Thursday, July 8, 2010

৮৩ চাকুরী

এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের মডেল হসপিটাল "স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant ","ল্যাব টেকনিসিয়ান ", ওটি Assistant ", ও কুক মেট পদে ৮৩ জন লোক নিচ্ছে . কারা কোন পদের জন্য যোগ্য :
স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant :ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা ফার্স্ট-এইড সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকলে আবেদন করতে পারেন. নার্সিং অর্ডারলি পদের বেলায় ক্ষত জায়গায় ড্রেসিং এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে. "স্ট্রেচার বেয়ারার ও Attendant" পদের বেলায় হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে.বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে.
কুক মেট : ক্লাস এইট পাশরা আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
OT Assistant : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে OT Assistant ট্রেনিং নিয়ে থাকলে বা সংশ্লিষ্ট কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন.বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
ল্যাব Assistant : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাব টেকনলেজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের মডেল হসপিটাল "স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant ল্যাব টেকনিসিয়ান ", ওটি Assistant ", ও কুক মেট পদে ৮৩ জন লোক নিচ্ছে .কারা কোন পদের জন্য যোগ্য :
স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant :ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা ফার্স্ট-এইড সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকলে আবেদন করতে পারেন. নার্সিং অর্ডারলি পদের বেলায় ক্ষত জায়গায় ড্রেসিং এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে. "স্ট্রেচার বেয়ারার ও Attendant" পদের বেলায় হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে.বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে.
কুক মেট : ক্লাস এইট পাশরা আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
OT Assistant : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে OT Assistant ট্রেনিং নিয়ে থাকলে বা সংশ্লিষ্ট কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
তপশিলি,ওবিসি ,প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা বয়সের ছাড় পাবেন. দরখাস্ত করবেন সাধারণ A-4 মাপের সাদা কাগজে .
সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ২ কপি পাশ ফোর্ট মাপের প্রত্যায়িত করা ছবি,(২)বয়স ,শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৪) প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা দেবেন যোগ্য কতৃপক্ষের দেওয়া সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম, (৬) ৭৫ টাকার (তপশিলি, প্রতিবন্ধী ও মহিলাদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফট, ESI corporation র অনুকূলে ও পেয়েবল At লিখবেন- "State Bank of India ,Rajaji Nagar V Block Branch , Bangalore-10. ড্রাফটের উল্টো পিঠে নাম ও ঠিকানা লিখবেন. দরখাস্ত পৌছানো চাই ১২ জুলাইয়ের মধ্যে. এই ঠিকানায়: The Medical Superintendent, ESIC Model Hospital, Rajaji Nagar,Bangalore-560010.

No comments:

Post a Comment