Thursday, May 27, 2010

প্রাইমারি টিচার হওয়ার ডি.এড কোর্সে ভর্তি শুরু

পশ্চিমবঙ্গের সরকারি,সরকার সুপারিশকৃত ও সরকারি পোষিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাইমারিটিচার্স ট্রেনিংয়ের সমতুল কোর্স "ডিপ্লোমা ইন ইডুকেশন"(ডি.এড ) কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। ৫০%(তপশিলী,ওবিসিরা ৪৫%) নম্বর পেয়ে থাকলে যে কোন উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন যোগ্য। বয়স হতে হবে ১৮থেকে ৩৫ বছরের মধ্যে। সীট প্রতিটি ইনস্টিটিউটে ৫০ টি।পড়ানো হবে বাংলা মাধ্যমে(উর্দূ ইনস্টিটিউটে উর্দূ মাধ্যমে) । পড়ানো হবে এই সব ইনস্টিটিউটে ঃ
উত্তর২৪ পরগনা জেলায়ঃ (১) বিভূতিভূষণ গভঃ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঘাটবৌর,বনগাঁ। (২) ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ,বানীপুর।(ফোন-০৩২১৬২৭১৪৮০)
দক্ষিন ২৪ পরগনা জেলায়ঃ (১)সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভঃ স্পন্সর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ফোন-০৩১৭৪২৪৫১৪৪
কোলকাতা জেলায়ঃ (১) সরোজ নলিনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ।(ফোন-২৪৬০২৩৮৩)
(২) ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।(ফোন- ২২৯০৩৭৮৪)
নদিয়া জেলায়ঃ (১) ডিসট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ।(ফোন-০৩৪৭৩২২২৯০৭)
জলপাইগুড়ি জেলায়ঃ জলপাইগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ,জলপাইগুড়ি।( ফোনঃ ০৩৮৬১২২৫৬৮২) এছাড়া মেদিনিপুর,কোচবিহার,হুগলি,বাঁকুড়া,মুর্শিদাবাদ,বীরভূম জেলাতেও প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। দরখাস্ত করতে হবে সাধ্রন কাগজে বয়ান টাইপিং করে। বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://www.banglarmukh.gov.in/সঙ্গে দেবেনঃ (১)মাধ্যমিকের অ্যাডমিড কার্ডের্মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশীটের প্রত্যায়িত নকল,(২)কাস্ট সার্টিফিকিটের প্রত্যায়িত নকল,( প্রতিবন্ধিরা ডাক্তারের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৩) এখনকার তোলা পাসফোর্ট মাপের সই করা ২ কপি ফটো,(৪) ২৫ টাকার ক্রসড ব্যাঙ্ক ড্রাফট ।যে ইনস্টিটিউটে ভর্তি হবেন সেই ইনস্টিটিউটে প্রিন্সিপ্যালের অনুকূলে। ড্রাফট করাবেন যে কোন রাস্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে।দরখাস্ত পৈছানো চাই ৫ জুনের মধ্যে ।

No comments:

Post a Comment