Sunday, January 23, 2011

ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র

ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে
ক্লার্ক ও ড্রাইভার
কেন্দ্রীয় সরকারি সংস্থা,ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার 'আপার ডিভিশন ক্লার্ক', ড্রাইভার(অর্ডিনারি গ্রেড)' ও অ্যাটেন্ড্যান্ট-এ' পদে ২৩ জন লোক নিচ্ছে।
মাধ্যমিক পাশ ১৮ থেকে ২৭ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারেন।
বেতনঃ- ৫,২০০ থেকে ২০,২০০ টাকা।
আপার ডিভিশন ক্লার্কঃ মোট অন্তত ৫০% নম্বর পেয়ে যে কোন শাখার গ্র্যেজুয়েটরা আবেদন করতে পারেন।
গ্রেড পে ২,৪০০ টাকা।
বিশদ বিবরণের জন্য ২৩ তারিখ কর্মসংস্থানটি দেখুন।

No comments:

Post a Comment