Saturday, August 28, 2010

৫৪৩ পোস্টাল ও সার্টিং অ্যাসিস্ট্যান্ট

ভারতিয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেল ২০০৯ ও ২০১০ সালের শূন্যপদ পূরণের জন্য 'পোস্টাল' অ্যাসিস্ট্যান্ট  / 'সার্টিং অ্যাসিস্ট্যান্ট ' পদে ৩৪১ জন ছেলেমেয়ে আর ওড়িশা সার্কেল ২০০৯ ও ২০১০ সালের শূন্যপদ পূরনের জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ' / 'সার্টিং অ্যাসিস্ট্যান্ট'  পদে ২০২ জন লোক নিচ্ছে।
 কারা কোন পদের জন্য যোগ্যঃ
পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের জন্যঃ যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ৫-১০-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট বা পোস্ট-গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। পোস্ট অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদঃ বিভিন্ন ডিভিশনে বিভিন্ন রকমের শূন্য স্থান রয়েছে।

'সার্টং অ্যাসিস্ট্যান্ট পদের শূন্য স্থান বিভিন্ন ডিভিশনে বিভিন্ন রকমের। খেলোয়াড়দের কোটায় 'পোস্টাল অ্যাসিস্ট্যান্ট  পদে নেওয়া হবে বিভিন্ন ডিভিশনে। বিজ্ঞপ্তি নংঃ Rectt/R-8/Direct Quota/2009-10.
প্রার্থীবাছায়ের পদ্ধতি নির্দেশাবলি আছে  ফর্মের সঙ্গে। ফর্মের দাম ২৫ টাকা।

পুরন করা ফর্মের সঙ্গে দেবেনঃ ১) মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোহ্যতার মার্কশীট ও সার্টিফিকেটের পেত্যায়িত নকল। ২) ও.বি.সি., তপশিলী ওপ্রতিব্ন্ধীরা দেবেন যথাবিহিত সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, ৩) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো, ৪) অস্থিসংক্রান্ত প্রতিবন্ধীরা দেবেন যাথারীতি ডাক্তারি সার্টিফিকেট। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন  'APPLICATION FOR RECRULTMENT TO THE POST OF POSTAL ASSISTANT / SORTING ASSISTANT/ POSTAL ASSISTANT(SBCO)/PA(CO)IN....' ও NAME OF THE DIVISION/ UNIT....... দরখাস্ত পাঠাবেন স্পীড ডাকে বা, রেজিস্ট্রি দাকে। পৌছানো চাই ৫ অক্টোবরের মধ্যে। বিভিন্ন ডিভিশনের জন্য আলাদা ঠিকানা রয়েছে। যারা যে ডিভিশনে দরখাস্ত করবেন তারা সেই ডিভিশনের ঠিকানায় দরখাস্তটি পাঠাবেন। বিভিন্ন ডিভিশনের ঠিকানা পাবেন ২৯ আগস্টের কর্মসংস্থান থেকে।

ওড়িশা পোস্টাল সার্কেলের জন্যঃ ভারতিয় ডাক বিভাগের ওড়িশা পোস্টাল সার্কেল ২০০৯ ও ২০১০ সালের শূন্যপদ পূরণের জন্য 'পোস্টাল' অ্যাসিস্ট্যান্ট / 'সার্টিং অ্যাসিস্ট্যান্ট ' পদে ২০২ জন লোক। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মূল মাইনে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের ওপরের মতো। শূন্যপদঃ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৩৯টি, সার্টং অ্যাসিস্ট্যান্ট  পদে ২৪টি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট  (সেভিংস ব্যাঙ্ক কন্ট্রোল অর্গানাইজেশন) পদে ১৫টি,  পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে (সার্কেল অফিস) পদে ১৪টি, আর্মি পোস্টাল সার্ভিসে ১০টি।
এই পদের বিজ্ঞপ্তি নংঃ RE/6-12/2010,Dated: Bhubaneswer the 18th August, 2010. ফর্মের দাম ২৫ টাকা। পুরন করা ফর্মের সঙ্গে দেবেন যাবতীয় প্রমানপত্রের প্রত্যায়িত নকল, এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপেরফটো। দরখাস্ত পাঠাবেন স্পীড ডাকে বা, রেজিস্ট্রি ডাকে। পৌছানো চাই ৫ অক্টোবরের মধ্যে।

Friday, August 27, 2010

২৩ মজদুর

ডাকুনি পুরসভা 'মজদুর' ও 'পিওন' পদে ২৬ জন লোক নিচ্ছে। ক্লাস এইট পাশরা ১-১-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স থাকলে দুই পদের জন্য আবেদন করতে পারেন। ভালো স্বাস্থ্য ও খেলোয়াড়্রা অগ্রাধিকার পাবেন।
মূল মাইনেঃ ৪,৯০০-১৬,২০০ টাকা। শূন্যপদঃ মজদুর পদে ২৩টি। রেফারেন্স নংঃ 768/DM/2010, Date: 10.08.2010 ।  শূন্যপদঃ পিওন পদে ৩টি। রেফারেন্স নংঃ 768/DM/2010. Date 10.08.2010.

দরখাস্ত করবেন সাধারন কাগোজে, পুরো বায়োডাটা দিয়ে। সঙ্গে দেবেনঃ ১) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, ২) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো, ৩) নিজের নাম-ঠিকানা লেখা ও ৫ টাকার ডাক্টিকিট সাঁটা একটি খাম। দরখাস্ত পৌছানো চাই 'মজুর' পদের বেলায় ৩১ আগস্টের মধ্যে আর পিওন পদের বেলায় ৩০ আগস্টের মধ্যে।

এই ঠিকানায়ঃ The Chairman,Dankuni Municipality, North Subhaspally, Dankuni, Dist. Hooghly, Pin-712311. 

Thursday, August 26, 2010

৬২৯ সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল

বর্ডার সিকিউরিটি ফোর্স 'হেড কনস্টেবল (রেডিও অপারেটর)',  হেড কনস্টেবল (ফিটার)' ও অ্যাসিস্ট্যান্ট-সাব-ইন্সপেক্টর (রেডিও মেকানিক)' পদে ৬২৯  জন লোক নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
 হেড কনস্টেবল (রেডিও অপারেটর)ঃ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ ছেলেরা আই.টি.আই. থেকে রেডিও অ্যান্ড টি.ভি./ ইলেক্ট্রনিক্স ট্রেডের ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। শূন্যপদঃ ৫০০টি।

হেড কনস্টেবল (ফিটার)ঃ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ ছেলেরা আই.টি.আই. থেকে ইঞ্জিন ফিটার /ডিজেল মেকানিক / অটোমোবাইল / মোটর মেকানিক ট্রেডের ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। শূন্যপদঃ ১৭টি।

অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (রেডিও মেকানিক)ঃ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ ছেলেরা আই.টি.আই. থেকে রেডিও অ্যান্ড টি.ভি./ টেকনোলজি, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল বা, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সের ডিপ্লোমা কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। শূন্যপদঃ ১১২টি।

ওপরের সব পদের বেলায় বয়স গুন্তে হবে ৯-১০-২০১০' এর হিসাবে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ৫ সেমি প্রসারক্ষণ থাকতে হবে আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দু'চোখে ৬/৬ ও ৬/৯।

দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার 'কল লেটার' পাঠানো হবে।
এই টেস্ট থাকবেঃ ১) ৬.৫ মিনিটে ১ মাইল দৌড়, ২) ৩ সুযোগে ১.২ মিটার হাই জাম্প, ৩) ৩ সুযোগে ৩.৬৫ মিটার লং জাম্প। সফল হলে ২০০নম্বরের আড়াই ঘন্টার লিখিত পরীক্ষা হবে।

FOR THE POST OF HC(RO) / HC (FITTER) / ASI (RM)'.  দরখাস্ত পৌছানো চাই ৯ অক্টোবরের মধ্যে।

কলকাতা  কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Inspector General, Frontier HQ BSF South Bengal, 2B Lord Sinha Road, kolkata (West Bengal), Pin - 700 071

শিলিগুড়ি কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Inspector General, Frontier HQ BSF Kadamtala, P.O. Kadamtala, Silliguri, Darjeeling, (W.B), Pin- 734011.

