Friday, July 30, 2010

"ইউকো ব্যাঙ্কে ১০০০ জন লোক নেওয়া হবে"

ইউকো ব্যাঙ্কে 'ক্লার্ক' পদে ১,০০০ জন ছেলেমেয় নিচ্ছে। মোট অন্তর ৬০% (তপশিলী, প্রাক্তন সমরকর্মী বা, দৈহিক প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক বা, সমতুল কোর্স পাশ ছেলেমেয়রা আবেদন করতে পারেন। যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়রা সাধারন ভাবে পাশ হলেও আবেদনের যোগ্য। কম্পিউটারে এম.এস.অফিস বিষয়ে কাজ করায় জ্ঞান থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের সরকারি ভাষা পড়া, লেখা ও কথাবার্তা বলায় জ্ঞান থাকা দরকার। বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। শুরুতে ৬ মাস প্রবেশনে থাকতে হবে।
মূল মাইনেঃ ৭,২০০-১৯,৩০০ টাকা।
শূন্যপদঃ  পশ্চিমবঙ্গে ২০টি, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ১টি,  আন্ধ্রাপ্রদেশে ৩৩টি,  অরুণাচলপ্রদেশে ১টি,  বিহারে ১১৩টি,  চন্ডীগড়ে ৫টি,  ছওিশগড়ে ৫০টি,  হরিয়ানায়  ১টি,  হিমাচলপ্রদেশে ৭৯টি, জম্মু-কাশ্মীরে ৬টি,  ঝাড়খন্ডে ২১টি,  লাক্ষাদ্বীপে ২টি,  মধ্যপ্রদেশে ৭৬টি,  মিজোরামে ২টি,  নাগাল্যান্ডে ৩টি,  নিউদিল্লিতে ৫১টি,  ওড়িশায় ১৩১টি,  পন্ডিচেরী ৪টি,  পাঞ্জাবে  ৮১টি,  রাজস্থানে ৯২টি,  তামিলনাডুতে ১৪টি,  উওরাঞ্জলে ১২টি,  উওরপ্রদেশে ১২৯টি, 
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর।  ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৯৫ মিনিটের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই ৪টি পেপারেরঃ (১) টেস্ট অফ রিজনিং (২) নিউমেরিক্যাল এবিলিটি, (৩) ক্ল্যারিক্যাল অ্যাপ্টিটিউড, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ। প্রতিটিতে থাকবে ৫০টি প্রশ্ন। এছাড়াও ডেসক্রিপ্টিভ টাইপের ৬০ মিনিটের একটি পেপার থাকবে।
যিনি যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, তাকে সেই রাজ্যের পরীক্ষা কেন্দ্রে  পরীক্ষা দিতে হবে। অবজেক্টিভ টাইপের পেপারে নেগেটিভ  মার্কিং আছে। পরীক্ষা সংক্রান্ত আরো তথ্য পাবেন অ্যাডমিট কার্ডের সঙ্গে পাঠানো বুকলেট থেকে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৮ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে http://www.ucobank.com/ 
ওপরের ওই   ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
লিখিত পরীক্ষা দেওয়ার সময় কল লেটারের সঙ্গে পেমেন্ট রিসিপ্টের মূল কপি জমা দিতে হবে।

"ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২,৪৬৭"

