Sunday, May 30, 2010

২৫ লাইব্রেরি ক্লার্ক

স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চল অফিস "স্টোরকীপার", লাইব্রেরি (ক্লার্ক),পদে ২৫ জন লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্যঃ
স্টোরকীপার - যে কোনো শাখার উচ্চমাধযমিক পাশ্রা আবেদন করতে পারেন। ডোয়েক থেকে ও লেভেল কর্স পাশ হলে ভাল হয়। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।মূল মাইনে ৫,২০০ থেকে২০,২০০ টাকা ।
লাইব্রেরি ক্লার্ক- মাধ্যমিক পাশরা লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেত পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ও ওবিসিরা ৫ ও ৩ বছরের ছাড় পাবেন। দরখাস্ত করবেন সাদা কাগজে নির্দিস্ট বয়ান দেখে । বয়ান পাবেন এই ওয়াবসাইটে www.sscer.org
সঙ্গে দেবেন - (১) বয়সের প্রত্যায়িত নকল,(২) শিক্ষাগত যোগ্যতার বছর ভিত্তিক মার্কশিট ও সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) নিজের নাম ঠিকানা লেখা ২ টি স্লিপ,(৪) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম,(একটি খামে ৫ টাকার ডাকটিকিট সাঁটতে হবে )( খামের উপরে লিখবেন" application for the post of ............, category No of post : ER.................:Advertisement No.: ER-01/2010. (৫) এখনকার তলা ১ কপি পাশপোর্ট মাপের ফটো সই করে ।(১কপি নিজের কাছে রাখবেন) (৬) ৫০ টাকার সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফী স্ট্যাম্প (তপশিলী,প্রতিবন্ধি,সমরকর্মী,মহিলাদের ফী লাগবে না ) দরখাস্ত পৌছান চাই ২১ জুনের মধ্যে , এই ঠিকানায় : The Regional Director, Staff selection Commision(ER),234/4,A.J.C Road Nizam palace ,1st MSO Building,8 th floor, Kolkata-700020.

Thursday, May 27, 2010

প্রাইমারি টিচার হওয়ার ডি.এড কোর্সে ভর্তি শুরু

পশ্চিমবঙ্গের সরকারি,সরকার সুপারিশকৃত ও সরকারি পোষিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাইমারিটিচার্স ট্রেনিংয়ের সমতুল কোর্স "ডিপ্লোমা ইন ইডুকেশন"(ডি.এড ) কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। ৫০%(তপশিলী,ওবিসিরা ৪৫%) নম্বর পেয়ে থাকলে যে কোন উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন যোগ্য। বয়স হতে হবে ১৮থেকে ৩৫ বছরের মধ্যে। সীট প্রতিটি ইনস্টিটিউটে ৫০ টি।পড়ানো হবে বাংলা মাধ্যমে(উর্দূ ইনস্টিটিউটে উর্দূ মাধ্যমে) । পড়ানো হবে এই সব ইনস্টিটিউটে ঃ
উত্তর২৪ পরগনা জেলায়ঃ (১) বিভূতিভূষণ গভঃ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঘাটবৌর,বনগাঁ। (২) ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ,বানীপুর।(ফোন-০৩২১৬২৭১৪৮০)
দক্ষিন ২৪ পরগনা জেলায়ঃ (১)সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভঃ স্পন্সর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ফোন-০৩১৭৪২৪৫১৪৪
কোলকাতা জেলায়ঃ (১) সরোজ নলিনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ।(ফোন-২৪৬০২৩৮৩)
(২) ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।(ফোন- ২২৯০৩৭৮৪)
নদিয়া জেলায়ঃ (১) ডিসট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ।(ফোন-০৩৪৭৩২২২৯০৭)
জলপাইগুড়ি জেলায়ঃ জলপাইগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ,জলপাইগুড়ি।( ফোনঃ ০৩৮৬১২২৫৬৮২) এছাড়া মেদিনিপুর,কোচবিহার,হুগলি,বাঁকুড়া,মুর্শিদাবাদ,বীরভূম জেলাতেও প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। দরখাস্ত করতে হবে সাধ্রন কাগজে বয়ান টাইপিং করে। বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://www.banglarmukh.gov.in/সঙ্গে দেবেনঃ (১)মাধ্যমিকের অ্যাডমিড কার্ডের্মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশীটের প্রত্যায়িত নকল,(২)কাস্ট সার্টিফিকিটের প্রত্যায়িত নকল,( প্রতিবন্ধিরা ডাক্তারের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৩) এখনকার তোলা পাসফোর্ট মাপের সই করা ২ কপি ফটো,(৪) ২৫ টাকার ক্রসড ব্যাঙ্ক ড্রাফট ।যে ইনস্টিটিউটে ভর্তি হবেন সেই ইনস্টিটিউটে প্রিন্সিপ্যালের অনুকূলে। ড্রাফট করাবেন যে কোন রাস্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে।দরখাস্ত পৈছানো চাই ৫ জুনের মধ্যে ।

Thursday, May 20, 2010

সমবায় ব্যাঙ্কে ২৯ অফিসার

পশ্চিমবঙ্গের কালনা কাটোয়া এ.আর.ডি.বি.লিমিটেড, বর্ধমান এ.আর.ডি.বি.লিমিটেড, কোচবিহার এ.আর.ডি.বি.লিমিটেড ও কাথিসমবায় ব্যাঙ্ক "সুপার ভাইজার" , "অ্যাকাউন্ট্যান্ট, "অ্যাসিন্টেন্ট", গ্রেড-iii বি অফিসার" ও "গ্রেড iii " পদে ২৯ জন ছেলে মেয়ে নিচ্ছে ।কমার্স শাখা,কিংবা ইংরেজি /অর্থনীতি/স্ট্যাটিস্টিক্স/পিওর সায়েন্স বিষয়ের অনার্স গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন এছাড়া অ্যাসিন্ট্যান্ট ,সুপারভাইজার পদে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা (৫০%নম্বরপেয়ে থাকলে)আবেদন যোগ্য ।সমস্ত পদের বেলায় কম্পিউটার(এম.এস.অফিস সহ) এর ৬ মাসের কোর্স পাস হতে হবে।
বয়স হতে হবে ১-১-২০১০ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।তপশিলীরা ৫ বছর ও ওবিসি রা ৩ বছরে ছাড় পাবেন।কবে কোথায় পরিক্ষা হবে তা চিঠিতে জানিয়ে দেওয়া হবে।
দরখাস্ত করবেন সাধারন ফুলস্ক্যাপ কাগজে বয়ান টাইপিং করে (বয়ান আছে কর্মসংস্থান ২৩ মে ২০১০/ ১৯পাতায়) সঙ্গে দেবেন ঃ (১) বয়স,শিক্ষাগত যোগ্যতা,কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল (২)অভিজ্ঞতার সার্তিফিকেটের প্রত্যায়িত নকল (যদি থাকে) (৩)নিজের নাম ঠিকানা লিখা একটি ডাকটিকিট ,২ টি খাম (৪) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল (৫) নিজের সই করা এক কপি পাসফোর্ট মাপের ফটো (৬) ১৬০ টাকার (তপশিলী হলে ৪০ টাকা) পোস্টাল অর্ডার । " CO-OPARETIVE SERVICE COMMISION" এর অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখবেন "Kolkata" । দরখাস্তের ৩নং কলমে Advt. No5/2010 বা,6/2010 লিখবেন । দরখাস্ত পৌছান চাই ১৫ জুনের মধ্যে এই ঠিকানায় " The secretary, co-operative Service Commision ,Bhabani Bhaban(4th floor) ,Alipore,Kolkata-700027.

Tuesday, May 18, 2010

প্রতিরক্ষা কারখানায় ২৪৭ চার্জ ম্যান

গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড চার্জম্যান পদে ২৪৭ জন লোক নিচ্ছে । বয়স হতে হবে ৭-০৬-২০১০ "এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।ওবিসি রা ৩ বছর,তপশীলিরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছররের ছাড় পাবেন।শারিরীক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারি হতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরিক্ষা হবে ।প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। সফল হলে ডাক্তারি পরিক্ষা হবে। কোন ইন্টারভিউ হবে না।কবে কোথায় পরিক্ষা হবে তার অ্যাডমিটকার্ড ডাউনলোড করতে পারবেন ,৩০ জুন থেকে এই ওয়েবসাইট থেকে "www.ofbindia.gov.in ফর্ম পূরণ করবেন বা, অ্যাডমিট কার্দ পেতে অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করুন এই ই-মেইল এ ofbi2010@gmail.com দরখাস্ত করবেন অনলাইনে ৮মে -২৩মে পর্যন্ত ।এর জন্য একটি বৈধ E- mail ID থাকতে হবে ।এছাড়াও ১০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে ।"DGOF" এর অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখবেন Kolkata তপশিলী ও প্রতিবন্ধী দের ফী লাগবে না ।এবার ঐ ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত সাবমিট করার পর "অ্যাকনলেজমেন্ট" ডাউনলোড করে নেবেন ।এবার ঐ অ্যাকনলেজমেন্ট কার্ড ডাকে পাঠাতে হবে ।সঙ্গে দেবেন (১) এখনকার তোলা রঙ্গিন পাসফোর্ট মাপের ছবি নিজের সই করা (অ্যাকনলেজমেন্ট কার্ড সেঁটে) ,(২) ব্যাঙ্ক ড্রাফটের মূল ,(৩)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৪)প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন "Recruitment of chargeman" দরখাস্ত পৌছান চাই ৭ জুনের মধ্যে ।এই ঠিকানায় "The Advertiser,Post Bx No. 12006,Cossipore P.O., Kolkata-700002.

GOVT .REGD.ORG

স্থায়ী পদে 62 M/F ,18-30 ,মাধ্যমিক - গ্রাজুয়েট আবশ্যক ।আয় ট্রেনিং চলাকালীন 3150/- -9950/-, ট্রেনিং শেষে 10150/- -15950/-,
লেকটাউন--9832540659,
ডায়মন্ডহারবার--9749644236,
কৃষ্ণনগর --9614735724,
শ্রীরামপুর --9230423805,
বাঁকুড়া--9233107843,
সিউড়ি-- 8013150452,
বোলপুর--9593940894,
বহরমপুর-- 9734202187,
তারকেশ্বর -- 9851807580,
কাটোয়া-- 9734958940,
বালুরঘাট -- 9734184352,
মালদা-- 9593997695,
জলপাইগুড়ি--9333080744
দুর্গাপুর -- 9932154083

নেভিতে আফিসার

ভারতীয় নৌবাহিনী ল ক্যাডারে এক্সিকিউটিভ ব্রাঞ্চে পার্মানেন্ট কমিশনে "অফিসার" পদে কিছু অবিবাহিত ছেলে নিছে। মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে আইন শাখার গ্রাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন।অ্যাডভকেড হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে ।বয়স হতে হবে ২২ থেকে ২৭ বছরের মধ্যে। শরিরের মাপযোগ হতে হবে লম্বায় ১৫৭ সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ন ওজোন ।মুল মাইনে ১৫০০০ থেকে ৩৯১০০ । ট্রেনিং শুরু হবে আগামি বছর জানুয়ারি মাস থেকে ।চাক্রি ১০ বছরের জন্য ,যা পরে ১৪ বছর পর্যন্ত বারতে পারে।দরখাস্ত করবেন "A-4" মাপের কাগজে বয়ান দেখে ।(কর্ম সংস্থানের ২০/১৬ মে ২০১০ পাতায় বয়ান দেওয়া আছে)
সঙ্গে দেবেন ঃ জন্ম তারিখের প্রমান পত্র ,শিক্ষাগত যোগ্যতার বিবরণী, এখনকার তোলা ১ কপি পাসফোর্ট মাপের রঙ্গিন ফটো (নির্দিস্ট জায়গায় সেঁটে)।দরখাস্ত ভরা খামের উপরে বড় হরফে লিখবেন "LAW CADRE-JAN2011COURSE,Educational Qulification........Agregate Persentage.............%. দরখাস্ত পাঠাবেন সাধারন ডাকে ১০ জুনের মধ্যে। এই ঠিকানায় : The advertiser,Post Bag NO . 02,SAROJINI NAGAR ,PO ,New Delhi-110023.

Friday, May 14, 2010

১১৯ জন নার্স

ড. রামমোহন লোহিয়া হসপিটাল "stuff nurse" পদে ১১৯ জন তরুনী নিচ্ছে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্স পাস নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকলে ও রাজ্যনার্সিং কাউন্সিলে মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫/০৬/২০১০ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে। দরখাস্ত করবেন সাধারন কাগজে নির্দিস্ট বয়ান টাইপ করে। বয়ান পাবেন এই ওয়েব সাইটে www.rmlhin .nic. সঙ্গে দেবেন
(১)বয়স,শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা ও কাস্টসার্টিফিকেটের প্রত্যায়িত নকল (২) এখনকার তোলা ও নিজের সই করা পাশফোর্ট মাপের ফটো (৩)২০০ টাকার ক্রসড ব্যাঙ্ক ড্রাফট "Pay &Accounts Officer,Dr.R.M.L. Hospital" এর অনুকুলে ও পেয়েবেল অ্যাট লিখবেন "New Delhi" । দরখাস্ত পৌঁছান চাই ২৫ জুনের মধ্যে ।এই ঠিকানায় "Nursing Section,Dr.Ram ManoharLohia Hospital,New Delhi-110001"

"সেট পরীক্ষার মাধ্যমে কলেজে লেকচারার"

কলকাতা সহ অনান্য বিশ্ববিদ্যালয় ও ওইসব বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজগুলির "লেকচারার" পদে চাকরির জন্য ১৫তম সেট (স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট) বা SET পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে।
সেট পরীক্ষার বিষয় সমূহ (ব্র্যকেটে কোড নং দেওয়া হল) ইংরেজি(০১) ,বাংলা (০২),সংস্কৃত(০৩),হিন্দি(০৪),উর্দু(০৫),কমার্স (০৬),অর্থনীতি(০৭),ইতিহাস(০৮),দর্শন(০৯),রাস্ট্রবিজ্ঞান(১০), এডুকেশন(১১),কেমিক্যাল সায়েন্সেস(১২),ভূগোল(১৩), লাইফ সায়েন্সেস(১৪),ম্যাথমেটিক্যাল সায়েন্সস(১৫),ফিজিক্যাল সায়েন্সেস(১৬),সোশিওলজি(১৭),সাইকলোজি(১৮),ম্যাস্ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম(১৯),লাইব্রেরি সায়েন্স(২০),নৃত্তত্ব(২১)শারীর শিক্ষা(২২),ইলেকট্রনিক সায়েন্স(২৩)।
ওপরের ওইসব বিষয়ে অন্তত ৫৫%(তপশিলি ও প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর থাকলে আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গের কলেজ গুলিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে তপশীলিরা ৫ বছর ও ও.বি.সি.রা ৩ বছর বয়সের ছার পাবেন ।
লিখিত পরিক্ষা হবে ২৫ জুলাই।
দরখাস্ত করবেন নির্দিস্ট ফর্মে ।ফর্ম ইনফরমেশন বুকলেট ও সিলেবাস আর চালান ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.wbcsc.ac.in
পূরন করা ফর্ম কলেজ সার্ভিস কমিশনের নির্দিস্ট বক্সে জমা দিতে পারবেন।দরখাস্ত হাতে হাতে বা ডাকে জমা
দেওয়ার শেষ তারিখ ৩১ মে। এই ঠিকানায় "The Westbengal College Service Commission,6,Bhawani Dutta Lane,4th Floor,Kolkata-73"

(১৬ই মে কর্মসংস্থান থেকে তথ্য সংগৃহীত)

Wednesday, May 12, 2010

"Airtel BPO তে Spot Joining"

দূর্গাপুর, কোলকাতা Airtel BPO  তে হিন্দি ও বাংলা বলতে পারা (H.S. পাশ), বয়স ১৮ থেকে ৩২ এর মধ্যে ছেলেমেয়ে দরকার। নাইট শিফট ছাড়া ৯ ঘন্টায় বেতন ৫৫০০/- থেকে ১২০০০/-
হার্ডওয়্যার নেটওয়ার্কিং জানা ছেলেমেয়েরাও আবেদন করতে পারে।

কল করুনঃ 9732387912
                    9153439940

(৯ই মে কর্মসংস্থান থেকে তথ্য সংগৃহীত)

"ভারত ইলেকট্রনিক্সে ১৫৩ গ্র্যাজুয়েট ট্রেনি"

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন 'ভারত ইলেকট্রনিক্স লিমিটেড' গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে ১৫৩ জন লোক নিচ্ছে। শূন্যপদঃ ইলেকট্রনিক্সে ৮০টি, মেকানিক্যালে ৩০টি, কম্পিউটার সায়েন্সে ৩৮টি, সিভিলে ৪টি, ক্যামিক্যালে ১টি।
দরখাস্ত করতে হবে অনলাইনে। (কিভাবে দরখাস্ত করতে হবে, প্রার্থী বাছাই পদ্ধতি যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে)।

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগৃহীত তথ্য)

