Thursday, January 27, 2011

টাঁকশালে ১৫ অপারেটর

টাঁকশালে কেন্দ্রীয় সরকার সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিটিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীন সংস্থা ভারত সরকারের কলকাতা টাঁকশাল বিভাগে "জুনিয়র ডাটা এন্ট্রিওপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট" পদে ১৫ জন লোক নিচ্ছে।
বয়স হতে হবে৩১-১২-২০১০ 'এর হিসাবে ৩০ বছরের মধ্যে।
নীচের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।
www.specialtest.in/igmk

৩০ জানুয়ারী কর্মসংস্থান থেকে নেওয়া।

ব্যাঙ্ক ১,৪৫০ জন ক্লার্ক ও প্রবেশনারি অফিসার নিচ্ছে

ব্যাঙ্ক ১,৪৫০ ক্লার্ক ও প্রবেশনারি অফিসার
কেন্দ্রীয় সরকারি সংস্থা আন্ধ্র ব্যাঙ্ক 'ক্লার্ক ও প্রবেশনারি অফিসার পদে ১,৪৫০ জন ছেলে মেয়ে নিচ্ছে।
ক্লার্কঃ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।যে কোন শাখার গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
বয়ঃসীমা- ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
মূল মাইনাঃ৭,২০০ -১৯,৩০০ টাকা।
ফর্ম পাঠানোর শেষ তারিখ৩ মে থেকে ৭ মে।
নীচের ওয়েব সাইট থেকেও যাবতীয় তথ্য ডাউনলোড করা যেতে পারে।
http://www.abdhrabank.in/
৩০ জানুয়ারী কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

Monday, January 24, 2011

১৭ ওয়ার্কার

১৭ ওয়ার্কার
১৭ ওয়ার্কারপশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়ীজ স্টেট ইনসিওরেন্স ডিরেক্ট্রেটের অধীন ই.এস.আই. হাসপাতালের আয়ুস ইউনিটে কাজের জন্য ‘মাল্টিপারপাস ওয়ার্কার (হোমিওপ্যাথি)’ ও মাল্টিপারপাস ওয়ার্কার(আয়ুর্বেদ) পদে সরাসরি ১৭ জন লোক নিচ্ছে। যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশরা রাজ্য হোমিও মেডিসিন কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিও ফার্মাসির সার্টিফিকেট কোর্স পাশ হলে ‘মাল্টিপারপাশ ওয়ার্কার পদের জন্য আবেদন করতে পারেন।হোমিও ফার্মাসিস্ট হিসাবে অন্তত ১ বছরের অভিঙ্গতা থাকতে হবে।শূন্যপদ ৭টি। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। নামের প্রথম অক্ষর এ থেকে এম পর্যন্ত প্রার্থীদের ইন্টারভিউ হবে ৯ ফেব্রয়ারী, এন থেকে জেড পর্যন্ত হবে ১০ ফেব্রয়ারী।
২৩ জানুয়ারী কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

Sunday, January 23, 2011

ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র

ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে
ক্লার্ক ও ড্রাইভার
কেন্দ্রীয় সরকারি সংস্থা,ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার 'আপার ডিভিশন ক্লার্ক', ড্রাইভার(অর্ডিনারি গ্রেড)' ও অ্যাটেন্ড্যান্ট-এ' পদে ২৩ জন লোক নিচ্ছে।
মাধ্যমিক পাশ ১৮ থেকে ২৭ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারেন।
বেতনঃ- ৫,২০০ থেকে ২০,২০০ টাকা।
আপার ডিভিশন ক্লার্কঃ মোট অন্তত ৫০% নম্বর পেয়ে যে কোন শাখার গ্র্যেজুয়েটরা আবেদন করতে পারেন।
গ্রেড পে ২,৪০০ টাকা।
বিশদ বিবরণের জন্য ২৩ তারিখ কর্মসংস্থানটি দেখুন।

Thursday, January 20, 2011

ব্যাঙ্ক অফ বরোদা ১,৫০০ ক্লার্ক নিচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদা ১,৫০০ ক্লার্ক নিচ্ছে।
ব্যাঙ্ক অফ বরোদা পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের শাখা অফিসে কাজের জন্য 'ক্ল্যারিক্যাল ক্যাডারে' ১,৫০০ জন ছেলে মেয়ে নিচ্ছে।
(ক) যে কোন শাখায় ৫৫% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ।
(খ) যে কোন শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ।
বয়স হতে হবে১-১-২০১১ হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ১৪০ টি।
বিশদ বিবরনের জন্য www.bankofboroda.com ওয়েবসাইট দেখতে পারেন।
২৩/১/২০১১ কর্মসংস্থান থেকে গ্রীহিত।

এয়ার ইন্ডিয়ায় ২৫৬ চাকরি

এয়ার উন্ডিয়া চার্টাস লিমিটেড ‘এয়ার লাইনে অ্যাটেন্ড্যান্ট’ পদে ২৫৬ জন ছেলে মেয়ে নিচ্ছে।যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ অবিবাহিত ছেলে মেয়েরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০১১’ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।তপশিলীরা ৫ বছর,ও.বি.সি.’রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবেলম্বায় অন্তত ছেলেদের বেলায়১৬৫(৫ ফুট ৫ ইঞ্চি)সেমি আর মেয়েদের বেলায় লম্বায় অন্তত১৫৭.৫(৫ ফুট ২ ইঞ্চি)সেমি। তপশিলীরা আর উত্তর-পূর্বাঞ্চল ও পাহাড়ী এলাকার প্রার্থীদের বেলায়েন-৫ আর খারাপ হলে এন-৬ ও দুরের বেলায় এক চোখে ৬/৬ আর অন্যচোখে ৬/৬ আর অন্য চোখে ৬/৯। স্পষ্ট উচ্চারণ-সহ ইংরিজিতে কথাবার্তা বলতে পারা দরকার।
বিশদ বিবরনের জন্য , ১৬ জানুয়ারী কর্মসংস্থান থেকে নেওয়া।

Friday, January 7, 2011

বিউটিশিয়ান কোর্স

বিউটিশিয়ান কোর্সঃ পশ্চিমবঙ্গ ওয়াকফবোর্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে 'হেয়ার এন্ড স্কিন কেয়ার(বিউটিশিয়ান)'এর ভোকেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি শুরু হয়েছে ।পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা পর্যদের অনুমোদিত কোর্স।মাধ্যমিক পাশ মুশ্লিম সম্প্রদায়ের মেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
৬ মাসের কোর্স।
সীট ২০টি।
দরখাস্তের ফর্ম পাওয়া যাবে হাতে হাতে বেলা ৫ টার মধ্যে।
ফর্ম পাওয়া যাবে এই ঠিকানায়ঃ বোর্ড অফ ওয়াকফ, পশ্চিমবঙ্গ,৬/২,ম্যাডন স্ট্রিট, কলকাতা-৭২। ফোনঃ২২১২-৬৪৩১/৭৭২২
বিশদ বিবরনের জন্য ৯ জানুয়ারি কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

ব্যাঙ্ক অফ বরদায় ৯০০ প্রবেশনারি অফিসার

ব্যাঙ্ক অফ বরোদায় প্রবেশনারি ৯০০ অফিসার নিয়োগ।
কেন্দ্রিয় সরকারি সংস্থা, ব্যাঙ্ক অফ বরোদা প্রবেশনারি অফিসার পদে ৯০০ জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন।কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার স্বাক্ষরতার(এম.এস.অফিস,বেসিক অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ইত্যাদি) সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে।
বয়ঃসীমাঃ ১/১/১১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা।
শুরুতে মাইনা ২৩,০০০ টাকা।
শূন্যপদঃ ৯০০টি,চাক্রি হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড/স্কেল-এ।
লিখিত পরীক্ষা হবে ১৩ মার্চ
ডাকযোগ ছাড়াও ওয়েব সাইটের মাধ্যমে ডুপ্লিকেট পরীক্ষার কললেটার অ্যাডমিট কার্ড ডাউন লোড করা যাবে।
ওয়েবসাইটঃ http://www.bankofbaroda.com/
৯ জানুয়ারি কর্মসংস্থান থেকে নেওয়া।

স্কুল সার্ভিসের কমিশনের মাধ্যমে

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার ঘোসিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে প্রায় ৬৭১ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে।
মোট অন্তত ৪০% নম্বর থাকলে আবেদন করা যাবে।
বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
স্কুলে অন্তত ১০ বছরের অভিঙ্গতা থাকা দরকার ।
এন.সি.তি.ই. র স্বীকৃত প্রতিষ্টান থেকে বি.টি./বি.এড/পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং কোর্স পাশ হতে হবে।
পরীক্ষা হবে ১৩ ফেব্রয়ারি।
বিষদ বিবরনের জন্য, ৯ জানুয়ারি ২০১১ কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

