Friday, July 16, 2010

"Field Officer নিয়োগ (Arohan)"

আরোহণ বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ লোনের সুযোগ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের ৫৫৩ টিরও বেশি বাজারে ব্যবসায়ীদের লোন পরিষেবা পৌছে দিয়েছে আরোহন কর্মীরা। এই উদ্যোগে কর্মঠ ও উৎসাহী যুবক কর্মী প্রয়োজন।
যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক পাশ এবং বয়স হতে হবে ২১ থেকে ৩১ বছর।
বেতনঃ ৩,৫০০+৩৫০(Mobile) + Family Mediclam + Insurance + High Incentives.
শর্তঃ ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা, সাইকেল চালাতে সক্ষম ও বাড়ি থেকে দূরে থাকার মনোভাব সম্পন্ন প্রার্থী আবশ্যক।
ইচ্ছুক প্রার্থীরা ১ কপি পাশপোর্ট সাইজ ফটো সহ Bio-Data নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারেন

Arohan
C/O Hr Dept...
195/1 Rajdanga Chakraborty Para
Kolkata - 700107

আবেদন পাঠাবার শেষ তারিখ 31st July 2010

(১৮ই জুলাই কর্মসংস্থান থেকে সমস্ত তথ্য সংগৃহীত)

No comments:

Post a Comment