রাষ্ট্রায়ও সংস্থা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'ক্লারিক্যাল ক্যাডারে' ২,৪৬৭ জন ছেলেমেয় নিচ্ছে। মোট অন্ত্র ৫০%(তপ্সহিলী, ও.বি.সি. ও প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছলেমেয়েরা আবেদন করতে পারেন। যে কোনো শাখায় গ্র্যাগুয়েট ছেলেমেয়রা সাধারন ভাবে পাশ হলেও আবেদন করতে পারেন। যে কোনো স্বীকৃত সংস্থা থকে কম্পিউটার অ্যাওয়ারনেস ও অফিস অটোমেশনের ৩ মাসের ফাউন্ডেশন কোর্স পাশ হলে ভালো হয়। প্রি-ডিগ্রি বা, ডিগ্রি কোর্সে কম্পিউটার বিষয় থাকলে কম্পিউটারের কোনো কোর্স পাশ না হলেও যোগ্য। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৩০-৬-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। কোন রাজ্যে ক'টি শূন্যপদঃ পশ্চিমবঙ্গের (রাজ্যের কোডঃ31) জন্য ১৩টি। আন্ধ্রা প্রদেশের (রাজ্যের কোডঃ 11) জন্য ১৩০টি। বিহারের (রাজ্যের কোডঃ12) জন্য ১৮৪টি। চন্ডীগড়ের (রাজ্যের কোডঃ13) জন্য ২০টি। দিল্লির (রাজ্যের কোডঃ 15) জন্য ১৯৩টি। গোয়ার (রাজ্যের কোডঃ16) জন্য ৩৪টি। গুজরাটের (রাজ্যের কোডঃ17) জন্য ৮৪টি। হারিয়ানার (রাজ্যের কোডঃ18) জন্য ৫০টি। ঝাড়খন্ডের (রাজ্যের কোডঃ20) জন্য ২৯০টি। জম্মু-কাশ্মীরের (রাজ্যের কোডঃ21) জন্য ১টি। কর্ণাটকের (রাজ্যের কোডঃ22)জন্য ১১০টি। মধ্য প্রদেশের (রাজ্যের কোডঃ24) জন্য ৩২৯টি। মহারাষ্ট্রের (রাজ্যের কোডঃ25) জন্য ৩৬৩টি। ওড়িশা (রাজ্যের কোডঃ26) জন্য ১১৬টি। পন্ডিচেরীর (রাজ্যের কোডঃ27) জন্য ১টি। পঞ্জাবের (রাজ্যের কোডঃ28)জন্য ৪৫টি।  রাজস্থানের (রাজ্যের কোডঃ29)জন্য ৪৭টি। তামিলনাডুতে (রাজ্যের কোডঃ 30) জন্য ১৮টি। অসমের (রাজ্যের কোডঃ32) জন্য ৩টি। ত্রিপুরার (রাজ্যের কোডঃ33) জন্য ২টি। মেঘালয়ের (রাজ্যের কোডঃ34) জন্য ২টি। উওরপ্রদেশের (রাজ্যের কোডঃ36) জন্য ৩৬৬টি।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষায় ৯০ মিনিটের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই ৩টি পেপারের (১) টেস্ট অফ রিজনিং এবিলিটি ও নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড- ১০০টি প্রশ্ন,ও ২০০ নম্বর। (২) টেস্ট অফ ক্ল্যারিক্যাল অ্যাপ্টিটিউড ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন, (৩) টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ- ৫০ন্ম্বরের ৫০টি প্রশ্ন। এছাড়াও ডেসক্রিপ্টিভ টাইপের ১০০ নম্বরের ৬০ মিনিটের একটি পেপার থাকবে। ৫টি আব্যশিক প্রশ্ন থাকবে সাম্প্রতিক, আর্থ-সামাজিক উন্নয়ন ও যোগাযোগের দক্ষতা বিষয়ে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে http://www.bankofindia.co.in/ এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি.থাকতে হবে।  অনলাইনে নাম নথিভুক্ত করার পর 'চালান' প্রিন্ট করে নেবেন ওই ওয়েবসাইট থেকে। এবার ওই চালানের মধ্যে ২৫০ টাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় গিয়ে জমা দিতে হবে, ৫ আগস্টের মধ্যে এই অ্যাকাউন্ট নম্বরে 012221110000003. প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম, চালান ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্টসার্টিফিকেট আর কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল লিখিত পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।

Friday, July 23, 2010

Uninor B.P.O. তে 2000 শূন্যপদ

Uninor Call Center Customer Care -এ Executive পদে হিন্দি এবং বাংলা বলতে জানা H.S পাশ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ যুবক এবং যুবতী চাই। বেতন--9 ঘন্টায় 5,500/- থেকে 15,000/- .Call No--9830668834, 9007791799.

Airtel B.P.O তে Spot Joining

Night Shift  ছাড়া দূর্গাপুর, কলকাতায় Airtel Customer Care/B.P.O -তে Call receive করার জন্য (H.S-Graduate)32- এর মধ্যে বাংলা এবং হিন্দি বলতে জানা স্মার্ট যুবক এবং যুবতী চাই। 9 ঘন্টায় বেতনঃ 5,500/- থেকে 20,000/- Call করুন 9732387912--9547329229

"Vodafone B.P.O তে Direct Joining"

Vodafone B.P.O তে Customer  দের Call receive করার জন্য হিন্দি এবং বাংলা বলতা জানা H.S Pass (18-32) এর মধ্যে স্মার্ট যুবক এবং যুবতী চাই। Direct Joining SMS দ্বারা Biodata Send/ Call করুন, বেতন 9 ঘন্টায় 5,500/-  থেকে  15,000. No--9903338882, 9830894449

TATA DOCOMO তে Direct Joining

TATA DOCOMO  Call Center-এ টেলিকলিং ও Customer দের ফোন রিসিভ  করার জন্য ( H.S. -Graduate) 32- এর মধ্যে বাংলা ও হিন্দি বাষী M/F চাই। Urgent Call করুন। 9 ঘন্টায় বেতনঃ 5500-20000. Call করুন  9748173014, 9002033880

"২১২ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি"

কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাট্মিক রিসার্চ সেন্টার 'স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যা্টেগরি-11)' পদে ২১২ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায়ঃ প্লান্ট অপারেটর , ল্যা্বরেট্রি, লাইব্রেরি সায়েন্স, কেমিক্যা্ল প্লান্ট অপারেটর, ফিটার, মিল রাইট, মেশিনিস্ট, মেশিন টুল মেন্টেন্যা্নস, ওয়েল্ডার, টার্নার, এ.সি মেকানিক, ইন্সট্রুমেন্টশন, ইলেক্ট্রিক্যা্ল, ইলেক্ট্রনিক্স ও ড্রাফটসম্যা্ন (মেকানিক্যাল)।
কারা কোন শাখার জন্য যোগ্যঃ প্লান্ট অপারেটরঃ ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চম্যাধমিক পাশ্রা মোট অন্তর ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শূন্যপদ--৫৭টি (জেনাঃ-১০, ও.বি.সি.-৩৮, তঃজাঃ-৩, তঃউঃজাঃ-৬)।  ল্যাবরেটরিঃ ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চম্যাধমিক পাশরা মোট অন্তর ৬০% নম্বর পেয়ে থেকলে আবেদন করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চম্যাধমিক পাশরা মোট অন্তর ৬০% নম্বর পেয়ে থেকলে আর ল্যাবরেটরির আই.টি.আই. / এন.সি.ভি.টি.'র ২ বছরের সার্টফিকেট কোর্স পাশ হলেও যোগ্য। যাঁরা ১ বছরের সার্টিফিকেটের কোর্স করেছেন, তাঁদের ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। শূন্যপদ--১৫টি। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চম্যাধমিক পাশরা মোট অন্তর ৬০% নম্বর পেয়ে থেকলে আর আই.টি.আই. / এন.সি.ভি.টি.'র থেকে কেমিক্যাল প্লান্ট অপারেটর , ফিটার মিল রাইট, মেশিনিস্ট মেকানিক মেশিন, টুল মেন্টেন্যান্স, ওয়েল্ডার, টার্নার, এ.সি মেকানিক, ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ড্রাফটসম্যা্ন (মেকানিক্যাল) ট্রেডের ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। যাঁরা ১ বছ্রের সার্টিফিকেট কোর্স পাশ করেছেন, তাঁদের ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য।
শূন্যপদ ও পোস্টনংঃ
১) কেমিক্যাল প্লান্ট অপারেটরে ৭টি, পোস্টনং-2.4। 
২) ফিটারে ২৮টি,  পোস্টনং--2.5। 
৩) মিল রাইটে ৫টি,  পোস্টনং--2.6.। 
 ৪) মেশিনিস্টে ৬টি, পোস্টনং--2.7.
 ৫)  মেশিন টুল মেন্টেন্যান্সে ১টি, পোস্টনং--2.8.।
 ৬)  ওয়েল্ডারে ১৫টি, পোস্টনং--2.9.।
 ৭)  টার্নারে ৮টি, পোস্টনং--2.10.।
৮)  এ.সি. মেকানিকে ৩টি, পোস্টনং-- 2.11.।
 ৯)  ইন্সট্রুমেন্টশনে ৬টি, পোস্টনং-- 2.12.।
 ১০) ইলেক্ট্রিক্যালে ৩১টি, পোস্টনং--2.13.।
১১) ইলেক্ট্রনিক্সে১৩টি, পোস্টনং--2.14.।
১২)  ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ১১টি, পোস্টনং--2.15.।
বয়স হতে হবেঃ ১-১১-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। বিস্তারির খবর পেতে পারেন এই ওয়েবসাইটেঃ http://www.barc.gov.in।/  দরখাস্ত পৌছানচাই ১৮ আগস্টের মধ্যে।
দরখাস্ত টি পাঠাতে হবে এই ঠিকানায়ঃ The Deputy Establishment officer (R-1), Bhabha Atomic Research Center, Trombay, Mumbai-400 085.

Thursday, July 22, 2010

সি.আর.পি.এফ.'এ ১২৩ গ্রুপ 'ডি'

উচ্চমাধ্যমিক পাশরা সিভিল ইঞ্জইনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্শ পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনঃ ৯,৩০-৩৪,৮০০ টাকা। গ্রেড পে ৪,২০০ টাকা।
কোনো স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক পাশ ছেলেরা ম্যাসন, কার্পেন্টার, করেল মিস্ত্রী, ইলেক্ট্রিসিয়ান, কর্মকার ওয়েল্ডার ও পেইন্টার ট্রেডের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে আই. টি.আই কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
বেতনঃ ৫,২০০-২০,২০০ টাকা। গ্রেড পে- ২,০০০ টাকা।
শূন্য পদঃ কনস্টেবল (ম্যাসন) ১৬টি ( জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ-২, তঃউঃজাঃ-১)।  কনস্টেবল (কার্পেন্টার)১৬টি ( জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ-২, তঃউঃজাঃ-১)।   কনস্টেবল (কলের মিস্ত্রী) ১৬টি ( জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ-২, তঃউঃজাঃ-১)। কনস্টেবল (ইলেক্ট্রিশিয়ান) ১৭টি ( জেনাঃ ৮, ও.বি.সি ৫, তঃজাঃ-৩, তঃউঃজাঃ-১)। কনস্টেবল (কর্মকার)  ১৬টি ( জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ-২, তঃউঃজাঃ-১)। কনস্টেবল (ওয়েল্ডার) ১৬টি ( জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ-২, তঃউঃজাঃ-১)। কনস্টেবল (পেইন্টার) ১৬টি ( জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ-২, তঃউঃজাঃ-১)। ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ১-৮-২০১০' এর হিসাবে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ ( তপশিলী উপজাতি হলে১৬২.৫) সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি। তপশিলী উপজাতির প্রার্থীরা কনস্টেবল পাইওনিয়ার পদের বেলায় ৪ সেমি আর সাব-ইন্সপেক্টর (সিভিল) পদের বেলায় ৩ সেমি বুকের ছাতিতে ছাড় পাবেন। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি দরকার চশঅমা ছাড়া দু-চোখে ৬/৬ ও ৬/৯। দরখাস্ত করবেন সাধারন কাগজএ, নির্দিষ্ট বয়ান টাইপিং করে। সঙ্গে দেবেনঃ ১) মাধ্যমিকের সার্টফিকেট প্রত্যয়িত নকল, ২)শিক্ষাগত যোগ্যতার পেমাণপএের প্রত্যয়িত নকল, ৩) তপশিলী ও ও.বি.সি'রা দেবেন যথাবিহিত কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, ৪) নিজের নাম লেখা ও গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো ( ১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে), ৫) ৫০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার। The DIGP, G.C CRPF, Kadarpur, Dist. Gurgaon Hariyana-122001' এর অনুকুলে। তপশিলীদের ফী লাগবেনা।
দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়ঃ The DIGP. G.C, CRPF, Kadarpur, Dist. Gurgaon (Hariyana)-122001.

"পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ৪,৭৬৭ কনস্টেবল"

পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের সব জেলা থেকে 'কনস্টেবল' পদে ৪,৭৬৭ জন ছেলে নিচ্ছে। রাজ্য সরকার বা, কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১-১-২০১০ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৭ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও তপ্সহিলী উপজাতিদের বেলায় লম্বায় অন্তত ১৬০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি আর উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। সব ক্ষেএে দৃষ্টিশক্তি হতে হবে চশ্মা ছাড়া ও চশমা-সহ ৬/৬। শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা শিরস্ফীতি বা, ট্যারা দৃষ্টি থাকলে আবেদনের যোগ্য নন।
 মূল মাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। গ্রেড পে ২,৬০০টাকা।
শূন্য পদঃ ৪,৭৬৭ টি।
'শারীরিক মাপজোখ', 'শারীরিক সক্ষমতার পরীক্ষা', 'লিখিত পরীক্ষা', 'ইন্টারভিউ' ও ডাক্তারি পরীখা' হবে। লিখিত পরীক্ষাটি হবে ৯০ নাম্বারে। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের এইসব বিষয়ে ১) জেনারেল অ্যাওয়ারনেস, ২) জেনারেল নলেজ, ৩) নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ৪) ইংরেজি ও বাংলা বিষয়ের ওপরে বেসিক  নলেজ ( Ability to observe and distingguish patterns and basic knowledge of English and  Bengali/Nepali/Hindi Languages.)  লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে ১০ নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ নেবে ' পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপএের মূল নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ে যাতায়াতের কোনো ভাড়া দেওয়া হবেনা। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের প্রার্থীরে 'সাধারণ প্রার্থী' হীসাবে দরখাস্ত করতে পারবেন ও তাঁদের বেলায় ফর্ম ও প্রস্পেক্টাস হাতে-হাতে পাবেন এই ঠিকানায়ঃ  Superintendent of police, District South 24 Parganas, Alipore, kolkata.
পূরণ- করা ফর্মের সঙ্গে দেবেনঃ ১) এখকার তোলা ২ কপি স্ট্যাম্প মাপের ফটো ( ১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে আরেক কপির পিছনে ফর্মের সিরিয়াল নম্বর লিখে দরখাস্তের সঙ্গে গেঁথে ), ২) বয়স শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন ' Application for the post of Constable in West Bengal Police, 2010', দরখাস্ত পৌছানো চাই ১০ সেপ্টেম্বরের মধ্যে।
দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Chairman, West Bangal Police Pecruitment Board, Araksha Bhavan (PCC) ,Block - DJ, Sector-11, Salt Lake, Kolkata-700091.
পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.policewb.gov.in/

Monday, July 19, 2010

"৮৭৭ জন টেকনিশিয়ান, নার্স"

কোল ইন্ডিয়া লিমিটেডের সহায়ক সংস্থা সাউথ ইস্টার্ণ কোলফিল্ডস লিনিটেড 'জেনারেল মজদুর', 'অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মেকানিক্যাল) (টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজরি গ্রেড-সি) ', অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল) (টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজর গ্রেড-সি)', অ্যাকাউন্ট্যাণ্ট ( টেকনিক্যাল গ্রেড-এ)' ও 'মাইনিং সির্দার (টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজরি গ্রেড-সি)' পদে ৮৭৭ জন ছেলেমেয়  নিচ্ছে।

যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশরা, আই.টি.আই থেকে মেকানিক্যাল ফিটার, ইলেক্ট্রিক্যাল ফিটার, টার্নার, মেশিনিস্ট বা,ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
বেতনঃ দৈনিক ৩২১.৫৪ টাকা।
শূন্যপদঃ
(ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল) -- মাধ্যমিক পাশরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ইলেক্ট্রিক্যালে ১৬৫টি পদ শুন্য। মেকানিক্যালে ১০৯টি পদ শূন্য।
অ্যাকাউন্ট্যান্ট (টেকনিক্যাল গ্রেড-এ) -- মাধ্যমিক পাশ্রা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা, কস্ট অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্য পদ ৫১টি।
মাইনিং সির্দার (টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজরি গ্রেড- সি) -- উচ্চমাধ্যমিক পাশ্রা ধানবাদের ডি.জ়ি.এম.এস থেকে মাইনিং সির্দার সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। পলিটেকনিক থেকে মাইনিং ও মাইন সার্ভেয়িংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে ও ধানবাদের ডি.জি.এম.এস থেকে ওভেরম্যান সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। দুই ক্ষেএেই ফাস্ট-এড ও গ্যাস টেস্টিয়ের বৈধ সার্তিফিকেট কোর্স পাশ হতে হবে। শূন্যপদ ২৩৩টি।
ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সঙ্গে দেবেন- ১) বয়স শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের পেত্যায়িত নকল, ২) এখনকার তোলা ও গেজেটেড অফিসারের পেত্যায়িত করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো ( ১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে)। দরখাস্ত-ভরা  খামের ওপর লিখবেন 'The Application for the post of......' । দরখাস্তটি পাঠাতে হবে The General Manager (Manpower), South Eastern Coalfields limited, P.O- SECL, Bilaspur (CG).Pin- 495006. দরখাস্তটি পৌছানো চাই ১৪ই আগস্টের মধ্যে।

Saturday, July 17, 2010

"TATA Docomo তে Direct Joining"

TATA DOCOMO Call Centre-এ টেলিকলিং ও কাস্টমারদের ফোন রিসিভ করার জন্য H.S. pass (বয়স 32-এর মধ্যে) বাংলা এবং হিন্দিভাষি ছেলেমেয়ে চাই।
৯ ঘন্টায় বেতন ৫৫০০/- থেকে ২০০০০/-
যোগাযোগ করুনঃ 9748173014
                             9002033880

Friday, July 16, 2010

১২ ক্লার্ক, পিওন (বাঁকুরা জেলা)

বাঁকুরা জেলার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ 'লোয়ার ডিভিশন ক্লার্ক', 'কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট''পিওন' পদে ১২ জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশরা অভিজ্ঞতা থাকলে 'লোয়ার ডিভিশন ক্লার্ক' পদের জন্য যোগ্য। এবং মাধ্যমিক কম্পিউটার ট্রেনিং-এ ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে ও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে 'কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট' পদের জন্য যোগ্য।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শুন্যপদ ৩টি
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে শুন্যপদ ৩টি।

ক্লাস এইট পাশরা 'পিওন' পদের জন্য আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।

দরখাস্ত করার সময় সঙ্গে দিতে হবেঃ
  • বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  • এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো।
  • নিজের নাম ঠিকানা লেখা ও প্রতিটিতে ৫ টাকার ডাকটিকিট সাঁটা ২টি খাম।
দরখাস্ত পাঠাতে হবে ১৮ই জুলাইয়ের মধ্যে, এই ঠিকানায়-
The Chief Executive Officer,
Paschimanchal Unnayan Parshad
Srinagar Palli, Po-Kenduadihi
Dist- Bankura

"Field Officer নিয়োগ (Arohan)"

আরোহণ বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ লোনের সুযোগ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের ৫৫৩ টিরও বেশি বাজারে ব্যবসায়ীদের লোন পরিষেবা পৌছে দিয়েছে আরোহন কর্মীরা। এই উদ্যোগে কর্মঠ ও উৎসাহী যুবক কর্মী প্রয়োজন।
যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক পাশ এবং বয়স হতে হবে ২১ থেকে ৩১ বছর।
বেতনঃ ৩,৫০০+৩৫০(Mobile) + Family Mediclam + Insurance + High Incentives.
শর্তঃ ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা, সাইকেল চালাতে সক্ষম ও বাড়ি থেকে দূরে থাকার মনোভাব সম্পন্ন প্রার্থী আবশ্যক।
ইচ্ছুক প্রার্থীরা ১ কপি পাশপোর্ট সাইজ ফটো সহ Bio-Data নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারেন

Arohan
C/O Hr Dept...
195/1 Rajdanga Chakraborty Para
Kolkata - 700107

আবেদন পাঠাবার শেষ তারিখ 31st July 2010

(১৮ই জুলাই কর্মসংস্থান থেকে সমস্ত তথ্য সংগৃহীত)

"কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর"

উচ্চমাধ্যমিক ছেলেমেয়েদের জন্য
________________________
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য 'লোয়ার ডিভিশন ক্লার্ক''ডেটা এন্ট্রি অপারেটর' পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং-এ মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে 'লোয়ার ডিভিশন ক্লার্ক' পদের জন্য আবেদন করতে পারেন। এবং
যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিটারে ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত ৮,০০০ কী ডীপ্রেশনে গতি থাকলে 'ডেটা এন্ট্রি অপারেটর' পদের জন্য আবেদন করতে পারেন।

দুই পদের বেলায়ই প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা।

প্রার্থী বাছাই হবে 'Combined Higher Secondary Leve (10+2) Examination 2010 for Recruitment of Data Entry Oparator and Lower Division Clerks' পরীক্ষার মাধ্যমে।
দরখাস্ত করতে পারবেন অনলাইনে
আরও বিবরন পাওয়া যাবে এই ওয়েবসাইটে (http://www.ssconline.nic.in/)

"রাজ্য সরকারের শ্রম দপ্তরে ৪৮০ জন ক্লার্ক"

মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য
_____________________________

পশ্চিমবঙ্গ সরকারের অধীন রাজ্যের সব জেলার ২৪১টি ব্লক, ১২১টি পুরসভা, ৩টি পুরনিগম ও ৩টি দার্জিলিং পার্বত্য কাউন্সিলে 'শ্রম কল্যান সুযোগ সুবিধা কেন্দ্র' তৈরী হয়েছে। এই সব কেন্দ্রে কাজের জন্য 'ক্লার্ক' পদে ৪৮০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রিয় সরকার, রাজ্য শিক্ষা সংসদ ও এ.আই.সি.টি.ই'র অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটারে অন্তত ৬ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে। কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্ত ৬,০০০ কী ডিপ্রেসনে গতি থাকতে হবে। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।

জেলা অনুশারে শুন্যপদঃ
বাঁকুরা জেলায় ২২ টি ব্লক ও ৩টি পুরসভা / পুরনিগমে ২৫টি।
বীরভূম জেলায় ১৯টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ২৫টি।
বর্ধমান জেলায় ৩১টি ব্লক ও ১৩টি পুরসভা / পুরনিগমে ৪৪টি।
কোচবিহার জেলায় ১২টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ১৮টি।
দার্জিলিং জেলায় ১২টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ৩টি, দার্জিলিং গোর্খা পার্বত্য কাউন্সিলে ২১টি।
দক্ষিন দিনাজপুর জেলায় ৮টি ব্লক ও ২টি পুরসভা / পুরনিগমে ১০টি।
পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ট ব্লক ও ৫টি পুরসভা / পুরনিগমে ৩০টি।
হুগলি জেলায় ১৮টি ব্লক ও ১৩টি পুরসভা / পুরনিগমে ৩১টি।
হাওড়া জেলায় ১৪টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৮টি।
জলপাইগুড়ি জেলায় ১৩টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৭টি।
কলকাতা জেলায় ৫টি পুরসভা / পুরনিগমে ৫টি।
মালদা জেলায় ১৫টি ব্লক ও ২টি পুরসভা / পুরনিগমে ১৭টি।
মুর্শিদাবাদ জেলায় ২৬টি ব্লক ও ৭টি পুরসভা / পুরনিগমে ৩৩টি।
উত্তর ২৪ পরগনা জেলায় ২২টি ব্লক ও ২৮টি পুরসভা / পুরনিগমে ৫০টি।
নদীয়া জেলায় ১৭টি ব্লক ও ১০টি পুরসভা / পুরনিগমে ২৭টি।
পুরুলিয়া জেলায় ২০টি ব্লক ও ৩টি পুরসভা / পুরনিগমে ২৩টি।
দক্ষিন ২৪ পরগনা জেলায় ২৯টি ব্লক ও ৭টি পুরসভা / পুরনিগমে ৩৬টি।
উত্তর দিনাজপুর জেলায় ৯টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৩টি।
পশ্চিম মেদিনিপুর জেলায় ২৯টি ব্লক ও ৮টি পুরসভা / পুরনিগমে ৩৭টি

চাকরী হবে চুক্তিতে
পরীক্ষা ২২ আগষ্ট
দরখাস্ত পাঠাতে হবে আগামি ২৪ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়- "The Additional Labour Commissioner, New Secretariat Building, 11th Floor, 1 K.S. Roy Road, Kolkata-700-001"
সঙ্গে দিতে হবেঃ
  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল,
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের প্রত্যয়িত নকল,
  3. কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
  4. তপশিলি ও ও.বি.সি'রা দেবেন কাস্ট সার্টিফিকেটের নকল,
  5. প্রাক্তন সমরকর্মীরা দেবেন যথাযত সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
  6. এখনকার তোলা ও নিজের সই করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো। (১ কপি দরখাস্তের ডানদিকে সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে)

