

হুগলি ও জলপাইগুড়ি জেলায় জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.আই.জি.এ সেল ব্লক অফিস ও সাব ডিভিশনাল অফিসে কাজের জন্য "প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট", "ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর", "জুনিয়র প্রোগ্রাম অফিসার", "টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট", "অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার" ও "কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট" পদে ১১২ জন ছেলেমেয়ে নিচ্ছে।

"প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট" পদে যোগ্যতাঃ ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ২২ টি। চাকরী হবে ব্লক ও সাব ডিভিশন অফিসে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৭ টি। চাকরী হবে ব্লক, সাব ডিভিশনাল অফিস অফিস ও জেলা সদর দপ্তরে।

"ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১৮ টি। চাকরী হবে ব্লকে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৩ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"জুনিয়র প্রোগ্রাম অফিসার" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১৮ টি। চাকরী হবে ব্লকে
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৩ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট" পদের যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ২ টি। চাকরী হবে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও সাব ডিভিশনাল অফিসে।

"কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট" পদের যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ৬ মাসের কোর্স পাশ হলেও ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় ৬০০ কী ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারেন।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ২ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি (বি.সি.এ.) কোর্স পাশ কিমবা কম্পিউটার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে A লেভেল কোর্স পাশ করা হলেও আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।

"প্রোগ্রাম কো-অর্ডিনেটর" পদের যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্কের মাষ্টার ডিগ্রি কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।



"টেকনিক্যাল অফিসার" (হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) পদের যোগ্যতাঃ এগ্রিকালচার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।


পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় ৪০% নম্বর পেলে ইন্টারভিউয়ের ডাক পাবেন।
দরখাস্ত করতে হবে সাধারন কাগজে। বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://jalpaiguri.gov.in/, http://wbprd.gov.in/. হুগলি জেলার ক্ষেত্রে বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://hoogly.gov.in/.
দরখাস্তের সঙ্গে দিতে হবে-
  1. বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমানপত্রের প্রত্যয়িত নকল।
  2. কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  3. নিজের নাম ঠিকানা লেখা ১০.৫*৪.৫ ইঞ্চি মাপের ২ ট খাম। (একটি খামে ৫ টাকার ডাক টিকিট সাঁটাতে হবে)
  4. এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো। (এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে আর এক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে)
দরখাস্ত ভরা খামের উপর নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-
হুগলি জেলার ক্ষেত্রেঃ The District MGNREGA cell, Hoogly, Chinsurah, Hoogly (দরখাস্ত পৌছানোর শেষ তারিখ ৭ই জুলাই)
জলপাইগুড়ি জেলার ক্ষেত্রেঃ  The DPC (MGNREGA) & DM, Jalpaiguri, MGNREGA cell, jalpaiguri Zilla Parishad, Complex, Jalpaiguri 735101

(২০ জুন ২০১০ কর্মসংস্থান থেকে সমস্ত খবর সংগৃহীত)

রানাঘাট ২ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ২৯৯ জন "আশা কর্মী" নিয়োগ

রানাঘাট ২ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ২৯৯ জন তরুনী নিচ্ছে। মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অকৃতকার্য মিহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে দরখাস্ত করতে পারেন।
বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। (তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে)

শুন্যপদঃ ২৯৯ টি। এর মধ্যে আড়াংঘাটা গ্রাম পঞ্চায়েতে ২২, আইশমালিতে ২২, বাহিরগাছিতে ২২, বৈদ্যপুর ২ নং ব্লকে ১৭, দেবগ্রামে ২৬, দত্তপুলিয়া ৩৮, যুগলকিশোর ১৯, কামালপুর ৩১, মাঝেরগ্রাম ২৩, নোকারি ২১, রঘুনাথপুর হিজলি ১ নং ব্লক ১৭, রঘুনাথপুর হিজলি ২ নং ব্লক ১৫, শ্যমনগরে ১২।
দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে। পূরন করা দরখাস্তের সঙ্গে দিতে হবেঃ
  • মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অকৃতকার্য মার্কশীটের প্রত্যয়িত নকল।
  • ভোটার ও রেশনকার্ডের প্রত্যয়িত নকল।
  • তপশিলিরা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  • গ্রাম প্রধানের দেওয়া বাসীন্দা সার্টিফিকেট।
  • উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম এর দেওয়া বসবাসের সার্টিফিকেট।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল।
দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে জুন।

