Friday, July 22, 2011

স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়

বি. এড ও ডিগ্রি কোর্সে ৫০% আবশ্যিক হচ্ছে না। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সহ শিক্ষক ও সহ শিক্ষিকা পদের পরীক্ষা পদ্ধতি, নিয়ম কানুন এবার থেকে বদলে যাচ্ছে। স্কুল শিক্ষা জানান, এন.সি.টি.ই.-র নিয়মানুযায়ী সহ শিক্ষক ও সহ শিক্ষিকা পদের জন্য বি.এড. ডিগ্রি আবশ্যিক ও ডিগ্রি কোর্সে ৫০% নম্বর বাধ্যতা থাক্লেও এবছর তা হচ্ছে নয়া। এই নীতি কার্যকরী হলে পশ্চিম বঙ্গে শিক্ষা ব্যাবস্থা ভেঁঙ্গে পড়বে। স্কুল সার্ভিস কমিশন নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এনেছেন। বিশদ বিবরনের জন্য ২৪ জুলাই কর্মসংস্থান টি দেখতে হবে।

No comments:

Post a Comment