Thursday, July 8, 2010

৮৩ চাকুরী

এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের মডেল হসপিটাল "স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant ","ল্যাব টেকনিসিয়ান ", ওটি Assistant ", ও কুক মেট পদে ৮৩ জন লোক নিচ্ছে . কারা কোন পদের জন্য যোগ্য :
স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant :ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা ফার্স্ট-এইড সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকলে আবেদন করতে পারেন. নার্সিং অর্ডারলি পদের বেলায় ক্ষত জায়গায় ড্রেসিং এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে. "স্ট্রেচার বেয়ারার ও Attendant" পদের বেলায় হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে.বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে.
কুক মেট : ক্লাস এইট পাশরা আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
OT Assistant : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে OT Assistant ট্রেনিং নিয়ে থাকলে বা সংশ্লিষ্ট কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন.বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
ল্যাব Assistant : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাব টেকনলেজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের মডেল হসপিটাল "স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant ল্যাব টেকনিসিয়ান ", ওটি Assistant ", ও কুক মেট পদে ৮৩ জন লোক নিচ্ছে .কারা কোন পদের জন্য যোগ্য :
স্ট্রেচার বেয়ারার /নার্সিং অর্ডারলি/ Attendant :ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা ফার্স্ট-এইড সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকলে আবেদন করতে পারেন. নার্সিং অর্ডারলি পদের বেলায় ক্ষত জায়গায় ড্রেসিং এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে. "স্ট্রেচার বেয়ারার ও Attendant" পদের বেলায় হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে.বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে.
কুক মেট : ক্লাস এইট পাশরা আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
OT Assistant : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে OT Assistant ট্রেনিং নিয়ে থাকলে বা সংশ্লিষ্ট কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে.
তপশিলি,ওবিসি ,প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা বয়সের ছাড় পাবেন. দরখাস্ত করবেন সাধারণ A-4 মাপের সাদা কাগজে .
সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ২ কপি পাশ ফোর্ট মাপের প্রত্যায়িত করা ছবি,(২)বয়স ,শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৪) প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা দেবেন যোগ্য কতৃপক্ষের দেওয়া সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম, (৬) ৭৫ টাকার (তপশিলি, প্রতিবন্ধী ও মহিলাদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফট, ESI corporation র অনুকূলে ও পেয়েবল At লিখবেন- "State Bank of India ,Rajaji Nagar V Block Branch , Bangalore-10. ড্রাফটের উল্টো পিঠে নাম ও ঠিকানা লিখবেন. দরখাস্ত পৌছানো চাই ১২ জুলাইয়ের মধ্যে. এই ঠিকানায়: The Medical Superintendent, ESIC Model Hospital, Rajaji Nagar,Bangalore-560010.

Wednesday, July 7, 2010

৬৬ এসিস্ট্যান্ট ও কোঅর্ডিনেটর

বীরভুম জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই .জি.এ সেল ব্লক অফিস ও সাব ডিভিশনাল অফিসে কাজের জন্য ,প্রোগ্রামিং এসিস্ট্যান্ট", ব্লক স্যোসাল" অডিট কো-অর্ডিনেটর", "জুনিয়ার প্রোগ্রাম অফিসার" ," Assestent প্রোগ্রাম ম্যানেজার " ও "কম্পিউটার Assestent "পদে ৬৬ জন ছেলে মেয়ে নিচ্ছে .কারা কোন পদের জন্য যোগ্য:
প্রোগ্রামিং এসিস্ট্যান্ট : ফিজিক্স ও অঙ্ক বিষিয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটার এ ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন.শূন্য পদ ২৩ টি ,সিরিয়াল নং :৭ .
জুনিয়ার প্রোগ্রাম অফিসার:মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোনো শাখার অনার্স গ্রাজুয়েটরা কম্পিউটার এ ৬ মাসের কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ১৯, সিরিয়াল নং:৬ .
ব্লক স্যোসাল" অডিট কো-অর্ডিনেটর : মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোনো শাখার অনার্স গ্রাজুয়েটরা কম্পিউটার এ ৬ মাসের কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ১৯, সিরিয়াল নং:৫ .
Assestent প্রোগ্রাম ম্যানেজার : মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে কম্পিউটার Application এর ডিগ্রী কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ১ টি ,সিরিয়াল নং :৪.
টেকনিক্যাল অফিসার : এগ্রিকালচার সায়েন্সের অনার্স গ্রাজুয়েটরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে আর কম্পিউটার এ ৬ মাসের কোর্স পাশ হলে আবেদন করতে পারেন. শূন্য পদ ১, সিরিয়াল নং:৩.
প্রোগ্রাম কো-অর্ডিনেটর:সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রী কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন.শূন্য পদ ১ টি ন,সিরিয়াল নং :২ .
Assestent ইঞ্জিনিয়ার : সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ২ টি , সিরিয়াল নং :১ .
সব পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে.শুরুতে ৬ মাসের চুক্তিতে কাজ করতে হবে.দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন ৪ জুলাই,২০১০ এর কর্মসংস্থানের ২১ পাতায় )এছাড়া এই ওয়েবসাইটে :www.birbhum.gov.in . সঙ্গে দেবেন : (১) বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল,(২) কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাক টিকিট সাটা ২ টি খাম ,(৪) এখনকার তলা ২ কপি পাশফোর্ট মাপের ফটো. দরখাস্ত পৌছানো চাই ১৬ জুলাইয়ের মধ্যে. এই ঠিকানায় :Govt. West Bengal,Office Of District Magistrate, MGNREGA Cell,Birbhum.

