Wednesday, May 12, 2010

"এইট পাশ ছেলেমেয়েদের জন্য ৬৯ জন পঞ্চায়েত কর্মী"

কোচবিহার জেলা শাসকের অফিস কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে কাজের জন্য 'গ্রাম পঞ্চায়েত কর্মী' ও 'পিওন' পদে ৬৯ জন ছেলেমেয়ে নিচ্ছে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদনকারীরাঃ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ করা আবেদন করতে পারে। শুন্যপদঃ ৬৪ টি।
পিওন পদে আবেদনকারীরাঃ বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করতে পারে।
উভয় পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদের ক্ষেত্রে পরীক্ষার বিষয় থাকবেঃ-
  • ইংরেজি ১০ নম্বর
  • বাংলা ১৩ নম্বর
  • অ্যা্রিথম্যাটিক ১০ নম্বর
  • জেনারেল নলেজ ৭
সমস্ত প্রশ্ন হবে ক্লাস এইট পাশ মানের। সফল হলে ৭ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়ঃ The District Panchayat Rural Development Officer, Coochbehar at the Office of the District Magistrate, Coochbehar, Post & Dist. Coochbehar, Pin-736101
দরখাস্ত ভরা খামের উপর লখতে হবে "Application for the post of -------------"
দরখাস্তের সঙ্গে আরও যা যা লাগবেঃ
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমানপত্র
  • তপশিলি ও ওবিসি কাস্ট সার্টিফিকেট
  • প্রতিবন্ধী বা এক্সেমটেড প্রার্থীদের সার্টিফিকেট
(সমস্ত প্রমানপত্রের জেরক্স কপি দিতে হবে)

নিজের সই করা এককপি পাশপোর্ট মাপের ফটো নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটা ১টি খাম। পোষ্ট করতে হবে ১৪ই মে'র মধ্যে।

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগ্রীহিত তথ্য)

No comments:

Post a Comment