Saturday, July 23, 2011

৪৩৪ দারোয়ান ও ওয়ার্কার

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভান্ডারা অর্ডন্যান্স ফ্যাক্টরি 'দারোয়ান' ফায়ার ম্যান', ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ,ইলেক্ট্রিশিয়ান, ফিটার ও ফিটার ইন্সট্রুমেন্ট' ট্রেডে ৪২৪ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ দারয়ানঃ মাধ্যমিক পাশ ছেলেরা যোগ্য। শরীরের মাপ যোগ হতে হবে অন্তত ১৬৫ সেমি। বুকের ছাতি নয়া ফুলিয়ে ৭৭ সেমি। ওজন অন্তত ৪৫ কেজি। বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।শূন্যপদঃ ২৯ টি।
ফায়ার ম্যানঃ মাধ্যমিক পাশরা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার ফাইটিং এলিমেন্টারির অন্তত ৬ মাসের বেসিক কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদন করতে পারেন। নীচে ওয়েব সাইটের থেকে দরখাস্ত করতে পারেন।
www.propex.gov.in অন লাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ ৫০/টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন CBS শাখায় জমা দিতে হবে ১৯ আগস্টের মধ্যে। নাম রেজিস্ট্রি করার আগে কোন বৈধ ই-মেল আই ডি থাকতে হবে।
আরো বিস্তারিত তথ্য এই ওয়েব সাইটে পাবেন।
২৮ শে জুলাই কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment