Tuesday, May 18, 2010

নেভিতে আফিসার

ভারতীয় নৌবাহিনী ল ক্যাডারে এক্সিকিউটিভ ব্রাঞ্চে পার্মানেন্ট কমিশনে "অফিসার" পদে কিছু অবিবাহিত ছেলে নিছে। মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে আইন শাখার গ্রাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন।অ্যাডভকেড হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে ।বয়স হতে হবে ২২ থেকে ২৭ বছরের মধ্যে। শরিরের মাপযোগ হতে হবে লম্বায় ১৫৭ সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ন ওজোন ।মুল মাইনে ১৫০০০ থেকে ৩৯১০০ । ট্রেনিং শুরু হবে আগামি বছর জানুয়ারি মাস থেকে ।চাক্রি ১০ বছরের জন্য ,যা পরে ১৪ বছর পর্যন্ত বারতে পারে।দরখাস্ত করবেন "A-4" মাপের কাগজে বয়ান দেখে ।(কর্ম সংস্থানের ২০/১৬ মে ২০১০ পাতায় বয়ান দেওয়া আছে)
সঙ্গে দেবেন ঃ জন্ম তারিখের প্রমান পত্র ,শিক্ষাগত যোগ্যতার বিবরণী, এখনকার তোলা ১ কপি পাসফোর্ট মাপের রঙ্গিন ফটো (নির্দিস্ট জায়গায় সেঁটে)।দরখাস্ত ভরা খামের উপরে বড় হরফে লিখবেন "LAW CADRE-JAN2011COURSE,Educational Qulification........Agregate Persentage.............%. দরখাস্ত পাঠাবেন সাধারন ডাকে ১০ জুনের মধ্যে। এই ঠিকানায় : The advertiser,Post Bag NO . 02,SAROJINI NAGAR ,PO ,New Delhi-110023.

No comments:

Post a Comment