গুয়াহাটি কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Deputy Inspector General, Sector -HQ  BSF Guwahati (Assam), Pin-781017,

এিপুরা কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Deputy Inspector General, Sector -HQ BSF Tripura ,P.O. Salbagan, Dist. Tripura West,Pin-799012.

ঝাড়খন্ড কেন্দ্রে পরীক্ষা দিলে দপ্রখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The DIG/Commandant, BSF TC & S Hazaribagh, Meeru Camp, Jharkhand, Pin-825317.

পাটনা কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ  The Inspector General, Frontier -HQ BSF Malda, P.O. -Narayanpur, Dist. Malda (WB), Pin-732144.

Wednesday, August 25, 2010

এয়ারপোর্ট অথরিটিতে ৯৮ অ্যাসিস্ট্যান্ট

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা অফিস 'জুনিয়র অ্যাসিস্ট্যান্ট' পদে ৯৮ জন লোক নিছে। যে কোনো শাখায় উচ্চমাধ্যামিক পাশ ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। আই.টি.আই., সাব-অফিসার কোর্স বা, ফায়ার সার্ভিসে কাজের অভিজ্ঞতা কিংবা বি.টি.সি. কোর্স পাশ হলে ভালো হয়। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় ১৬৭ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি। দৃষ্টি শক্তি হতে হবে চশমা ছাড়া প্রতি চোখে ৬/৬। বয়স হতে হবে ১৩-৮-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ৫,৫০০-১০,০৬০ টাকা। শূন্যপদঃ ৯৮টি।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যে। সফল হলে ইন্টারভিউ। সব শেষে হবে ড্রাইভিং টেস্ট। দরখাস্ত করবেন সাধারন কাগজে, নিচের বয়ান টাইপিং করে। এছাড়া বয়ান পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.airportsindia.org.in/

 পূরন করা ফর্মের সঙ্গে দেবেনঃ ১) শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল। ২) বয়সের প্রমান পত্র হসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যায়িত নকল। ) তপশিলী আর ও.বি.সি.'রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ও প্রতিবন্ধিরা দেবেন ডাক্তারি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। ৪) ড্রাইভিং লাইসেন্সের প্রত্যায়িত নকল। ৫) এখনকার তোলা ৪ কপি পাশপোর্ট মাপের ফটো। ৬) ১০০ টাকার ডিমান্ড ড্রাফট। 'Airports Authority of India'র অনুকুলে ওপেয়েবল অ্যাট লিখেবেন 'কলকাতা' । দরখাস্ত ভরা খামের ওপর পদের নাম লিখবেন।  দরখাস্ত পৌছনো চাই ২৭ আগস্টের মধ্যে।

দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ THE REGIONAL EXECUTIVE DIRECTOR (Eastern Region), Airports Authority of India, NSCBI Airport, kolkata-700 052.


22 আগস্টের কর্মসংস্থান থেকে সমস্ত তথ্য সংগৃহীত

ব্যাঙ্কে ৮২১ জন অফিসার

কেন্দ্রীয় সরকারি সংস্থা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ' অ্যাগ্রিকালচার অফিসার', ম্যানেজমেন্ত ট্রেনি',  'অফিসার', অফিসার(ইন্ডাস্ট্রি)' ও 'ম্যানেজার (ক্রেডিট)' পদে ৮২১ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
অ্যাগ্রিকালচার অফিসারঃ অ্যাগ্রিকালচার, হার্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, পিসিকালচার বা, অ্যাগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশনের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ওপরের ওইসব শাখার পোস্ট-গ্র্যাজুয়ে্টরাও সাধারন ভাবে পাশ করলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২০,৭০০ টাকা। শূন্যপদঃ ২১০ টি। চাকরি হবে জে.এম.জি.। স্কেলে। পোস্ট কোড-06

ম্যানেজমেন্ট ট্রেনিঃ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়রা আবেদন করতে পারেন। কম্পিউটারে এম.এস. অফিস সফটওয়্যারে কাজ করায় জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদ: ৩৯০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-10

অফিসার (ইন্ডাস্ট্রি)ঃ মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংযের প্রথম শ্রেনির গ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেনির নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২০,৭০০ টাকা। শূন্যপদঃ ১৪০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-07

অফিসার (এইচ.আর.ডি)ঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বা, লেবারল বা, লেবার ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্কের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদ: ২০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-08

ডেপুটি ম্যানেজার(ল)ঃ আইন শাখার গ্র্যাজুয়রটরা অ্যাডভোকেট হিসাবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা / রাজ্য বা, কেন্দ্রীয় সরকারের লিগ্যাল বিভাগে /  স্টেট লিগ্যাল সার্ভিসে মেম্বার হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদঃ ১০টি। চাকরি হবে জে.এম.জি. ,। স্কেলে। পোস্ট-কোর্ডঃ05

ম্যানেজার (ক্রেডিট)ঃ ফিনান্স স্পেশালাইজেশন বিষয় হিসাবে নিয়ে এম.বি.এ. / চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি / ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৯,৪০০-২৮,১০০ টাকা। শূন্যপদঃ ৫১ টি। চাকরি হবে এম.এম.জি-,।। স্কেলে। পোস্ট- কোড-02

ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ১-৭-২০১০' এর হিসাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে, ১৮অগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটেঃ http://www.pnbindia.com/ ।পরীক্ষা ফী বাবদ নগদে ৪০০ টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোনো কোর ব্যাঙ্কিং ব্রাঞ্চে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার সময় ২ কপি ভাউচার লাগবে।  বিস্তারিত খবর পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.pnbindia.com/

Tuesday, August 24, 2010

প্রতিরক্ষা কারখানায় ১০০ শ্রমিক

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরি 'লেবারার' পদে ১০০জন লোক নিচ্ছে। মাধ্যামিক পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে '১০-৯-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
মূলমাইনেঃ৫,২০০- ২০,২০০ টাকা। শূন্যপদঃ ১০০টি।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের  মাধ্যমে। দরখাস্ত করবেন সাধারন কাগজে, নিজের বয়ান টাইপিং করে।

সঙ্গে দেবেনঃ ১) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। ২)এখ্নকার তোলা ও সামনের দিকে নিজের সই করা ৩কপি পাশপোর্ট মাপের ফটো। (১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও ২ কপি দরখাস্তের সঙ্গে সেঁটে), ৩) ৫০ টাকার ডিমান্ড ড্রাফট বা, পোস্টাল অর্ডার। The General Manager, Ordance Factory, Khamaria, Jabalpur-482005' এর অনুকুলে। অপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। দরখাস্ত ভরা খামের ওপর পদের নাম ও ফ্যাক্ট্রির নাম লিখবেন। দরখাস্ত পৌছনো চাই ১০ সেপ্টেম্বরের মধ্যে।

 দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The General Manager, Ordnace Factory khamaria, Jabalpur, Madhya Pradesh, Pin-482005

Monday, August 23, 2010

১৩৯ ট্রেনি

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড 'গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি  ও ' ম্যানেজমেন্ট ট্রেনি' পদে ১৩৯ জন লোক নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্য

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিঃ   মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মাইনিং মেশিনারি, সি অ্যান্ড আই, মেটালার্জি, কেমিক্যাল, সিভিল, জিওলজি, মাইনিং, সিস্টেমস ( কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / ইনফর্মেশন টেকনোলজি) ' এর গ্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৬৫% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৩ বছরের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা মোট ৬৫% নম্বর পেয়ে থাকলেও 'সিস্টেম' শাখার জন্য যোগ্য। "জিওলজি'  বিষয়ে এম.এসসি.  কোর্স পাশ্রা অন্তত ৬৫% নম্বর পেয়ে 'জিওলজি'  শাখার জন্য যোগ্য। ওপরের ওইসব যোগ্যতার প্রার্থীদের বেলায় ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেনিঃ নেওয়া হবে এইসব শাখায়ঃ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মার্কেটিং ম্যানেজমেন্ট ও ফিনান্স। মোট অন্তত ৬৫% নমেওর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এম.বি.এ. / পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট- গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে মোট অন্তত ৬৫% নমেওর পেয়ে পাশ হলে 'হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট' ও 'মার্কেটিং ম্যানেজমেন্ট' শাখার জন্য আবেদন করতে পারেন। মোট অন্তত ৬৫% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এম.বি.এ. / ম্যাসকমিউনিকেশন, জার্নালিজম, অ্যাডভার্টাজিং / ক্রিয়েটভ রাইটিংযের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে মোট অন্তত ৬৫% নমেওর পেয়ে পাশ হলে 'পাবলিক রিলেশন্স অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন' শাখার জন্য আবেদন করতে পারেন। মোত অন্তত ৬৫% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা চার্টার্ড অ্যাকউন্ট্যান্সি কোর্স পাশ হলে  'ফিনান্স' শাখার জন্য আবেদন করতে পারেন। শূন্যপদঃ ১৫টি

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।পরীক্ষা হবে ২৬ শে সেপ্টেম্বরে পূর্ব ভারতের কলকাতা ভুবনেশ্বরে। দরখাস্ত করবেন অনলাইনে ৩১ আগস্ট পর্যন্ত। অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে আর ৫০০ টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় জমা দিতে হবে  এই অ্যাকাউণ্ট নম্বরে: NALCO Powerjyoti A/c No. 31285673209 of SBI. দরখাস্তের সঙ্গে দেবেনঃ ১) এখনকার তোলা ও স্ব-প্রত্যায়িত করা ৩.৫*৪.৫ সেমি মাপের একটি রঙিন ফটো(ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে), ২) টাকা জমা দেওয়ার পে-ইন স্লিপের মূল, ৩) ও.বি.সি., তপশিলীরা দেবেন কাস্টসার্টিফিকেটের প্রত্যায়িত নকল। দরখাস্ত পৌছানো চাই ৭ সেপ্টেম্বরের মধ্যে।
এই ঠিকানায়ঃ The Advertiser, PO Box No.12026, Cossipore Post Office Kolkata-700 002.

Sunday, August 22, 2010

২২৫ অফিসার ও অ্যাসিস্ট্যান্ট

কেন্দ্রীয় সরকারের জনসংযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনফমেটিক্স সেন্টার 'সায়েন্টিফিক অফিসার / ইঞ্জিনিয়ার-এস.বি. ( প্রোগ্রামার)' ও সায়েন্টিফিক / টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি পদে ২২৫ জন লোক নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
সায়েন্টিফিক / টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-B; ফিজিক্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, অপারেশন্স রিসার্চ, অর্থনীতি ( ইনফর্মেশন টেকনোলজি স্পেশালাইজেশন হিসাবে) বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পায়ে থাকলে ও কম্পিউটার প্রোগ্রামিংযের কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ফিজিক্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, অপারেশন্স রিসার্চ, অর্থনীতি ( ইনফর্মেশন টেকনোলজি স্পেশালাইজেশন হিসাবে) বিষয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিক্যাশনের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স  পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার প্রোগ্রামিংযের  কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন। কম্পিউটার সায়েন্সের বি.এসসি.কোর্স পাশ কিংবা বি.সি.এ. কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর কম্পিউটার প্রোগ্রামিংযের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ৯,৩০০-৩৪,৮০০ টাকা। শূন্যপদঃ ১৬৭টি।

'সায়েন্টিফিক অফিসার / ইঞ্জিনিয়ার-এস.বি.( প্রোগ্রামার);  কম্পিউটার সায়েন্সের এম.এসসি.কোর্স পাশ্রা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।ফিজিক্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, অপারেশন্স রিসার্চ, অর্থনীতি ( ইনফর্মেশন টেকনোলজি স্পেশালাইজেশন হিসাবে) বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পায়ে থাকলে ও কম্পিউটার কম্পিউটার সায়েন্স পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার প্রোগ্রামিংযের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন।বি.ই.,বি.টেক. বা, এম.সি.এ. কোর্স পাশ্রা মোট অন্তত ৬০% নমেওর পেয়ে থাকলে আর কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সংত্রুয়ান্ত বিষয়ে দক্ষতা থাকলেও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ৯,৩০০-৩৪,৮০০ টাকা। শূন্যপদঃ ৫৮টি

বিজ্ঞপ্তি নংঃ 6(5)2010 pers। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সফল হলে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল নিয়ে যাবেন। দরখাস্ত করবেন অনলাইনে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটেঃ http:// recruitment.nic.in  কীভাবে দরখাস্ত করবেন, কত টাকা ফী দিতে হবে ও পরীক্ষা সংত্রুয়ান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে ওই ওয়েবসাইটেই পাবেন।

Thursday, August 19, 2010

Airtel B.P.O তে Spot Joining

Night Shift ছাড়া দুর্গাপুর, কলকাতা Airtel Customer Care/B.P.O-তে Call receive করার জন্য ও হার্ডোয়্যার নেটওয়ারকিং জানা (H.S.-Graduate) 32- এর মধ্যে বাংলা এবং হিন্দি বলতে জানা স্মার্ট M/F  চাই। ৯ ঘন্টায় বেতনঃ 5,500/- - 20,000/- । খুব শীঘ্রই Call করুন এই নম্বরে 9732387912,  9547329229.

TATA DOCOMO তে Direct Joining

TATA DOCOMO Call Center-এ টেলিকলিং ও Customer দের ফোন রিসিভ করার জন্য(H.S.- Graduate)32 -এর মধ্যে বাংলা ও হিন্দি ভাষী M/F  চাই। Urgent Call করুন। ৯ ঘন্টায় বেতন-5500- 20000. এই নম্বরে 9748173014, 9002033880.

Uninor B.P.O. তে 1000 শূন্যপদ

Uninor Call Center Customer Care-এ Executive পদে H.S পাশ, হিন্দি এবং বাংলা বলতে জানা, Basic Computer (18-32)-এ, অভিজ্ঞ ও অনভিজ্ঞ M/F চাই। ৯ ঘন্টায় 5,500/- -  15,000/-  Call করুন এই নম্বরে 9830668834, 9007791799

Vodafone B.P.O তে Direct Joining

Vodafone Cell Center- এ টেলিকলিং ও কাস্টমারদের ফোন রিসিভ করার জন্য H.S. পাশ বাংলা এবং হিন্দি বলতে জানা (18-32) মধ্যে স্মার্ট যুবক, যুবতী চাই। SMS দ্বারা Biodata Send/ Call korun. বেতন 9 ঘন্টায় ৫,৫০০/- - ১৫,০০০/- Call করুন এই নম্বরে  9830894449,  9903338882

Wednesday, August 18, 2010

১,৮৮৫ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ফুড কর্পোরেশন

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল জোন 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-.।।। (জেনারেল)', 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- (অ্যাকাউন্টস)', 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-.।।।(কোয়ালিটি কন্ট্রোল) পদে ২৮৫ জন লোক আর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার উওরাঞ্চল জোন 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (জেনারেল)', .'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (অ্যাকাউন্টস)', 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (কোয়ালিটি কন্ট্রোল)', ও 'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।।(গোডাউন)' পদে ১,৬০০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য।

 পূর্বাঞ্চল জোনে নেওয়া হবে এইসব পদেঃ
'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ।।। (কোয়ালিটি কন্ট্রোল)ঃ সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলে কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদঃ১০১টি পোস্ট কোডঃ 03

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ।।।(জেনারেল)':কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। শূন্যপদঃ ৮৬টি। পোস্ট কোড-01

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (অ্যাকাউন্টস)ঃ কমার্স / অঙ্ক /  স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদঃ ৯৮টি। পোস্ট কোডঃ 02

ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-৮-২০১০' এর হিসাবে ২৫ বছ্রের মধ্যে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটেঃ http://specialtest.in/fci   দরখাস্ত করবেন অনলাইনে ১২ সেপ্টেম্বরের মধ্যে ওপরের ওই ওয়েবসাইটে। অনলাইনে সরখাস্ত করার আগে ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট কাটবেন। 'Food Corporation of India' র অনুকুলে ও পেয়েবল অ্যাট লিখবেন 'Kolkata', তারপর ওই সখাস্ত ডাকে পাঠাতে হবে। দরখাস্তের সঙ্গে দেবেনঃ বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল আর ডিমান্ড ড্রাফটের মূল। আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।

 উওরাঞ্চল জোনে নেওয়া হবে এই সব পদেঃ

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (গোডাউন)ঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদঃ ৭০০টি। পোস্ট-কোডঃ 04

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ।।। (কোয়ালিটি কন্ট্রোল)ঃ সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলে কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদঃ ৫০০টি। পোস্ট-কোডঃ 03

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। (জেনারেল)': কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। শূন্যপদঃ ২৫০টি। পোস্ট কোড-01

'অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।।(অ্যাকাউন্টস)ঃ কমার্স / অঙ্ক / স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'ও' লেভেল কোর্স পাশ কিংবা কম্পিউটার সায়েন্স বা, কপমিউটা অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদঃ ১৫০টি। পোস্ট কোডঃ 02

লিখিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন  ওয়েবসাইট থেকে। দরখাস্ত করবেন অনলাইনের এই ওয়েবসাইটে  http://specialtest.in/fci  অনলাইনে দরখাস্ত করার আগে ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট কাটবেন। 'Food Corporation of India' র অনুকুলে ও পেয়েবল অ্যাট লিখবেন  'Noida'.
দরখাস্তের সঙ্গে দেবেনঃ বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল আর ডিমান্ড ড্রাফটের মূল। আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।


১৫ আগস্টের কর্মসংস্থাণ থেকে সমস্ত তথ্য সংগৃহীত।

১৬ ফায়ারম্যান

 কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা  মন্ত্রকের অধীনে ৮ মাউন্টেন ডিভিশন অর্ডন্যান্স ইউনিট' ফায়ারম্যান' পদে ১৬ জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। শরীরের মাপজোখ হতে হবে জুতো ছাড়া লম্বায় অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি আর ওজন অন্তত ৫০ কেজি। বয়স হতে হবে ২৭-৮-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাপজোখের পরীক্ষা হবে। তারপর এন্ডিওরেন্স টেস্ট হবে।

এই টেস্টে থাকবেঃ (১) ৬৩.৫ কেজি ওজনের বস্তাকে নিয়ে ৯৬ সেকেন্ডে ১৮৩ মিটার দূরত্ব অতিত্রুম করা, (২) হাত ও পা-র সাহায্যে সমান্তরাল দড়ি বেয়ে ৩ মিটার ওপরে ওঠা, (৩) জোড়া পায়ের সাহায্যে ২.৭ মিটার খানা টপকানো, (৪) ৬মিনিটে ১.৫ কিমি দৌড় সফল হলে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের ইন্টারভিউ। দরখাস্ত করবেন সাধারণ 'A-4' মাপের কাগজে, নিচের বয়ানে।
সঙ্গে দেবেনঃ  (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,  (২)  কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩)  এখনকার তোলা ও গেজেটেড অফিসারের প্রত্যায়িত  করা ১ কপি পাশপোর্ট মাপের ফটো, (৪)  নিজের নাম-ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটা ১২*১৮ সেমি মাপের একটি খাম। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে। পৌছনো চাই২৭ আগস্টের মধ্যে।
এই ঠিকানায়ঃ  The commanding officer, 8 mtd Ord Unit,  Pin- 909008, C/O 56 APO.

Tuesday, August 17, 2010

১,০৭০ ক্লার্ক ও অফিসার

কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'প্রবেশনারি অফিসার' পদে ১,০৭০ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য।

প্রবেশনারি ক্লার্কঃ  মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সাধারন ভাবে পাশ হলেও আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা, এ.আই.সি.টি.ই.'র অনুমোদিত কোনো সংস্থা থেকে 'কম্পিউটার'এর ৩ মাসের কোর্স পাশ হতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের সরকারি ভাষায় লিখতে, পড়তে ও বলতে পারা দরকার। বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
মূলমাইনেঃ ৭,২০০-১৯,৩০০ টাকা। শুন্যপদঃ বিভিন্ন রাজ্যের শূন্য পদের সংখ্যা বিভিন্ন।
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটেঃ http://www.unitedbankofindia.com/   অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফী বাবদ নগদ ২০০ টাকা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো CBS  Branch' এ জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরেঃ 00980124261077. টাকা জমা দেবেন Cash Receipt/Cash challan'এ। এই ভাউচারে ব্যাঙ্ক থেকে Branch Name, Code Number, Transaction ID, Date of Deposit, Amount নিয়ে নেবেন। পরীক্ষার ফী জমা দেবেন ২১ সেপ্টেম্বরের মধ্যে।

প্রবেশনারি অফিসারঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি বা, এ.আই.সি.টি.ই.'র অনুমোদিত কোনো সংস্থা থেকে 'কম্পিউটার'এর ৬ মাসের কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ১-৭-২০১০'এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা হবে ১৪ নভেম্বর। পরীক্ষা হবে পূর্ব ভারতে বিভিন্ন কেন্দ্রে। দরখাস্ত করবেন অনলাইনে, ৮ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটেঃ http://www.unitedbankofindia.com/ অনলাইনে সরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ নগদে ৪০০ টাকা ইউনাইটেদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো CBS Branch' এ জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নাম্বরেঃ 00980124261076. টাকা জমা দেবেন Cash Receipt/Deposit Challan'এ। এই চালানে ব্যাঙ্ক থেকে Branch Name , Code Number, Transaction ID, Date of Deposit, Amount নিয়ে নেবেন। চানালে পরীক্ষার ফী জমা দেবেন ৭ সেপ্টেম্বরের মধ্যে ।

১২৮ ট্রেডসম্যান

বিশাখাপওনম ন্যাভাল ডকইয়ার্ড ' ইলেক্ট্রিক্যাল ফিটার', ' ইলেক্ট্রনিক ফিটার', 'র‌্যাডার ফিটার', 'রেডিও ফিটার', 'আই.সি.ই.ফিটার', 'পাইপ ফিটার ', রেফিজারেশন অ্যান্ড এ.সি. মেকানিক', ব্লাকস্মিথ', 'ল্যাগার', 'পেইন্টার',' প্লেটার' 'ওয়েল্ডার' ট্রেডে' ট্রেডসম্যান' পদে ১২৮ জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে ও সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

মূলমাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা।শূন্যপদঃ ইলেক্ট্রিক্যাল ফিটার শূনপদঃ ২০টি। ইলেক্ট্রনিক ফিটার শূন্যপদঃ ১৩টি। র‌্যাডার ফিতার শূনপদঃ টি। রেডিও ফিটার শূন্যপদঃ ১৩টি। আই.সি.ই. ফিটার শূন্যপদঃ ১০টি। পাইপ ফিটার শূন্যপদঃ ১৫টি। রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি.ফিটার. শূন্যপদঃ টি। ব্ল্যাকস্মিথ শূন্যপদঃ টি। ল্যাগার শূন্যপদঃ টি। পেইন্টার শূন্যপদঃ টি। প্লেটার শূন্যপদঃ ১৫টি। ওয়েল্ডার শূন্যপদঃ টি। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর বা, উচ্চশিক্ষাগত যোগ্যতা দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন সাধারন কাগজে ।
দরখাস্তের সঙ্গে দেবেনঃ  (১) বয়সের প্রমাণপত্রের প্রত্যায়িত নকল, (২) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত নকল, (৩) কাস্ট সার্তিফিকেটের প্রত্যয়িত নকল, (৪) অভিজ্ঞতার সার্টিফিকেটের প্রত্যাওয়িত নকল, (৫) এখনকার তোলা ও প্রত্যয়িত করা ৩কপি পাশপোর্ট মাপের ফটো। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'Application for the post of......... । দরখাস্ত পৌছানো চাই ১২ সেপ্টেম্বরের মধ্যে।  দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়: The Admiral Superintendent, Naval Dockyard, Visakhapatnam-530014.

৫৮ অ্যাসিস্ট্যান্ট

দক্ষিন ২৪ পরগনা জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই.জি.এস. সেল 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে ৫৮ জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংযের ডিপ্লোমা কোর্স পাশ্রা 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে জন্য আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ প্রতি ব্লকে ১টি করে, অর্থাৎ ২৯টি।

উচ্চমাধ্যমিক পাশ্রা কম্পিউটারের ৬ মাসের ট্রেনিং কোর্স পাশ হলে ও কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টার অন্তত ৬,০০০ কী ডিপ্রেশনে গতি থাকলে ' কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট' পদে জন্য আবেদন করতে পারেন।
মূলমাইনে: ৯,০০ টাকা। শূন্যপদঃ প্রতি ব্লকে ১টি করে, অর্থাৎ ২৯টি।

ওপরের দুই পদের বেলায় বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নির্দিষ্ট বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://s24pgs.gov.in/  দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রমান পত্রের প্রত্যায়িত নকল আর নিজের নাম ঠিকানা লেখা একটি খাম। দরখাস্তটি পৌছান চাই ২৫ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Magistrate & District programme co-ordinator, south 24 Pgs, District  MGNSEGA Cell, 9th   Floor  new Administrative Building, 12A, Bipalabi Kanai Bhattacharya sarani, Alipore, Kolkata-27

Monday, August 16, 2010

দুই জেলায় ১৩০ অ্যাসিস্ট্যান্ট, অফিসার

দক্ষিন ২৪ পরগনা জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই.জি.এস. সেল 'জুনিয়ির প্রোগ্রাম অফিসার', অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার', 'প্রোগ্রাম কো-অর্ডিনেটরঅ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার' পদে ৩৪ জন আর পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই.জি.এস. সেল ব্লক অফিস ও সাব-ডিভিশনাল অফিসে কাজের জন্য 'প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট', ব্লক সোশ্যাল  অডিট  কো-অর্ডিনেটর', জুনিয়ার প্রোগ্রাম অফিসার', অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার'টেকনিক্যাল অফিসার' পদে ৯৬ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
'প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টঃ ফিজিস্ক ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ্রা মোট অন্তর ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৯,০০০ টাকা। শূন্যপদঃ পূর্ব মেদিনিপুর জেলায় ৩০টি।

জুনিয়র প্রোগ্রাম অফিসারঃ মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ পূর্ব মেদিনিপুর জেলায় ৫০টি আর দক্ষিন ২৪ পরগনা জেলায় ২৯টি।



ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটরঃ মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।

মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ পূর্ব মেদিনিপুর জেলায় ৩টি।


অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজারঃ  মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে  কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি (বি.সি.এ.) কোর্স পাশ কিংবা কম্পিউটার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা মোট ৫৫% নম্বর পেয়ে থাকলে বা, যে কোনো শাখার গ্যাজুয়েটরা ডোয়েক থেকে 'এ' লেভেল কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ পূর্ব মেদিনিপুর জেলায় ১টি আর দক্ষিন ২৪ পরগনা জেলায় ১টি।

টেকনিক্যাল অফিসার (হার্টিকালচার অয়ান্ড ফরেস্ট্রি) ঃ  অ্যাগ্রিকালচারাল সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে থাকলে আর কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ ১টি।


'প্রোগ্রাম কো-অর্ডিনেটরঃ সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রি কোর্স পাশ্রা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন কতে পারেন।
মূলমাইনেঃ ১৭,০০০ টাকা। শূন্যপদঃ পূর্ব মেদিনিপুর জেলায় ১টি আর দক্ষিন ২৪ পরগনা জেলায় ১টি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারঃ  সিভিল ইঞ্জিনিয়ারিংযের ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন।

মূলমাইনেঃ ২৭,৮০০ টাকা। শূন্যপদঃ দক্ষিন ২৪ পরগনা জেলায় ১টি।

সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পূর্বমেদিনীপুর জেলার বেলায় বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://www.purbamedinipur.gov.in/  পুরন করা ফর্মের সাথে দেবেন যাবতীয় প্রমান পত্রের প্রত্যয়িত নকল। বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওয়েবসাইটে। দরখাস্ত টি পৌছন চাই ২৫ আগস্টের মধ্যে।
দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Magistrate & District Programme Co-ordinator, south 24 Pgs, District MGNREGA Cell, 9th floor, New Administrative Building, 12A, Biplabi Kanai Bhattacharya Sarani, alipore, kolkata-27.

সমবায় ব্যাঙ্কে ক্লার্ক, ক্যাশিয়ার

পশ্চিমবঙ্গ ট্রাইবাল ডেভেলপমেন্ট কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড 'অ্যাকাউন্ট্যান্ট', 'অ্যাসিস্ট্যান্ট', 'ক্লার্ক-কাম টাইপিস্ট' ও 'ক্যাশিয়ার' পদে ১৩ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ অ্যাকাউন্ট্যান্টঃ অ্যাকাউন্ট্যান্সি বিষয়ের অনার্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। চার্টার্ড বা, কস্ট অ্যাকাউন্ট্যান্সির  ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ্য।
মূলমাইনেঃ ৭,১০০-৩৭,৬০০ টাকা। শূন্যপদঃ ২টি

'অ্যাসিস্ট্যান্টঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ৭টি।

ক্লার্ক-কাম টাইপিস্টঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ২টি।

ক্যাশিয়ারঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ২টি।

সব পদের বেলায় বয়ষ হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, কলকাতায়। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত ভরা খামের সাথে পাঠাবেন (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (২) নিজের নাম-ঠিকানা (পিতা / স্বামীর নামের প্রযত্নে) লেখা উপযুক্ত ডাকটিকিট সাঁটা একটি আর ডাকটিকিট ছাড়া আরো ২টি ১০*৪ ইঞ্চি মাপের খাম, (৩) ও.বি.সি., তপ্সহিলী প্রভৃতি প্রার্থীদের বেলায় কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (৪) সামনের দিকে নিজের সই করা এখনকার তোলা ১কপি পাশপোর্ট মাপের ফটো (৫) ১৬০ টাকার পোস্টাল অর্ডার। 'CO-OPERATIVE SERVICE COMMISSION' এর অনুকুলে। দরখাস্ত ফর্মের ৩নং কলমে Advt.No 7/2010 লিখবেন। দরখাস্ত ভরা খামের ওপর বড় হরফে লিখবেনঃ APPLICATION against Advt. no 7/2010.দরখাস্তটি পৌচানো চাই ৭ সেপ্টেম্বরের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়: The Secretary, Co- operative Service Commission, Bhabani Bhawan (4th Floor), Alipore, kolkata-700 027.

Tuesday, August 10, 2010

সেনাবাহিনীতে সরাসরি

ভারতীয় স্থল্বাহিনীর কলকাতা রিক্রুটিং অফিসের ডিরেক্ট্র রিক্রুটিং অফিসার মেজর অনিমেষ চতুর্বেদি কর্মসংস্থাঙ্কে জানান, পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের থেকে 'সোলজার টেকনিক্যাল' ও 'সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট' পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে কয়েকশো অবিবাহিত ছেলে নেওয়া হচ্ছে। র‌্যালি হবে ১৯ ও ২০ আগস্ট কলকাতার আর.সি.টি.সি. গ্রাউন্ডে। কারা কোন পদের জন্য যোগ্য।

সোলজার টেকনিক্যালঃ ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও ইংরাজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা এই পদের জন্য যোগ্য। বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৯ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি আর ওজন হতে হবে অন্তত ৫০ কেজি।

সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট'ঃ ফিজিক্স, কেমিস্ট্রি,  বায়োলজি ও ইংরিজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ৫০%  নম্বর আর প্রতিটি বিষয়ে অন্তত ৪০% নম্বর থাকলে এই পদের জন্য যোগ্য।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে নাম নথিভুক্ত করা হবে ১৯ ও ২০ আগস্ট।
এই ঠিকানায় ময়দান এরিয়া, আর.সি.টি.সি. গ্রাউন্ডের কাছে, কলকাতা।
প্রার্থীদের হাজির হতে হবে সকাল ৭টার মধ্যে। নাম নথিভুক্ত করার দিনই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরের মাপজোখ ও যাবতীয় প্রমাণপত্র পরীখা করা হবে।

শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবেঃ (১) ১.৬ (১মাইল) কিমি দৌড়, (২) বিম টেস্ট। (৩) জিগ-জাগ ব্যালান্স (ভারসাম্য) টেস্ট, (৪) ৯ফুট গর্ত পেরোনো প্রার্থী বাছাইয়ের দিন সাথে নিয়ে যাবেন সমস্ত প্রমান পত্র। সবশেষে ডাক্তারি পরীক্ষা।

Monday, August 9, 2010

সশস্ত্র সীমা বলে ৫২৪ ড্রাইভার

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমা বল পশ্চিমবঙ্গ,বিহার, অসম, ঝাড়খন্ড, ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্য থেকে 'কনস্টেবল ড্রাইভার' পদে ৫২৪ জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৮-২০১০ এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। শ্রীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

মুলমাইনেঃ ৫,২০০  -  ২০,২০০ টাকা। এছাড়া গ্রেড পেঃ ২,০০০ টাকা।

শূন্যপদঃ ৫২৪টি
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাপজোখের পরীক্ষা ও সব সার্টিফিকেট দেখা হবে। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবেঃ (১) সাড়ে ৬মিনিটে ১ মাইল দৌড়, (২) অন্তত ১১ ফুট লং জাম্প, (৩) অন্তত সাড়ে ৩ ফুট হাই জাম্প। লং জাম্প ও হাই জাম্পে ৩ বার সুযোগ দেওয়া হবে। সফল হলে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা।  দরখাস্ত করবেন সাধারণ ফুলস্ক্যাপ কাগজে, নিচের বয়ান টাইপিং করার পর পূরণ করে।

সঙ্গে দেবেনঃ (১) মাধ্যামিকের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (২) ও.বি.সি., তপশিলীদের বেলায় কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স, (৪) গেজেটেড অফিসারকে দিয়ে প্রত্যায়িত করানো। Accounts Officer (SSB), O/O IG FTR HQ Patna' এর অনুকুলে ও পেয়েবল অ্যাট লিখবেন' 'SBI Patna - 0152'. পোস্টাল অর্ডার করাবেন 'Accounts Officer (SSB), O/O IG FTR HQ Patna 'এর অনুকুলে।

দরখাস্ত ভরা খামের ওপর লিখবেনঃ APPLICATION FOR THE POST OF CONSTABLE (DRIVER)". দরখাস্ত পাঠাবেন সাধারন ডাকে। পৌছনো চাই ৩০ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The Inspector general, FTR HQ (SSB), Patna , Rukanpura House, baily Road, Patna (Bihar) - 800014.

Saturday, August 7, 2010

দুই ব্লকে ১৩১ অ্যাসিস্ট্যান্ট

বর্ধমান জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর. ই.জি.এস. সেল ব্লক অফিস ও সাব-ডিভিশনাল অফিসে কাজের জন্য 'প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট', 'ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর',। 'জুনিয়র প্রোগ্রাম অফিসআর।' অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেগার' ও 'টেকনিক্যাল অফিসার' পদে ৯৬ জন আর মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই.জি.এস.সেল 'প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট,' 'অ্যাসস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার (এন.আই.এস.)', 'টেকনিক্যাল অফিসার, হার্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি' ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড আই.ই.সি.)  পদে ৩৫ জন ছেলেমেয়ে নিচ্ছে।

 কারা কোন পদের জন্য যোগ্যঃ প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টঃ ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তর ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
পারিশ্রমিক মাসে --  ৯,০০০ টাকা।   শূন্য পদঃ ৭০টি।

জুনিয়র প্রোগ্রাম অফিসারঃ মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
পারিশ্রমিক মাসে --  ১৪,০০০ টাকা।  শূন্য পদঃ ৩১টি (বর্ধমান জেলায়)

ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটরঃ মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
পারিশ্রমিক মাসে --  ১৪,০০০ টাকা। শূন্য পদঃ ৩১টি (বর্ধমান জেলায়)

অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার (এম.আই.এস.)ঃ মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি (বি.সি.এ.) কোর্স পাশ কিংবা কম্পিউটার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে থাকলে বা, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'এ' লেভেল কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন।
প্রারিশ্রমিক মাসে -- ১৪,০০০ টাকা। শূন্য পদঃ ২টি

টেকনিক্যাল অফিসার (হার্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি )ঃ অ্যাগ্রিকালচারাল সায়েন্সের অনার্স গ্র্যাজুয়রট মোট অন্তর ৫৫% নম্বর পেয়ে থাকলে আর কম্পিউটারের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
প্রারিশ্রমিক মাসে -- ১৪,০০০ টাকা। শূন্য পদঃ ২টি।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড আই.ই.সি.)ঃ সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ২বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
প্রারিশ্রমিক মাসে -- ১৭,০০০ টাকা। শূন্য পদঃ ২টি

বর্ধমান জেলার বেলায় সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৩-৪-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। বর্ধমান জেলার বেলায়ঃ বিজ্ঞপ্তি নংঃ MGNREGS/1/24/1612, Date: 19.07.2010
পার্থীবাছাই হবে লিখিত পরীক্ষার, ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে।
বিস্তারি খবর পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.nregsburdwan.com/  দরখাস্তের সঙ্গে দেবেন (১) বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের প্রত্যায়িত নকল, (২) কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) এখনকার তোলা ৩ কপি পাশপোর্ত মাপের রঙিন ফটো, (৫) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার  ডাকটিকিট সাঁটা ১টি খাম। দরখাস্ত ভরা খারের ওপর পদের নাম লিখবেন।
দরখাস্তটি পৌছানো চাই ৬ আগস্টের মধ্যে ( ডাকে পাঠালে ৯ আগস্টের মধ্যে পাঠাতে হবে)
দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Magistrate & District Programme Co-ordinator,MGNREGS Cell, Unnayan Bhavan (3rd Floor), Kachhari Road, Burdwan.

মুর্শিদাবাদ জেলার বেলায় দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। ফর্ম পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.murshidabad.gov.in/   দরখাস্ত জমাদেওয়ার শেষ তারিখ ১৬ আগস্ট।
দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ DM & DPC< MGNREGS Cell, murshidabad, DRDC, Murshidabad Zilla Parishad, 12 East Square Road, Fouzdari Court, Berhampore, Mushidabad, Pin-742 101.

৮ই আগস্টের কর্মসংস্থান থেকে সমস্ত তথ্য সংগৃহীত।

Friday, August 6, 2010

রিজার্ভ ব্যাঙ্কে ২০০ জন অফিসার

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'এক্সিকিউটিভ ইন্টার্ণ' পদে ২০০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ মোট অন্তর ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ইনফর্মেশন টেকনোলজি বিষয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-৭-১৯৮০ থকে ১-৭-১৯৮৯'র মধ্যে।

মোট শূন্যপদঃ ২০০টি।

প্রার্থী বাছাই করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্ভিসেস বোর্ড। প্রথমে  হবে লিখিত পরীক্ষা। পরীক্ষা হবে ২৪ অক্টোবর, পূর্ব ভারতে এইসব কেন্দ্রে ( ব্রাকেটে কোড নম্বর দেওয়া হল) কলকাতা ( কোড নং ১৫), গুয়াহাটি (কোড নং-১৮), পটনা (কোড নং-২৯) ও ভুবনেশ্বর (কোড নং-১৪)। লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরে, পরীক্ষার সময় থাকবে ৩ ঘন্টার।
দরখাস্ত করবেন অনলাইনে বা অফলাইনে। অনলাইনে দরখাস্ত করবেন ২৩ আগস্ট পর্যন্ত, এই ওয়েবসাইটেঃ http:/online.rbi.in  অনলাইনে বা অফলাইনে দরখাস্ত করার আগে ১০০ টাকার ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডার কাটতে হবে। ড্রফট বা পোস্টাল অর্ডার করাবেন Reserve Bank of India 'এর অনুকুলে ও পেয়েবেল অ্যাট লিখবেন পোস্টাল অর্ডারের বেলায় 'GPO,Mumbai' আর ড্রাফটের বেলায় 'Mumbai'।

ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে হবে তার পর দরখাস্তটি প্রিন্ট আউট করে নেবেন ও ওই ফর্ম সাধারন ডাকে পাঠাতে হবে।

দরখাস্তের সঙ্গে পাঠাবেনঃ (১) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের ফোট (ফর্মের নির্দিষ্ট-জায়গায় সাঁটার পর সই করবেন), (২) ডিমান্ড ড্রাফট বা, পোস্টাল অর্ডারের মূল (ড্রাফট বা পোস্টাল অর্ডারের উল্টোপিঠে নাম ও ঠিকানা লিখে দেবেন)।

অফলাইনে দরখাস্ত করবেন সাধারণ A-4  মাপের কাগজে, নিচের বয়ানে।

তখন সঙ্গে দেবেনঃ (১) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের ফোট (ফর্মের নির্দিষ্ট-জায়গায় সাঁটার পর সই করবেন), (২) ডিমান্ড ড্রাফট বা, পোস্টাল অর্ডারের মূল (ড্রাফট বা পোস্টাল অর্ডারের উল্টোপিঠে নাম ও ঠিকানা লিখে দেবেন)। দুই ক্ষেত্রেই দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন 'Application for the post of Executive Interm'.

দরখাস্ততি পৌছনো চাই: ৩০ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ ''The General manager, Reserve Bank of india services Board, Post Box No.4618,Mumbai Central Post office, Mumbai-400 008.

Wednesday, August 4, 2010

২,৩০৩ কনস্টেবল নিচ্ছে সি.আর.পি.এফ.

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পূর্বাঞ্চল সেক্টর' কনস্টেবল (জেনারেল ডিউটি)' পদে পশ্চিমবঙ্গে, ওড়িশা, ও সিকিম রাজ্য থেকে ২,৩০৩ জন ছেলেমেয় নিচ্ছে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১-৮-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তর ১৭০ (মেয়েদের বেলায় অন্তর ১৫৭) সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি। ছেলে ও মেয়দের বেলায় উচ্চতা ও বয়ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯।
শূন্য পদ পশ্চিমবঙ্গে ৮৫৪টি। এর মধ্যে ছেলেদের জন্য -- বর্তমান শূন্যপদঃ  ৭৩৬টি। ব্যাকলগ-শূন্যপদ ৯৭টি। মেয়েদের জন্য বর্তমান শূন্যপদ -- ৯টি। ব্যাকলগ শূন্যপদ -- ১২টি। পরীক্ষা সংক্রান্ত যাবিতীয় তথ্য পাবেন ইনফর্মেশন বুকলেট থেকে।
পূরণ করা ফর্মের সঙ্গে কোনো প্রমাণপত্রের প্রত্যায়িত নকল দিতে হবে না। তবে প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমানপ্রত্রের মূল ও প্রত্যায়িত নকল নিয়ে যাবেন। দরখাস্ত-ভরা খামের ওপর পদের নাম লিখবেন।
দরখাস্তটি পৌছান চাই ২৫ আগস্টের মধ্যে। দরখাস্তটি কোন ঠিকানায় জমা নেোয়া হবে তা প্রস্পেক্টাস থেকে জান্তা পারবেন।
অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টারগুলি হলঃ (১) Eastern Sector HQR. ফোন নম্বর --(033) 23211436, ই-মেলঃ eshqs@hotmail.com  (2) Grup Center, CRPF Bhubaneswer (orissa). ফোন নম্বর --(0674) 2558206, ই-মেলঃ gcbbsr@rediffmail.com  আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটেঃ www.crpf.gov.in/www.crpfrecruitment.org  কিংবা ফোন করুন এই নম্বরেঃ (0120) 3800900. এছাড়া এস.এম.এস. করতে পারেন এই নম্বরেঃ CRPF56767.

"রাজ্যে কয়েকশো টাইপিস্ট"

পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট অফিস ও জেলার অফিসের কাজের জন্য 'ইংলিশ টাইপিস্ট ( বেসিক গ্রেড)' পদে কয়েকশো ছেলেমেয় নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশ ছেলেমেয়রা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বা, নামী প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশনের বেসিক কোর্স পাশের সার্টিফিকেট থাকতে হবে। ইংরিজি টাইপিংযে মিনিটে অন্তর ৩০টি শব্দ তোলার গতি থাকা দরকার ।

 বয়ষ হতে হবে:  ১-১-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে, অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৭৩ থেকে ১-১-১৯৯২' এর মধ্যে। পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা ' জেনারেল কাস্টে'র প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন।

মূল মাইনেঃ 5,400-25,200 টাকা।

বিজ্ঞপ্তি নং -- ৬/২০১০। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন'। ২০১০ সালের ইংলিশ টাইপিস্ট ( বেসিক গ্রেড)' পরীক্ষার মাধ্যমে। প্রথমে 'প্রিলিমিনারি পরীক্ষা (অবজেক্টিভ টাইপের) ও 'মেন পরীক্ষা (টাইপ টেস্ট)'  হবে।  'প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে কলকাতা ও সংশ্লিষ্ট জেলার এইসব কেন্দ্রেঃ (১) কলকারা জেলার বেলায় ( উওর কলকাতা ও দক্ষিণ কলকাতা) । (২) দক্ষিণ ২৪ পরগনা জেলার বেলায় (বারুইপুর)। (৩) উওর ২৪ পরগনা জেলার বেলায় ( বারাসাত)। (৪) হাওড়া জেলার বেলায় ( হাওড়া)।  (৫)  হুগলি জেলার বেলায় (চুঁচুড়া চন্দননগর)।  (৬)  বর্ধমান জেলার বেলায় (বর্ধমান)।  (৭) বীরভূম জেলার বেলায় (সিউড়ি)।  (৮) বাঁকুড়া জেলার বেলায় ( বাঁকুড়া)।  (৯)  পুরুলিয়া জেলার বেলায় ( পুরুলিয়া) । (১০)  পশ্চিম মেদিনীপুর জেলার বেলায় ( মেদিনীপুর)।  (১১)  পূর্ব মেদিনীপুর জেলার বেলায় (কাঁথি)।  (১২)  নদীয়া জেলার বেলায় (কল্যাণী)।  (১৩) মুর্শিদাবাদ জেলার বেলায় (বহরমপুর)। (১৪)  মালদা জেলার বেলায় ( মালদা)।  (১৫)  দক্ষিণ দিনাজপুর জেলার বেলায়  ( বালুরঘাট)। (১৬) উওর দিনাজপুর জেলার বেলায়  (রায়গঞ্জ)। (১৭) কোচবিহার জেলার বেলায় (কোচবিহার)।  (১৮) জলপাইগুড়ি জেলার বেলায় ( জলপাইগুড়ি)।  (১৯) দার্জিলিং জেলার বেলায় (শিলিগুড়ি)।

'প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন এই সব বিষয়েঃ (১) জেনারেল ইংলিশ- ৩০ নম্বরে, (২) কারেন্ট অ্যাফেয়ার্স - ২০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা।

আবেদন পত্রের সঙ্গে দেবেনঃ  (১) মাধ্যমিকের মার্কশীটের প্রত্যায়িত নকল। (২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যায়িত নকল, (৩) তপশিলী, দৈহিক প্রতিবন্ধী, ও.বি.সি. আর প্রাক্তন সমরকর্মীদের বেলায় যথাযথ সার্তিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫) নিজের নাম ঠিকানা লেখা ও ডাকটিকিট ছাড়া ২টি খাম, (৬) সামনের দিকে নিজের সই করা এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের ফটো ( দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে), (৭) ১১০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার বা, ট্রেজারি চালান। পোস্টাল অর্ডার পাঠাবেন 'The Secretary, Public Service Communication, West Bengal' এর অনুকুলে ও পেয়েবল অ্যাট লিখবেন 'G.P.O. Kolkata' ট্রেজারি চালান কিনবেন কোনো গভর্ণমেন্ট ট্রেজারি বা, রিজার্ভ ব্যাঙ্ক থেকে। এই শিরোনামে '0051-00-105-State PSC Examination fees- 001- Examination fees - 16 other fees'. তপশিলী ও দৈহিক প্রতিবন্ধীরা দরখাস্তের সঙ্গে যথাযথ সার্টিফিকেটের প্রত্যায়িত নকল  পাঠালে কোনো fees লাগবেনা
দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'Application for the English Typists' ( Basic Grade) Recruitment Examination, 2010, Examination Center....,Category (Gen/SC/ST/BC/PH/Ex-serviceceman) যার ক্ষেত্রে যেটি পেযোজ্য।
দরখাস্তটি পৌছনো চাই ১৭ আগস্টের মধ্যে।
দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The Deputy Secretary (Examination),Public Service Commission, West Bengal,161A, S.P.Mukherjee Rod,Kolkata- 700 026.

Tuesday, August 3, 2010

Vodafone B.P.O তে Spot Joining

Vodafone Customer care-এ পার্ট টাইম এবং ফুল টাইম Customer দের Call receive করার জন্য বাংলা+হিন্দি বলতে জানা H.S.-Graduate,32 এর মধ্যে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ স্মার্ট M/F চাই। Office Time 9 ঘন্টা। বেতন দেওয়া হবে - 5,500/- -  15,000/-. Biodata SMS/Call করুন। Call করবেন এই নম্বরে - 9051888244, 9830668834.

Uninor B.P.O. তে 2000 শূন্যপদ

Uninor Call Center Customer care-এ Executive পদে হিন্দি এবং বাংলা বলতে জানা H.S. পাশ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ যুবক এবং যুবতী চাই। Official Time 9 ঘন্টা। বেতনঃ 5,500/- - 15,000/-
খুব শীঘ্রই Call করুন এই নম্বরে --  9830668834, 9007791799

Vodafone B.P.O তে Direct Joining

Vodafone B.P.O তে Customer দের Call receive করার জন্য হিন্দি এবং বাংলা বলতে জানা H.S Pass (18-32)-এর মধ্যে স্মার্ট যুবক এবিং যুবতী চাই। Direct Joining, SMS দ্বারা Biodata Send /Call করুন।
Official Time 9 ঘন্টা।
বেতনঃ 5,500/- -  15,000/-
Call করুন এই নম্বরেঃ 990338882, 9830894449

Airtel B.P.O তে Spot Joining

Night Shift ছাড়া দুর্গাপুর, কলকাতায় Airtel Customer Care/B.P.O  Call Receive করার জন্য (H.S -Graduate) 32-এর মিধ্যে বাংলা, হিন্দি বলতে জানা স্মার্ট যুবক এবং যুবতি চাই।
আফিস Time  ৯ ঘন্টা।
বেতনঃ 5,500/-, --20,000/-
বিস্তারিত জানতে call করুন এই নম্বরেঃ 9732387912,  9547329229

"Tata DOCOMO তে Direct Joining"

Tata DOCOMO Call Center-এ টেলিকলিং ও Customer দের ফোন রিসিভ করার জন্য (H.S- Graduate) 352-এর মধ্যে বাংলা ও হিন্দি ভাষী M/F চাই। Urgent Call করুন। ৯ঘন্টায় বেতনঃ ৫৫০০-২০০০০।
 Call করুন এই নম্বরে 9748173014, 9002033880

"পঞ্চায়েতে ২০৯ কর্মী ও সহায়ক"

বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত আফিসগুলিতে কাজের জন্য 'গ্রাম পঞ্চায়েত কর্মী' ও 'সহায়ক' পদে ২০৯ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য

গ্রাম পঞ্চায়েত কর্মীঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশরা আবেদন করতে পারেন।
মূল মাইনেঃ ৪,৯০০-১৬,২০০ টাকা।
সশূন্য পদঃ ১৩৮টি।
সহায়কঃ মোট অন্তর ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।
মূল মাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা।

ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা  আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি নংঃ 2/2010.  প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা/টেস্টের মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা চিঠি পাঠিয়ে জানানো হবে। সহায়ক পদের বেলায় পরীক্ষা হবে মাধ্যমিক মানের এইসব বিষয়েঃ ইংরিজি, বাংলা, সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল নলেজ। সফল হলে ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত কর্মী পদের বেলায় প্রশ্ন হবে ইংরিজি, বাংলা, অ্যারিথমেটিক ও জেনারেল নলেজ বিষয়ে। প্রশ্ন হবে ক্লাস এইট পাশ মানের। সফল হলে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন সাধারন কাগজে, নিচের বয়ান টাইপিং করে। এছাড়াও দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটেঃ  http://www.bardhaman.nic.in/

পূরণ-করা দরখাস্তের সঙ্গে দেবেন। (১) শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের প্রত্যায়িত নকল। (২) তপশিলী, ও.বি.সি' রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় যথাযথ সার্টিফিকেটের নকল, (৪) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের ফোট (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে), (৫) নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকা ডাক্টিকিট সাঁটা ২৫*১০ সেমি মাপের ১টি খাম।
 দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন Advertisement No. 2/2010 ও পদের নাম লিখবেন। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে, এ.ডি.কার্ড দিয়ে। পৌছনো চাই ২৩ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Panchayat & Rural Development officer, Burdwan, New Administrative Building (1st Floor), Burdwan Collectorate, Court Compound, Burdwan.