Wednesday, August 25, 2010

ব্যাঙ্কে ৮২১ জন অফিসার

কেন্দ্রীয় সরকারি সংস্থা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ' অ্যাগ্রিকালচার অফিসার', ম্যানেজমেন্ত ট্রেনি',  'অফিসার', অফিসার(ইন্ডাস্ট্রি)' ও 'ম্যানেজার (ক্রেডিট)' পদে ৮২১ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
অ্যাগ্রিকালচার অফিসারঃ অ্যাগ্রিকালচার, হার্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, পিসিকালচার বা, অ্যাগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশনের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ওপরের ওইসব শাখার পোস্ট-গ্র্যাজুয়ে্টরাও সাধারন ভাবে পাশ করলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২০,৭০০ টাকা। শূন্যপদঃ ২১০ টি। চাকরি হবে জে.এম.জি.। স্কেলে। পোস্ট কোড-06

ম্যানেজমেন্ট ট্রেনিঃ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়রা আবেদন করতে পারেন। কম্পিউটারে এম.এস. অফিস সফটওয়্যারে কাজ করায় জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদ: ৩৯০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-10

অফিসার (ইন্ডাস্ট্রি)ঃ মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংযের প্রথম শ্রেনির গ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেনির নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২০,৭০০ টাকা। শূন্যপদঃ ১৪০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-07

অফিসার (এইচ.আর.ডি)ঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বা, লেবারল বা, লেবার ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্কের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদ: ২০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-08

ডেপুটি ম্যানেজার(ল)ঃ আইন শাখার গ্র্যাজুয়রটরা অ্যাডভোকেট হিসাবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা / রাজ্য বা, কেন্দ্রীয় সরকারের লিগ্যাল বিভাগে /  স্টেট লিগ্যাল সার্ভিসে মেম্বার হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদঃ ১০টি। চাকরি হবে জে.এম.জি. ,। স্কেলে। পোস্ট-কোর্ডঃ05

ম্যানেজার (ক্রেডিট)ঃ ফিনান্স স্পেশালাইজেশন বিষয় হিসাবে নিয়ে এম.বি.এ. / চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি / ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৯,৪০০-২৮,১০০ টাকা। শূন্যপদঃ ৫১ টি। চাকরি হবে এম.এম.জি-,।। স্কেলে। পোস্ট- কোড-02

ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ১-৭-২০১০' এর হিসাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে, ১৮অগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটেঃ http://www.pnbindia.com/ ।পরীক্ষা ফী বাবদ নগদে ৪০০ টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোনো কোর ব্যাঙ্কিং ব্রাঞ্চে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার সময় ২ কপি ভাউচার লাগবে।  বিস্তারিত খবর পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.pnbindia.com/

No comments:

Post a Comment