Tuesday, May 18, 2010

প্রতিরক্ষা কারখানায় ২৪৭ চার্জ ম্যান

গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড চার্জম্যান পদে ২৪৭ জন লোক নিচ্ছে । বয়স হতে হবে ৭-০৬-২০১০ "এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।ওবিসি রা ৩ বছর,তপশীলিরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছররের ছাড় পাবেন।শারিরীক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারি হতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরিক্ষা হবে ।প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। সফল হলে ডাক্তারি পরিক্ষা হবে। কোন ইন্টারভিউ হবে না।কবে কোথায় পরিক্ষা হবে তার অ্যাডমিটকার্ড ডাউনলোড করতে পারবেন ,৩০ জুন থেকে এই ওয়েবসাইট থেকে "www.ofbindia.gov.in ফর্ম পূরণ করবেন বা, অ্যাডমিট কার্দ পেতে অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করুন এই ই-মেইল এ ofbi2010@gmail.com দরখাস্ত করবেন অনলাইনে ৮মে -২৩মে পর্যন্ত ।এর জন্য একটি বৈধ E- mail ID থাকতে হবে ।এছাড়াও ১০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে ।"DGOF" এর অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখবেন Kolkata তপশিলী ও প্রতিবন্ধী দের ফী লাগবে না ।এবার ঐ ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত সাবমিট করার পর "অ্যাকনলেজমেন্ট" ডাউনলোড করে নেবেন ।এবার ঐ অ্যাকনলেজমেন্ট কার্ড ডাকে পাঠাতে হবে ।সঙ্গে দেবেন (১) এখনকার তোলা রঙ্গিন পাসফোর্ট মাপের ছবি নিজের সই করা (অ্যাকনলেজমেন্ট কার্ড সেঁটে) ,(২) ব্যাঙ্ক ড্রাফটের মূল ,(৩)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৪)প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন "Recruitment of chargeman" দরখাস্ত পৌছান চাই ৭ জুনের মধ্যে ।এই ঠিকানায় "The Advertiser,Post Bx No. 12006,Cossipore P.O., Kolkata-700002.

No comments:

Post a Comment