Monday, July 18, 2011

গ্রামীণ ব্যাঙ্কে কয়েক হাজার অফিসার

ইউকো ব্যাঙ্কে সহযোগী সংস্থা পশ্চি্মবঙ্গ গ্রামীন ব্যাঙ্ক অফিস আসিস্ট্যান্ট গ্রুপ -বি পদে ৩৪ জন ছেলে মেয়ে নিচ্ছে।
বয়ঃসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
মূল মাইনাঃ ৭,২০০-১৯,৩০০ টাকা।
শূন্যপদঃ ৩৪ টি।দরখাস্ত অন লাইনে করতে পারেন ২৫ জুলাই পর্যন্ত।নীচের ওয়েব সাইট থেকে অনলাইন দরখাস্ত করতে পারেন।www.paschimbangagraminbank.com. পরীক্ষার ফী বাবদ ৪০০ টাকা জমা দিতে হবে ইউকো ব্যাঙ্কের যে কোন শাখার ২নং চালানে। চালান পাবেন ওয়েব সাইটে।
17 জুলাই কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment