Friday, July 16, 2010

"রাজ্য সরকারের শ্রম দপ্তরে ৪৮০ জন ক্লার্ক"

মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য
_____________________________

পশ্চিমবঙ্গ সরকারের অধীন রাজ্যের সব জেলার ২৪১টি ব্লক, ১২১টি পুরসভা, ৩টি পুরনিগম ও ৩টি দার্জিলিং পার্বত্য কাউন্সিলে 'শ্রম কল্যান সুযোগ সুবিধা কেন্দ্র' তৈরী হয়েছে। এই সব কেন্দ্রে কাজের জন্য 'ক্লার্ক' পদে ৪৮০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রিয় সরকার, রাজ্য শিক্ষা সংসদ ও এ.আই.সি.টি.ই'র অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটারে অন্তত ৬ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে। কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্ত ৬,০০০ কী ডিপ্রেসনে গতি থাকতে হবে। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।

জেলা অনুশারে শুন্যপদঃ
বাঁকুরা জেলায় ২২ টি ব্লক ও ৩টি পুরসভা / পুরনিগমে ২৫টি।
বীরভূম জেলায় ১৯টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ২৫টি।
বর্ধমান জেলায় ৩১টি ব্লক ও ১৩টি পুরসভা / পুরনিগমে ৪৪টি।
কোচবিহার জেলায় ১২টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ১৮টি।
দার্জিলিং জেলায় ১২টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ৩টি, দার্জিলিং গোর্খা পার্বত্য কাউন্সিলে ২১টি।
দক্ষিন দিনাজপুর জেলায় ৮টি ব্লক ও ২টি পুরসভা / পুরনিগমে ১০টি।
পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ট ব্লক ও ৫টি পুরসভা / পুরনিগমে ৩০টি।
হুগলি জেলায় ১৮টি ব্লক ও ১৩টি পুরসভা / পুরনিগমে ৩১টি।
হাওড়া জেলায় ১৪টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৮টি।
জলপাইগুড়ি জেলায় ১৩টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৭টি।
কলকাতা জেলায় ৫টি পুরসভা / পুরনিগমে ৫টি।
মালদা জেলায় ১৫টি ব্লক ও ২টি পুরসভা / পুরনিগমে ১৭টি।
মুর্শিদাবাদ জেলায় ২৬টি ব্লক ও ৭টি পুরসভা / পুরনিগমে ৩৩টি।
উত্তর ২৪ পরগনা জেলায় ২২টি ব্লক ও ২৮টি পুরসভা / পুরনিগমে ৫০টি।
নদীয়া জেলায় ১৭টি ব্লক ও ১০টি পুরসভা / পুরনিগমে ২৭টি।
পুরুলিয়া জেলায় ২০টি ব্লক ও ৩টি পুরসভা / পুরনিগমে ২৩টি।
দক্ষিন ২৪ পরগনা জেলায় ২৯টি ব্লক ও ৭টি পুরসভা / পুরনিগমে ৩৬টি।
উত্তর দিনাজপুর জেলায় ৯টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৩টি।
পশ্চিম মেদিনিপুর জেলায় ২৯টি ব্লক ও ৮টি পুরসভা / পুরনিগমে ৩৭টি

চাকরী হবে চুক্তিতে
পরীক্ষা ২২ আগষ্ট
দরখাস্ত পাঠাতে হবে আগামি ২৪ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়- "The Additional Labour Commissioner, New Secretariat Building, 11th Floor, 1 K.S. Roy Road, Kolkata-700-001"
সঙ্গে দিতে হবেঃ
  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল,
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের প্রত্যয়িত নকল,
  3. কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
  4. তপশিলি ও ও.বি.সি'রা দেবেন কাস্ট সার্টিফিকেটের নকল,
  5. প্রাক্তন সমরকর্মীরা দেবেন যথাযত সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
  6. এখনকার তোলা ও নিজের সই করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো। (১ কপি দরখাস্তের ডানদিকে সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে)

No comments:

Post a Comment