সেন্টাল ব্যাঙ্কে ৫০০ প্রবেশনারি অফিসার

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ জন প্রবেশনারি অফিসার নিয়োগ করবেন। রাস্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের দেশ জুড়ে বিভিন্ন শাখা ও অফিসগুলির জন্য নিয়োগ হবে। মোট শূন্য পদের মধ্যে তপশিলী জাতিদের জন্য ৭৫ টি, তপশিলী উপজাতিদের জন্য ৪০ টি এবং ও বি সিদের জন্য ১৩৫ টি শূন্যপদ সংরক্ষিত। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য ১৯ টি শূন্যপদ সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতাঃ-  মোট অত্যন্ত ৫৫ শতাংশ (তপশিলী এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর সহ যে কোন শাখায় গ্রাজুয়েট। কম্পিউটার অ্যাপলিকেশন কোর্স সম্পুর্ন করার সার্টিফিকে্ট থাকতে হবে।
বয়স = ১-০৮-২০১০ তারিখে ২১ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে।
প্রার্থী বাছাই হবে লিখিত পরিক্ষা, ই্নটারভিউ এবং গ্রুপ ডিস্কাশনের মাধ্যমে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দি ভাষায়। উত্তর দিতে হবে যে কোনো একটি ভাষায়। পরিক্ষা হবে ২৫ জুলাই, ২০১০। অনলাইনেও দারখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটে http://www.centralbankofindia.co.in/ ৬ মে থেকে। প্রার্থিদের কাছে লিখিত পরীক্ষার কললেটার পাঠানো হবে। ১৯ জুলাইয়ের মধ্যে লিখিত পরীক্ষার কললেটার না পেলে ডুপ্লিকেট কললেটারের জন্য কলকাতা পরীক্ষাকেন্দের প্রার্থিরা ২৪ জুলাইয়ের মধ্যে দেখা করবেন (দরখাস্তের প্রমাণপএ সহ)এই ঠিকানায়:chief Manager (HRD), Central Bank of India ,Zonal Office,33,N S Road,Kolkata-700001. ফোন নাম্বারঃ(০০৩)২২৩০-১২৭০/১২৭৫।

"লাইসেন্স প্রাপ্ত বহু পুরাতন Reg. No. Ewk0489973"

JOB GARANTEE
-----------------------------
মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য পশ্চিমবঙ্গ ১৮টি জেলার ফ্যাক্টরি, অফিস,  MNC, শো্রুমে-লেবার স্টোরকিপার, গানম্যান, গার্ড, S.V., পিওন, ব্রাঞ্চম্যনেজার, P.A. চাই। ৭দিনের মধ্যে সাক্ষাত-রকি প্লে্সমেন্ট সার্ভিস। মিশন গেট, রানাঘাট, নাদিয়া।
যোগাযোগ করুন এই নম্বরেঃ ৯৬৪৭৩৩২১৩৫

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগ্রীহিত তথ্য)

"এইট পাশ ছেলেমেয়েদের জন্য ৬৯ জন পঞ্চায়েত কর্মী"

কোচবিহার জেলা শাসকের অফিস কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে কাজের জন্য 'গ্রাম পঞ্চায়েত কর্মী' ও 'পিওন' পদে ৬৯ জন ছেলেমেয়ে নিচ্ছে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদনকারীরাঃ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ করা আবেদন করতে পারে। শুন্যপদঃ ৬৪ টি।
পিওন পদে আবেদনকারীরাঃ বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করতে পারে।
উভয় পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদের ক্ষেত্রে পরীক্ষার বিষয় থাকবেঃ-
  • ইংরেজি ১০ নম্বর
  • বাংলা ১৩ নম্বর
  • অ্যা্রিথম্যাটিক ১০ নম্বর
  • জেনারেল নলেজ ৭
সমস্ত প্রশ্ন হবে ক্লাস এইট পাশ মানের। সফল হলে ৭ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়ঃ The District Panchayat Rural Development Officer, Coochbehar at the Office of the District Magistrate, Coochbehar, Post & Dist. Coochbehar, Pin-736101
দরখাস্ত ভরা খামের উপর লখতে হবে "Application for the post of -------------"
দরখাস্তের সঙ্গে আরও যা যা লাগবেঃ
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমানপত্র
  • তপশিলি ও ওবিসি কাস্ট সার্টিফিকেট
  • প্রতিবন্ধী বা এক্সেমটেড প্রার্থীদের সার্টিফিকেট
(সমস্ত প্রমানপত্রের জেরক্স কপি দিতে হবে)

নিজের সই করা এককপি পাশপোর্ট মাপের ফটো নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটা ১টি খাম। পোষ্ট করতে হবে ১৪ই মে'র মধ্যে।

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগ্রীহিত তথ্য)