Thursday, June 17, 2010

রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কে ১৫০ অফিসার

গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য সুখবর
___________________________
রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক- ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসে 'অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-A পদে ১৫০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (তপশিলিদের ক্ষেত্রে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মোট অন্তত ৫৫% (তপশিলিদের ক্ষেত্রে ৫০%) নম্বর পেয়ে অর্থনীতির পোষ্ট গ্র্যাজুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েট, হর্টিকালচারের গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েট, ভেটেরিনারি সায়েন্স/অ্যানিম্যাল হাজবেন্ড্রির গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েটরা, হাইড্রোলজি/অ্যাপ্লায়েড হাইড্রোলজি বা হাইড্রোলজি অন্যতম বিষয় নিয়ে জিওলজি/অ্যাপ্লায়েড জিওলজির পোষ্ট গ্র্যাজুয়েট কিমবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখার গ্র্যাজুয়েটরা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ পোষ্ট গ্র্যাজুয়েটরা আবেদন যোগ্য। তবে এক্ষেত্রে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। মোট অন্তত ৫৫% (তপশিলিদের ক্ষেত্রে ৫০%) নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার টেকনোলজি/কম্পিউটার অ্যাপ্লিকেশন/ইনফোরমেশন টেকনোলজির গ্র্যাজুয়েটরা বা পোষ্ট গ্র্যাজুয়েটরা সিস্টেম অডিট/সফটওয়্যার প্রোগ্রামিং/নেটওয়ার্কিং।আর.ডি.বি.এম.এস. ইত্যাদি কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন যোগ্য।
বয়স হতে হবে গ্র্যাজুয়েটদের বেলায় ২১-২৮ বছরের মধ্যে এবং পোষ্ট গ্র্যাজুয়েটদের বেলায় ২১-৩০ বছরের মধ্যে। তপশিলিরা ৫ বছর, ওবিসি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ (ওবিসি রা ১৩ তপশিলিরা ১৫) বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১১,২৫০ থেকে ২২,৫০০ টাকা।
প্রার্থী বাছাই হবে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রশ্ন হবে ২ ঘন্টার ২২৫ নম্বরের মাল্টিপল চয়েজ টাইপের।
পরীক্ষা হবে এই চারটি বিষয়েরঃ
  1. জেনারেল অ্যাওয়ারনেস
  2. টেস্ট অফ ইংলিশ
  3. কোয়ান্টেটিভ অ্যাপ্টিটুট
  4. রিজিনিং
লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস অ্যাডমিট কার্ডের সঙ্গেই দেওয়া হবে। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে অনলাইনে এছাড়াও বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে এই ওয়েবসাইটেঃ http://www.nabard.org/ দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটেই ১৪ জুন থেকে ১২ই জুলাইয়ের মধ্যে। এছাড়াও দরখাস্ত করার আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন শাখায় পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা (তপশিলি, প্রতিবন্ধী হলে ৫০ টাকা) চালানে জমা দিতে হবে।

Sunday, June 13, 2010

পরিবহন দপ্তরে ১২৭ কন্ডাক্টার

chondigor administetion " বাস কন্ডাক্টার" পদে ১২৭ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশরা বৈধ কন্ডাক্টার লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮- ২৫ বছরের মধ্যে। মাইনে ৫,৯১০ - ২০,২০০ টাকা। দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে। বয়ান পাবেন এই ওয়েবসাইট এ: http://www.chandigarh.gov.in/
সঙ্গে দেবেন: (১) বয়স ও শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (২) বৈধ কন্ডাক্টার লাইসেন্স এর প্রত্যায়িত নকল, (৩) প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) ২০০ টাকার ডিমান্ড ড্রাফ( তপশিলি ও প্রাক্তন সমরকর্মী হলে ১০০ টাকার)" Director Transport Union Territoriy, Chandigarh এর অনুকূলে পেয়েবল at লিখবেন" Chandigarh" . প্রতিবন্ধীদের ফি লাগবে না। দরখাস্ত পৌছান চাই ২৫ জুনের মধ্যে এই ঠিকানায়: "Office Of The Divisional Manager CTU & Director Transport, U.T, Chandigarh, Plot No.701, Industrial Area, Phase -I, Chandigarh
( দরখাস্তের বয়ান পাবেন ১৩ই জুন ২০১০ এর কর্মসংস্থানে )

Friday, June 11, 2010

৬৪ ফার্মাসিস্ট ও মেডিক্যাল টেকনলজিস্ট

রাজ্য সরকারের এ.এস.আই হাসপাতাল ও সার্ভিস ডিস্পেন্সারী আর বিমা ঔশুধালয়ের কলকাতাও, উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া ও দার্জিলিং জেলায় বিভিন্ন শাখায় কাজের জন্য 'ফার্মাসিস্ট' ও 'মেডিক্যাল টেকনোলজিস্ট' পদে ৬৪ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক / বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফার্মাসির ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে ফার্মাসিস্ট পদের জন্য আবেদন করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি টেকনলেজির ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্য পদ ৩০ টি। প্রার্থী বাছাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউ হবে ৬,৭,৮,১৩,১৪,১৫ ই জুলাই বেলা ১১ তা থেকে। এই ঠিকানায়- Director of Employees State Insurance (M.B) Scheme, Vll- M ( 2 nd floor ), Bagmari Road, Kolkata 54 . ওই দিন সঙ্গে নিয়ে যাবেন বায়োডাটা সহ সমস্ত কাগজ পত্রের ১ কপি জেরক্স প্রত্যায়িত করা
(১৩ই জুন ২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

স্বাস্থ্য বিভাগে ৪০ অপারেটার, কাউন্সেলর

স্বাস্থ্য বিভাগে ৪০ অপারেটার, কাউন্সেলর

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি "ডাটাএন্ট্রি অপারেটার"," কাউন্সেলার", ও" ল্যাবরেটারি টেকনিকস" পদে ৪০ জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের যোগ্য:
ডাটা এন্ট্রি অপারেটার:  যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার আপ্লিকেশন এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্য পদ ৮ টি। মাইনে ৭৫০০ টাকা।
কাউন্সেলার: সোশিওলোজি, applieyed pscychology এর এম এ বা এম এস সি, কোর্স পাশরা আবেদন করতে পারেন শূন্য পদ ১৬ টি, মাইনে ৮৮৪০ টাকা।
ল্যাবরেটারি টেকনিকস: ফিজিক্স, কেমেস্ট্রি, ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা রাজ্যসরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটারি টেকনলেজির ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। দরখাস্ত করবেন সাদা কাগজে পুরো বায়োডাটা লিখে। সঙ্গে দেবেন: ( ১) এখনকার তোলা ২ কপি পাসফোর্ট মাপের ফটো, (২) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্টসার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম, দরখাস্ত ভরা খামের উপর লিখবেন-" Application For the post...................." দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে। পৌছানো চাই ৩০ জুনের মধ্যে। এই ঠিকানায়- The Excutive Director , West Bngal Helth & Family Welfare Samiti ,Swasthya Bhawan ,'B' Wing , 3 rd Flor ,GN-29 , Sector -V, Salt Lake, Kolkata-91.

Thursday, June 10, 2010

ব্যন্কে ৬৮৫ ক্লার্ক

রাষ্ট্রায়ত্ত ব্যান্ক, ইন্ডিয়ান ব্যান্ক "ক্লারিকাল ক্যাডারে "৬৮৫ জন ছেলে মেয়ে নিচ্ছে। নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন: মোট অন্তত ৫০% ( তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমর কর্মী হলে সাধারণ পাশ), যে কোনো শাখার ডিগ্রী কোর্স পাশ। সব ক্ষেত্রে কম্পিউটার এ দক্ষতা থাকতে হবে, না থাকলেও আবেদন করতে পারেন। যিনি যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন তাকে সেই রাজ্যের ভাষা লিখতে, পড়তে, ও বলতে পারা দরকার। বয়স হতে হবে ১৮- ২৭ বছরের মধ্যে। ওবিসি, তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমর কর্মী, বিবাহ বিচ্ছেদ মহিলারা বয়সের ছাড় পাবেন। শূন্য পদের মধ্যে পশ্চিম বঙ্গের জন্য ১৫ টি ( কোড ২৪), অসমে ১৫ টি (কোড ০৩), আন্ধ্রা প্রদেশে ১১০ টি ( কোড ০১) বিহারে ২৪ টি ( কোড ৪), ছত্রিশগরের জন্য ৮ টি ( কোড ০৫ ), গুজরাঠে ২৮ টি (কোড ০৭), গোয়ায় ৪টি ( কোড ০৬), হরিয়ানায় ৪ টি ( কোড ০৪), হিমাচল প্রদেশ ৪ টি ( কোড ০৯) এছাড়া অনান্য জেলাতেও নেওয়া হবে ( ১৩ জুন, ২০১০ কর্মসংস্থানের ২২ পাতায় দেখুন ) পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি তে। দরখাস্ত করবেন অন লাইনে, ৭ জুন থেকে ৬ জুলাই এর মধ্যে। এই ওয়েব সাইটে: www.indianbank.in এ জন্য বৈধ একটি ই মেইল আইডি থাকতে হবে। অনলাইনে নাম নথিভুক্ত করার আগে ৩০০ ( তপশিলি, প্রতিবন্ধী, সমর কর্মী হলে ৫০ টাকা) টাকা নগদে কোনো ইন্ডিয়ান ব্যাঙ্কের কোনো শাখায় জমা দিতে হবে জমা দেবেন পেমেন্ট রিসিপ্ট এ, টাকা জমা দেওয়ার পর ওই পেমেন্ট রিসিপ্ট নেবেন। ওই রিসিপ্ট এ Deposit Journal Number, Branch Name, Branch Code, Date of Remittance ইত্যাদি ঠিক লিখবেন। এবারে এই ওয়েবসাইটে গিয়ে " Online Application form for Clarical Cardre" এ ক্লিক করবেন তাহলে ফর্ম বেরিয়ে আসবে এবার ওই ফর্ম ঠিক ভাবে পূরণ করে "submit" করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এর পর system Genarated On line Application Form ' a-4 সাইজ কাগজে প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। কোনো প্রমান পত্র ডাকে পাঠাতে হবে না।

Wednesday, June 9, 2010

নেভিতে কুক, স্টুয়ার্ড

ভারতীয় নৌবাহিনীতে " স্টুয়ার্ড" ," কুক "  ও সাফাই ওয়ালা  ক্যাটেগরিতে  নাবিক পদে   কিছু  অবিবাহিত ছেলে নিচ্ছে। মাধ্যমিক পাশ  ছেলেরা " ম্যাট্রিক রিক্রুট্স" ক্যাটাগরিতে  স্টুয়ার্ড ও  কুক পদের জন্য আবেদন করতে পারেন। ক্লাস সিক্স পাশ ছেলেরা টপস পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৭- ২১ বছরের  মধ্যে। শরীরের মাপ হতে  হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি, বুকের ছাতি অন্তত  ৫ সেমি প্রসারণ ক্ষমতা, আর  উচ্চতার সঙ্গে  সামন্জস্য পূর্ণ  ওজন। দরখাস্ত করবেন  সাধারণ  A4 সাইজ কাগজে  বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন ৬ জুন ,২০১০ এর  কর্মসংস্থানে )।
সঙ্গে দেবেন : (১) জন্ম  সার্টিফিকেট এর প্রত্যায়িত নকল, (২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের প্রত্যায়িত নকল, (৩) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম, (৪)  বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫)  এখনকার তোলা পাশ ফোর্ট  মাপের ৩ টি রঙিন  ছবি ( কম্পিউটারে বা ডিজিটাল ছবি চলবে  না )। দরখাস্ত পৌছানো চাই ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে  এই ঠিকানায় : The Advertiser , PostBox No .02 , Post Office - Lodhi Road , New Delhi -110003 
( ৬ ই জুন,২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

Tuesday, June 8, 2010

১২৯ জন সাব-ইন্সপেক্টর নিচ্ছে CRPF

কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট্রমন্ত্রকের অধিনে "সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স", "অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর", সাব-ইন্সপেক্টর (ক্রিপ্টো,টেকনিকাল)" পদে ১২৯ জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ
অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টরঃ অঙ্ক, ফিজিক্স, ও ইংরেজি বিষয় নিয়ে সায়েন্স শাখার BSC কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮- ২৫ বছএরে মধ্যে। শূন্য পদ ৯১ টি ।
সাব- ইন্সপেক্টর( রেডিও অপারেটার)ঃ অঙ্ক ও ফিজিক্স, বা কম্পিউটার সায়েন্স শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০- ২৫ বছরের মধ্যে। শূন্য পদ ৩৩ টি।
সাব-ইন্সপেক্টর(ক্রিপ্টো) ঃ অঙ্ক, ফিজিক্স বিষয় নিয়ে ডিগ্রি পাশ্রা আবেদন করতে পারেন। বয়স আগের মত। শূন্য পদ ৩ টি।
সাব-ইন্সপেক্টার( টেকনিক্যাল)ঃ টেলিকম, ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি পাশরা আবেদন করতে পারেন। বয়স আগের মত। শূন্য পদ ২ টি ।
উপরের সব পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় ১৭০ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮৫ সেমি, না ফুলিয়ে ৮০ সেমি, কোন রকম শারীরিক ত্রুটি থাকলে আবেদন যোগ্য নয়। উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ন ওজন থাকতে হবে। দরখাস্ত করবেন সাধারন ফুলস্ক্যাপ কাগজে বয়ান টাইপিং কোরে বা নিজে হাতে লেখে ( বয়ান পাবেন ৬ জুন ২০১০ , কর্মসংস্থানে)। সঙ্গে দেবেনঃ (১) জন্ম তারিখের প্রমান পত্রের প্রত্যায়িত নকল। (২) শিক্ষা গত যোগ্যতার প্রত্যায়িত নকল, (৩) তপশিলী, ওবইসি রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) রাজ্য সরকারের যোগ্য কতৃপক্ষের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫) এখনকার তোলা তিন কপি পাশফোর্ট ফটো, (৬) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাকটিকিট সাঁটা একটি খাম, (৭) NCC ও খেলাধূলার সার্টিফিকেট থাকলে তার প্রত্যায়িত নকল, (৮) ৫০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার। Commandant, 3 Signal BN, CRPF এর অনুকূলে ও পেয়ে বল অ্যাট লিখবেন G.P.O Kolkata। তপশিলী দের ফি লাগবে না। দরখাস্ত পৌছান চাই ৩০জুনের মধ্যে এই ঠিকানায় The Commandant, 3 Singal Bn, CRPF, Sector -V, Salt lake, Kolkata-700091, West Bengal
( ৬ জুন ২০১০,কর্মসংস্থান থেকে সংগৃহিত )

Monday, June 7, 2010

নার্সিং ট্রেনিং

ভারত কোকিল কোল লিমিটেডের স্কুল অফ নার্সিংয়ের ধানবাদের সেন্ট্রাল হসপিটাল জেনারেল নার্সিং অ্যান্ড মিডয়াইফারি( জি.এন.এম) ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। যে কোন শাখার অবিবাহিত তরুণীরা মোট অন্তত ৫০% (তপশিলী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সায়েন্স শাখার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ১৭- ২৩ বছরের মধ্যে। দরখাস্তের ফর্ম ও প্রস্পেক্টাস ডাকে নেওয়ার জন্য যে চিঠি লিখবেন তার সঙ্গে দেবেন ১৮০ টাকার ব্যাঙ্ক ড্রাফট। Bharat Coking Coal Limited এর অনুকূলে, পেয়েবল অ্যাট লিখবেন "DHANBAD" পূরন করা ফর্ম পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। পৌছান চাই ৩ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়-The Principle, School Nursing, Central Hospital, Jagjivan Nagar, Dhanbad-826003.
৬ জুন কর্মসংস্থান থেকে গৃহিত

৮৭ অ্যাসিস্ট্যান্ট

পশ্চিম মেদিনীপুর জেলায় এম.জি.এল.আর.ই.জি.এ সেল "ব্লক সোশ্যাল অডিট কো অর্ডিনেটার", "জুনিয়ার পোগ্রাম অফিসার", পোগ্রাম অ্যাসিস্ট্যান্ট" পদে ৮৭ জন লোক নিচ্ছে।ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার এ ৬ মাসের সাটিফিকেট কোর্স পাশ হলে "পোগ্রাম অ্যাসিস্ট্যান্ট" পদে আবেদন করতে পারেন।
মোট অন্তত ৫৫% নম্বর ও ৬মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে "ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর" ও জুনিয়ার পোগ্রাম অফিসার পদের জন্য আবেদন যোগ্য।
সব পদের বেলায় বয়স হতে হবে ১৮- ৩৭ বছরের মধ্যে। দরখাস্ত করবেন সাধারন কাগজে বয়ান টাইপিং করে। বয়ান পাবেন এই ওয়েব সাইটে http://www.paschimmedinipur.gov.in/সঙ্গে দেবেন (১) এখনকার তোলা ১ কপি পাশফোর্ট মাপের বিজের সই করস ফটো, (২) বয়স, শিক্ষাগত যোগ্যতার, কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাক টিকিট সাঁটা একটি খাম। দরখাস্ত পৌছাব চাই ১১ জুনের মধ্যে এই ঠিকানায়- The Distric Magistrate & Distric Programme Coordinator, Paschim Madinipur, NREGA Cell, 1st floor, Sahid kshudiram Parikalpana Bhawan, Zilap Parishad Complex, Midmapore.

৬ ই জুন ২০১০ কর্মসংস্থান থেকে সংগৃহীত

Sunday, June 6, 2010

Micro-Finance jobs in Arohan

আরোহন জ়াতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত একটি ক্ষুদ্র ঋণ ও বিমা প্রদানকারী কোম্পানি যা সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মানুষের আর্থিক উন্নয়নে সহায়তা করে।
আমাদের লক্ষ আগামি ৪ বছরে ২০ লক্ষ পরিবারের কাছে আর্থিক পরিষেবা পৌছানো। পশ্চিমবঙ্গে গড়ে অঠা আরহনের জন্য নিন্ম লিখিত প্রার্থী প্রয়জনঃ
Field Officer: যোগ্যতা মাধ্যমিক পাশ, বয়স ২১-২৮ বছর।
শর্তঃ সাইকেল চালাতে সক্ষম ও বাড়ি থেকে দূরে থাকার মনভাব সম্পন্ন প্রার্থী।
দায়িত্বঃ উপযুক্ত গ্রাহক দের চিহ্নিত করে আরোহনের ঋণ পরিষেবা প্রদান করা, প্রতি সপ্তাহে ঋণের সাপ্তাহিক কিস্তি সংগ্রহ করা।
আগ্রহি প্রার্থীরা ১২ ই জুন,২০১০ সকাল ৯টায় Biodata, age proof, passport size photo, নিয়ে নির্বাচনী পরিক্ষায় উপস্থিত থাকবেন। এই ঠিকানায় Prafulla Kanan, Deshpapriya Vidya mandir, Kestopur Bus stop, Kolkata - 700101

Friday, June 4, 2010

গ্রামীন ব্যাঙ্কে ৩৫০ ক্লার্ক, অফিসার

মধ্যপ্রদেশের সাতপুরা নর্মদা ক্ষেত্রীয় গ্রামীন ব্যাঙ্ক"স্কেল 1 অফিসার" ও "ক্লার্ক কাম ক্যাশিয়ার" পদে ৩৫০ জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্রাজুয়েট ছেলে মেয়েরা "স্কেল 1 অফিসার" পদের জনয আবেদন করতে পারেন। মূল মাইনে ১০,০০০-১৮,২৪০ টাকা। শূন্য পদ ১১২ টি।
যে কোন শাখার গ্রাজুয়েট শাখার ছেলে মেয়েরা ক্লার্ক কাম ক্যাশিয়ার" পদের জনয উচ্চমাধযমিকে অত্যন্ত ৫০% (তপশিলী হলে ৪৫%) নম্বর পেলে আবেদন করতে পারেন। দুই পদের বেলায় হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জানা থাকতে হইবে। বয়স হতে হবে ১-০১-২০১০ এর হিসাবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। তপশিলী,ওবিসি,প্রতিবন্ধী, বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা বয়সের ছাড় পাবেন।
দরখাস্ত করবেন A4 মাপের সাদা কাগজে নির্দিস্ট বয়ানে। বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://www.snkjb.co.in/
সঙ্গে দেবেনঃ (১) মাধ্যমিকের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (২) শিক্ষাগত যোগ্যতার প্রত্য্যিত নকল, (৩) তপশিলী, ওবিসি, প্রতিবন্ধীরা যথাবিহীত সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪)এখনকার তোলা ১ কপি পাসপোর্ট ছবি আড়াআড়ি সই করা নির্দিস্ট জায়গায় সেটে (কয়েক কপি নিজের কাছে রেখে দেবেন), (৫"স্কেল 1 অফিসার" পদের বেলায় ৩০০ টাকার (তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমর কর্মী হলে ৫০ টাকার) আর ক্লার্ক কাম ক্যশিয়ার পদের ২৫০ (তপশিলী, প্রাক্তন সমর করররমী, প্রতিবন্ধী হলে ৫০ টাকার) ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফ "Satpura Narmada Kshetriya Gramin Bank-Recrument Project 2010, এর অনুকূলে পেয়েবল অ্যাট লিখবেন "Chhindwara"। দরখাস্ত পৌছান চাই ৩০ জুনের মধ্যে। স্কেল 1 অফিসার পদের বেলায় এই ঠিকানায়ঃ The Advertiser, Post Box No 8242,Dahisar(East), Mumbai-400068.
"ক্লার্ক কাম ক্যাশিয়ার" পদের বেলায় এই ঠিকানায় The Advertiser,PostBox No 7731, Borivali (West), Mumbai-400092. আরও জানতে ফোন করুন (০৭১৬২) ২৪৫৬১১,২৪৭৪৮৫ এই নম্বরে।
৬ জুন কর্মসংস্থান থেকে সংগৃহীত

Thursday, June 3, 2010

২,৫৬৫ ক্লার্ক, ড্রাইভার

কেন্দ্রীয় সরকারের সড়কপরিবহন ও জাতীয়সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স "সাফাইওয়ালা", "মশালচি", "পায়োনিয়র", "কুক", "লোয়ারডিভিশ্ন ক্লার্ক", "জুনিয়র ইঞ্জিনিইয়ার", "স্টোরকিপার টেকনিকাল", "পেইন্টার", "ব্লাকস্মিথ", কার্পেন্টার", "অপারেটার এক্সকাভেটিং মেশিনারি", ড্রাইভার রোড রোলার", " ড্রাইভার ইঞ্জিনস্ট্যাটিক", "ভেইকাল মেকানিক"," রেডিও অপারেটার", ও নার্সিং অ্যাসিট্যান্ট" পদে ২,৫৬৫ জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ
পোস্টনং ১৫ঃ পায়োনিয়রঃ মাধ্যমিক পাশরা আবেদন করতে পরেন। বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। ৮৫৮ টি শূন্যপদ।
পোস্ট নং ১১ঃ লোয়ার ডিভিশন ক্লার্কঃ মাধ্যমিক পাশ ছেলেরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩০ শব্দ তোলার গতি থাকলে আবেদন যোগ্য। বয়স হোতা হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
পোস্ট নং ১৪ মশালচিঃ মাধ্যমিক পাশরা আবেদনযোগ্য। হোটেলে বা মেসে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
পোস্ট নং ১০ অপারেটার এক্সকাভেটিং মেশিনারিঃ মাধ্যমিক পাশরা ভারি গাড়ী চালানোর বৈধ লাইসেন্স থক্লে আবেদন যোগ্য। শূন্য পদ ২০০ টি।
পোস্ট নং ২২ ব্ল্যাকস্মিথঃ মাধ্যমিক পাশরা আই টি আই, আই টি সি, বা এন সি টি ভি টি থেকে ব্ল্যাকস্মিথ ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
পোস্ট নং ২০ পেইন্টারঃ মাধ্যমিক পাশরা ITC, ITI, NCTVT থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন যোগ্য।
পোস্ট নং ২১কার্পেন্টারঃ মাধ্যমিক পাশরা ITC, ITI, NCTVT থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন যোগ্য।
পোস্ট নং ২৩ কুকঃ মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার দক্ষতা থাকলে আবেদন যোগ্য।
পোস্ট নং ১৮ভেহিকল মেকানিকঃ মাধ্যমিক পাশরা ITC, ITI, NCTVT থেকে মোটর মেকানিক, ভেহিকল, ডিজেল, ট্রাক্টর ট্রেডের সার্টিফিকেট পাশ হলে আবেদন যোগ্য।
এছাড়া ইলেক্ট্রিশিয়ান, ম্যাশন, ড্রাফটস ম্যান, ড্রাইভার এম.টি, এল/হ্যান্ড, রেডিও অপারেটার,নার্সিং অ্যাসিন্টেট, জুনিয়ার ইঞ্জিনিয়ার, স্টোরকীপার টেকনিকাল প্রভৃতি পদে সংস্লিষ্ট যোগ্যতা থাকলে আবেদন যোগ্য।
ওপরের সব পদের জন্য বয়স গুনতে হবে ২০-৭-২০১০ এর হিসেবে। তপশিলী, ওবিসি, প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করবেন ফুলস্ক্যাপ সাদা কাগজে নির্দিস্ট বয়ান টাইপিং করে। বয়ান পাবেন http://www.bro.nic.in/ এই ওয়েব সাইটে। সঙ্গে দেবেনঃ(১) জন্ম প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (২) যোগ্য কর্তৃপক্ষের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) ড্রাইভার পদের বেলায় লাইসেন্স, ও অভিজ্ঞতার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) ১ কপি পাশফোর্ট রঙ্গিন ছবি attested সহ, (৫)২০ টাকার ক্রসড ব্যাঙ্ক ড্রাফট COMMANDANT, GREF CENTRE, PUNE-411015 এর অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখবেন "State Bank of India Khadki Branch Pune, Code No 01629 লিখবেন। দরখাস্ত পৌছান চাই ২০ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় The Chief Engineer, Tezpur Zone, HQCE(P) Vartak, C/O 99APO.
(6জুন কর্মসংস্থান থেকে গৃহিত)

Tuesday, June 1, 2010

ফুড কর্পোরেশনে ম্যানেজমেন্ট ট্রেনি

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কলকাতা জোনাল অফিস প্রতিবন্দীদের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে "ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার টেক)", ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার-এ/সি) পদে ৬ জন লোক নিচ্ছে।
শুন্যপদঃ ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার টেক) পদে ৩টি (বধির প্রতিবন্ধী ১, অস্থিপ্রতিবন্ধী ২) ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার-এ/সি) পদে ৩টি (বধির প্রতিবন্ধী)।
মূল মাইনেঃ ১৬,৮০০-৪০,৫০০ টাকা। স্টাইপেন্ড মাসে ৮,৫০০ টাকা।
বয়স হতে হবে ১-১০২০১০ এর হিসাবে ২৮ বছরের মধ্যে।
এই পদের শিক্ষাগত যোগ্যতা, দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। (http://specialist.in/fci)


(৩০ শে মে কর্মসংস্থান থেকে তথ্য সগ্রীহীত)

"Relience BPO তে Guaranteed Job"

(500). Reliance B.P.O তে Customer দের Phone Receive করার জন্য In Office Job-এ বাংলা, হিন্দি বলতে জানা (H.S-graduate), (18-32) অভিজ্ঞ ও অনভিজ্ঞ যুবক/যুবতি চাই। ৯ ঘন্টায় বেতন-৫৫০০/- থেকে ১৫০০০/-
যোগাযোগ করুনঃ 9830668834
                                9007791799



(৩০ শে মে কর্মসংস্থান থেকে তথ্য সংগ্রীহীত)