Thursday, July 28, 2011

রেলে ফার্মাসিস্ট

জলপাইগুড়ি, ২৮ জুলাইঃ- পূর্বরেলে ফার্মাসিস্ট পদে ৮ জন লোক নিচ্ছে। সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ফার্মাসির দুবছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে ও ফার্মাসি কাউন্সিল আর রাজ্য ফার্মাসি কাউন্সিলে নাম নথিভূক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০১১ হিসাবে ২০ থেকে ৩৩ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
পারিশ্রমিক মাসে ১০,১৬০ টাকা।
শূন্য পদ ৮টি।
চাকরি হবে চুক্তির ভিত্তিতে।
নীচের বয়ান থেকে সব কিছু জানা যাবে
The Chief Personnel Officer,Eastern Railway(HQ) (Personal Branch, Medical Section), 17 Nataji Subhas Road, Kolkata-1
বিশদ বিবরনের জন্য ১৭ জুলাই কর্মসংস্থানটি দেখুন।
১৭ জুলাই কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment