Thursday, July 7, 2011

ব্যাঙ্কে ক্লার্ক ও অফিসার

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগী সংস্থা অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৫৯ জন ছেলে মেয়ে নিচ্ছে।
যে কোন শাখার ছেলে মেয়েরা অফিসার পদের জন্য আবেদন করতে পারেন।
শূন্যপদ ২০ টি।
মূল মাইনাঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা।
বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
দরখাস্ত করা যাবেওন লাইনে ১৫ জুলাই পর্যন্ত।
বিষদ বিবরনের জন্য নীচের ওয়েবসাইট থেকে বিস্তারিত বিবরন পাওয়া যাবেঃ
WWW.baitaranigramyabank.com on লাইনে দরখাস্ত করার আগে ৪০০ টাকা পরীক্ষার ফি বাবদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন শাখার এই আক্যাউন্ট নম্বরে জমা দেওয়া যায়।৫৫০১২১১১০০০০০০৫(IFCS Coad BKID ০০০৫৫০১,বাঙ্ক অফ India,Baripada Br.) তাকা জমা দিতে হবে।
বিশদ বিবরনের জন্য ১০ জুলাই কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment