Friday, January 7, 2011

ব্যাঙ্ক অফ বরদায় ৯০০ প্রবেশনারি অফিসার

ব্যাঙ্ক অফ বরোদায় প্রবেশনারি ৯০০ অফিসার নিয়োগ।
কেন্দ্রিয় সরকারি সংস্থা, ব্যাঙ্ক অফ বরোদা প্রবেশনারি অফিসার পদে ৯০০ জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন।কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার স্বাক্ষরতার(এম.এস.অফিস,বেসিক অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ইত্যাদি) সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে।
বয়ঃসীমাঃ ১/১/১১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা।
শুরুতে মাইনা ২৩,০০০ টাকা।
শূন্যপদঃ ৯০০টি,চাক্রি হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড/স্কেল-এ।
লিখিত পরীক্ষা হবে ১৩ মার্চ
ডাকযোগ ছাড়াও ওয়েব সাইটের মাধ্যমে ডুপ্লিকেট পরীক্ষার কললেটার অ্যাডমিট কার্ড ডাউন লোড করা যাবে।
ওয়েবসাইটঃ http://www.bankofbaroda.com/
৯ জানুয়ারি কর্মসংস্থান থেকে নেওয়া।

No comments:

Post a Comment