Monday, January 3, 2011

মাধ্যমিক করে ইঙ্গিনিয়ারিংয়ে ভর্তি

জলপাইগুড়ি, ৩ জানুয়ারিঃ- পশ্চিমবঙ্গের ৬৩ টি কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে। ফর্ম দেওয়া হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
যারা ২০১১ সালে মাধ্যমিক দেবে তারাও এই পরীক্ষায় বসতে পারে । অংক, ভৌত বিঙ্গান, রসায়ন থাকতে হবে মূল বিষয়।
বয়ঃসীমা হতে হবে-১৯৯০ এর পড়ে। সমস্ত পলিটেকনিক কলেজের অফিস থেকে ফর্ম পাবেন ৩০০ টাকার বিনিময়ে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য এবং লিখিত পরীক্ষার ফল পাবেন এই ওয়েবসাইটেঃ www.webscte.org

No comments:

Post a Comment