Wednesday, August 18, 2010

১,৮৮৫ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ফুড কর্পোরেশন

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল জোন 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-.।।। (জেনারেল)', 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- (অ্যাকাউন্টস)', 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-.।।।(কোয়ালিটি কন্ট্রোল) পদে ২৮৫ জন লোক আর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার উওরাঞ্চল জোন 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (জেনারেল)', .'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (অ্যাকাউন্টস)', 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (কোয়ালিটি কন্ট্রোল)', ও 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।।(গোডাউন)' পদে ১,৬০০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য।

 পূর্বাঞ্চল জোনে নেওয়া হবে এইসব পদেঃ
'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ।।। (কোয়ালিটি কন্ট্রোল)ঃ সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলে কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদঃ১০১টি পোস্ট কোডঃ 03

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ।।।(জেনারেল)':কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। শূন্যপদঃ ৮৬টি। পোস্ট কোড-01

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (অ্যাকাউন্টস)ঃ কমার্স / অঙ্ক /  স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদঃ ৯৮টি। পোস্ট কোডঃ 02

ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-৮-২০১০' এর হিসাবে ২৫ বছ্রের মধ্যে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটেঃ http://specialtest.in/fci   দরখাস্ত করবেন অনলাইনে ১২ সেপ্টেম্বরের মধ্যে ওপরের ওই ওয়েবসাইটে। অনলাইনে সরখাস্ত করার আগে ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট কাটবেন। 'Food Corporation of India' র অনুকুলে ও পেয়েবল অ্যাট লিখবেন 'Kolkata', তারপর ওই সখাস্ত ডাকে পাঠাতে হবে। দরখাস্তের সঙ্গে দেবেনঃ বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল আর ডিমান্ড ড্রাফটের মূল। আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।

 উওরাঞ্চল জোনে নেওয়া হবে এই সব পদেঃ

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (গোডাউন)ঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদঃ ৭০০টি। পোস্ট-কোডঃ 04

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ।।। (কোয়ালিটি কন্ট্রোল)ঃ সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলে কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদঃ ৫০০টি। পোস্ট-কোডঃ 03

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (জেনারেল)': কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। শূন্যপদঃ ২৫০টি। পোস্ট কোড-01

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।।(অ্যাকাউন্টস)ঃ কমার্স / অঙ্ক / স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদঃ ১৫০টি। পোস্ট কোডঃ 02

লিখিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন  ওয়েবসাইট থেকে। দরখাস্ত করবেন অনলাইনের এই ওয়েবসাইটে  http://specialtest.in/fci  অনলাইনে দরখাস্ত করার আগে ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট কাটবেন। 'Food Corporation of India' র অনুকুলে ও পেয়েবল অ্যাট লিখবেন  'Noida'.
দরখাস্তের সঙ্গে দেবেনঃ বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল আর ডিমান্ড ড্রাফটের মূল। আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।


১৫ আগস্টের কর্মসংস্থাণ থেকে সমস্ত তথ্য সংগৃহীত।

No comments:

Post a Comment