Wednesday, May 12, 2010

"ভারত ইলেকট্রনিক্সে ১৫৩ গ্র্যাজুয়েট ট্রেনি"

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন 'ভারত ইলেকট্রনিক্স লিমিটেড' গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে ১৫৩ জন লোক নিচ্ছে। শূন্যপদঃ ইলেকট্রনিক্সে ৮০টি, মেকানিক্যালে ৩০টি, কম্পিউটার সায়েন্সে ৩৮টি, সিভিলে ৪টি, ক্যামিক্যালে ১টি।
দরখাস্ত করতে হবে অনলাইনে। (কিভাবে দরখাস্ত করতে হবে, প্রার্থী বাছাই পদ্ধতি যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে)।

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগৃহীত তথ্য)

No comments:

Post a Comment