Thursday, July 7, 2011

সেনা বাহিনীতে কয়েকশো চাকরি

জলপাইগুড়ি, ৭ জুলাইঃ- সেনাবাহিনীতে কয়েশো চাকরি
র‍্যালি ২০-২৫ জুলাই, সল্টলেক স্টেডিয়ামে
শিক্ষাগত যোগ্যতাঃ এইট পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েট।
র‍্যালি হবে ২০ থেকে ২৫ জুলাই। মোট অন্তত ৪৫ % নম্বর পেয়ে মাধ্যমিক পাশ এবং প্রতিটি বিশয়ে ৩২% নম্বর পেয়ে থাকলে এই পদের জনয় যোগ্য।
বয়ঃ সীমাঃ জন্মের তারিখ ৭-১৯৯০ থেকে ২০-১-১৯৯৪ এর মধ্যে।
বিশদ বিবরনের জন্য ১০ জুলাই কর্মসংস্থান টি দেখুন।
গৃহীত অংশটি ১০ জুলাই কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment