Friday, July 16, 2010

"কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর"

উচ্চমাধ্যমিক ছেলেমেয়েদের জন্য
________________________
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য 'লোয়ার ডিভিশন ক্লার্ক''ডেটা এন্ট্রি অপারেটর' পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং-এ মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে 'লোয়ার ডিভিশন ক্লার্ক' পদের জন্য আবেদন করতে পারেন। এবং
যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিটারে ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত ৮,০০০ কী ডীপ্রেশনে গতি থাকলে 'ডেটা এন্ট্রি অপারেটর' পদের জন্য আবেদন করতে পারেন।

দুই পদের বেলায়ই প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা।

প্রার্থী বাছাই হবে 'Combined Higher Secondary Leve (10+2) Examination 2010 for Recruitment of Data Entry Oparator and Lower Division Clerks' পরীক্ষার মাধ্যমে।
দরখাস্ত করতে পারবেন অনলাইনে
আরও বিবরন পাওয়া যাবে এই ওয়েবসাইটে (http://www.ssconline.nic.in/)

No comments:

Post a Comment