Tuesday, August 17, 2010

৫৮ অ্যাসিস্ট্যান্ট

দক্ষিন ২৪ পরগনা জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই.জি.এস. সেল 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে ৫৮ জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংযের ডিপ্লোমা কোর্স পাশ্রা 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে জন্য আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ প্রতি ব্লকে ১টি করে, অর্থাৎ ২৯টি।

উচ্চমাধ্যমিক পাশ্রা কম্পিউটারের ৬ মাসের ট্রেনিং কোর্স পাশ হলে ও কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টার অন্তত ৬,০০০ কী ডিপ্রেশনে গতি থাকলে ' কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট' পদে জন্য আবেদন করতে পারেন।
মূলমাইনে: ৯,০০ টাকা। শূন্যপদঃ প্রতি ব্লকে ১টি করে, অর্থাৎ ২৯টি।

ওপরের দুই পদের বেলায় বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নির্দিষ্ট বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://s24pgs.gov.in/  দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রমান পত্রের প্রত্যায়িত নকল আর নিজের নাম ঠিকানা লেখা একটি খাম। দরখাস্তটি পৌছান চাই ২৫ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Magistrate & District programme co-ordinator, south 24 Pgs, District  MGNSEGA Cell, 9th   Floor  new Administrative Building, 12A, Bipalabi Kanai Bhattacharya sarani, Alipore, Kolkata-27

No comments:

Post a Comment