২০ ফ্যায়ার ম্যান

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন "ফ্যায়ার ম্যান" পদে ২০ জন লোক নিচ্ছে .মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত ১৫০ সেমি ,বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি ,ওজন অন্তত ৫০ কেজি . বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে . তপশিলি,ওবিসি ও সমর কর্মীরা বয়সের ছাড় পাবেন . দরখাস্ত করবেন সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে .( বয়ান পাবেন ৪ জুলাই ,২০১০ এর কর্মসংস্থানের ২৩ পাতায় ).
সঙ্গে দেবেন: (১)বয়স ,শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার প্রত্যায়িত নকল ,(২) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) এখনকার তোলা ১ কপি পাশ ফোর্ট মাপের ছবি ,(৪)নিজের নাম ঠিকানা লেখা ২৭ টাকার ডাক টিকিট সাটা একটি খাম .দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে . পৌছানো চাই ১৬ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় :The Commandant,15 Field Ammunition Depot,Pin Code :909715, C/O 56 APO.

Tuesday, July 6, 2010

ব্যাঙ্কে ২০০ অফিসার নিচ্ছে

কেন্দ্রীয় সরকারী সংস্থা ওরিয়েন্টাল ব্যান্ক অফ কমার্স " অফিসার" পদে ২০০ জন ছেলে মেয়ে নিচ্ছে .যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন .কমপিউটার এ ও মার্কেটিং এর কাজের দক্ষতা থাকতে হবে .বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে . তপশিলি, ওবিসি ,ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন .শুরুতে ৩ বছরের চুক্তিতে কাজ করতে হবে , তখন মাইনে পাবেন ১৭০০০ টাকা . কবে কথায় পরিখা হবে তা ওয়েবসাইটে জানানো হবে . দরখাস্ত করবেন ৫ জুলাই থেকে ১৯ জুলাই এর মধ্যে অনলাইনে .এই ওয়েব সাইটে www.obcindia.co.in দরখাস্ত করার সময় বৈধ ই-মেইল আইডি থাকতে হবে .অনলাইনে দরখাস্ত করার আগে ওরিয়েন্টাল ব্যান্ক অফ কমার্সএর যে কোনো সিবিএস শাখায় ৪০০ টাকা (তপশিলি,প্রতিবন্ধী,ও প্রাক্তন সমর কর্মীদের বেলায় ৫০ টাকা )জমা দিতে হবে . টাকা জমা দেবেন এই কারেন্ট Account No এ 00071011002123 .
টাকা জমা দেওয়ার রিসিপ্ট এ (1) Recipt No,(2)Branch Name,(3)Branch Code No,(4) Date of Deposite , and(5) Amount ইত্যাদি লিখবেন . টাকা জমা দেওয়ার পর 'Payment Recept' নিয়ে নেবেন .এবার ওই ওয়েবসাইট এ গিয়ে নিজের নাম রেজিস্ট্রেসন করবেন . দরখাস্ত করার পর " সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ দা এপ্লিকেশন "ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন . লিখিত পরীক্ষার সময় দেখাতে হবে .

Thursday, July 1, 2010

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ৩ ইন ফ্যান্ত্রী ডিভিশন অর্ডন্যান্স ইউনিট "ফায়ারম্যান " পদে ৩২ জন লোক নিচ্ছে .মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শরীরের মাপজোখ হতে হবে জুতো ছাড়া লম্বায় অন্তত ১৬৫ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি আর অন্তত ৫০ কেজি .বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে .তপশিলি,প্রতিবন্ধী ও সমরকর্মীরা বয়সের ছাড় পাবেন. শূন্য পদ ৩২ টি . দরখাস্ত করবেন সাধারন সাদা কাগজে .বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন ২৭ জুন,২০১০ এর কর্মসংস্থানে )
সঙ্গে দেবেন : (১) বয়স ,শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যায়িত নকল,(২) কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩)এখনকার তোলা১ কপি পাশ ফোর্টমাপের ফট, (৪) নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাক টিকিট সাটা একটি খাম . দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে . পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে . এই ঠিকানায় :
The commanding Officer ,3 Inf Div Ord Unit ,Pin-909003,C/O 56 APO

32 ফায়ার ম্যান

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ৩ ইন ফ্যান্ত্রী ডিভিশন অর্ডন্যান্স ইউনিট "ফায়ারম্যান " পদে ৩২ জন লোক নিচ্ছে .মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শরীরের মাপজোখ হতে হবে জুতো ছাড়া লম্বায় অন্তত ১৬৫ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি আর অন্তত ৫০ কেজি .বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে .তপশিলি,প্রতিবন্ধী ও সমরকর্মীরা বয়সের ছাড় পাবেন. শূন্য পদ ৩২ টি . দরখাস্ত করবেন সাধারন সাদা কাগজে .বয়ান টাইপিং করে ( বয়ান পাবেন ২৭ জুন,২০১০ এর কর্মসংস্থানে )
সঙ্গে দেবেন : (১) বয়স ,শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যায়িত নকল,(২) কস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩)এখনকার তোলা১ কপি পাশ ফোর্টমাপের ফট, (৪) নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাক টিকিট সাটা একটি খাম . দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে . পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে . এই ঠিকানায় :
The commanding Officer ,3 Inf Div Ord Unit ,Pin-909003,C/O 56 APO