Friday, January 7, 2011

স্কুল সার্ভিসের কমিশনের মাধ্যমে

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার ঘোসিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে প্রায় ৬৭১ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে।
মোট অন্তত ৪০% নম্বর থাকলে আবেদন করা যাবে।
বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
স্কুলে অন্তত ১০ বছরের অভিঙ্গতা থাকা দরকার ।
এন.সি.তি.ই. র স্বীকৃত প্রতিষ্টান থেকে বি.টি./বি.এড/পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং কোর্স পাশ হতে হবে।
পরীক্ষা হবে ১৩ ফেব্রয়ারি।
বিষদ বিবরনের জন্য, ৯ জানুয়ারি ২০১১ কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment