Thursday, July 1, 2010

32 ফায়ার ম্যান

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ৩ ইন ফ্যান্ত্রী ডিভিশন অর্ডন্যান্স ইউনিট "ফায়ারম্যান " পদে ৩২ জন লোক নিচ্ছে .মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শরীরের মাপজোখ হতে হবে জুতো ছাড়া লম্বায় অন্তত ১৬৫ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি আর অন্তত ৫০ কেজি .বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে .তপশিলি,প্রতিবন্ধী ও সমরকর্মীরা বয়সের ছাড় পাবেন. শূন্য পদ ৩২ টি . দরখাস্ত করবেন সাধারন সাদা কাগজে .বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন ২৭ জুন,২০১০ এর কর্মসংস্থানে )
সঙ্গে দেবেন : (১) বয়স ,শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যায়িত নকল,(২) কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩)এখনকার তোলা১ কপি পাশ ফোর্টমাপের ফট, (৪) নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাক টিকিট সাটা একটি খাম . দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে . পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে . এই ঠিকানায় :
The commanding Officer ,3 Inf Div Ord Unit ,Pin-909003,C/O 56 APO

No comments:

Post a Comment