Thursday, January 6, 2011

পশুচিকিৎসার ডিগ্রি কোর্স

পশ্চিমবঙ্গ এবং ভারতের অনান্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভেটেরিনারি কলেজে সংরক্ষিত ১৫% সীটে 'ভেটেরিনারি সায়েন্স অ্যানিম্যাল হাজবেন্ড্রির(বি.ভি.এস সি. অ্যান্ড এ.এইচ) ডিগ্রি কোর্সে ভর্তি শুরু হয়েছে।

মূল বিষয়: ইংরেজি, ফিজিক্স, কেমিস্টি, বায়োলজি ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।

বয়ঃসীমাঃ ১৭ বছর

বিশদ বিবরনের জন্য ২৬ ডিসেম্বর কর্মসংস্থান থেকে গ্রীহিত।

Wednesday, January 5, 2011

এক্সক্লুসিভ জুয়েলারি মেলা এই প্রথমবার জলপাইগুড়ি শহরে

জলপাইগুড়ি, ৬ জানুয়ারিঃ- এক্সক্লুসিভ ডিজাইনার জুয়েলারী সপিং মেলা---------জলপাইগুড়ি মহিলাদের জন্য।আকর্ষনীয় জুয়েলারীর মধ্যে আছে জয়পুরি হীরাপান্না, হাই গোল্ড প্লেটেড, ইমপোর্টেড কোরিয়ান স্টোন এবং জয়পুরি রুবী ক্রয় করবার সুবর্ণসুযোগ অর্থাৎ এক লাখেরও বেশী ডিজাইনের গহনা পছন্দ করার সুযোগ রয়েছে হাতের কাছে। প্রকৃত রপ্তানী মূল্য ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা হওয়া সত্বেও এখানে মাত্র ৪০ টাকা এবং ৮০ টাকায় পাওয়া যাছে।
কোম্পানির কোটি টাকার অর্ডার বাতিল হবার জন্য এই ছাড়ঃ-
স্থানঃ শুভম ভবন
কামার পাড়া, জলপাইগুড়ি, মোবাইলঃ৭৬০২৮৪২২০১
মাত্র ৩ দিনের জন্য ৬,৭,৮ জানুয়ারি ২০১১
সময়ঃ সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত (নো লাঞ্ছ ব্রেক)

জয়পুরি রেড রোজ নিমাকারী টপস....টাকা ৪০/
জেব্রা গোল্ড প্লেটেড চেন ......টাকা ৪০/
হাই গোল্ড প্লেটেড ইয়ার রিং .......টাকা ৪০/
জয়পুরী রুবী রেডরোজ ফিঙ্গার রিং..টাকা ৪০/
হাই গোল্ড প্লেটেড ইয়ার রিং টাকা ৪০/
কোরিয়ান স্টোন শাড়ী পিন ......টাকা ৪০/
মোনালিসা ইম্পোর্টেড হেয়ারক্লিপ ...টাকা ৪০/
হাই গোল্ড প্লেটেড নেকলেস সেট ..টাকা ৮০/
কোরিয়ান স্টোন নেকলেস সেট ....টাকা ৮০/
জয়পুরী রুবি এবং পলকি ফিঙ্গার রিং টাকা ৮০/
হাই গোল্ড প্লেটেড মঙ্গল সূত্র .......টাকা ৮০/
হাই গোল্ড প্লেটেড কংগন ...........টাকা ৮০/
জয়পুরিকুন্দন এবং এ.ডি. ব্রেসলেট ..টাকা ৮০/
সুহাগন(লম্বা) মঙ্গলসূত্র .....................টাকা ৮০/
বিশেষ অফারঃ বিয়ে পার্টির জন্য ১০০ টাকা থেকে ৬৫০ টাকা মূল্যের গহণা কাউন্টার গুলি থেকে পাওয়া যাবে।

Monday, January 3, 2011

মাধ্যমিক করে ইঙ্গিনিয়ারিংয়ে ভর্তি

জলপাইগুড়ি, ৩ জানুয়ারিঃ- পশ্চিমবঙ্গের ৬৩ টি কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে। ফর্ম দেওয়া হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
যারা ২০১১ সালে মাধ্যমিক দেবে তারাও এই পরীক্ষায় বসতে পারে । অংক, ভৌত বিঙ্গান, রসায়ন থাকতে হবে মূল বিষয়।
বয়ঃসীমা হতে হবে-১৯৯০ এর পড়ে। সমস্ত পলিটেকনিক কলেজের অফিস থেকে ফর্ম পাবেন ৩০০ টাকার বিনিময়ে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য এবং লিখিত পরীক্ষার ফল পাবেন এই ওয়েবসাইটেঃ www.webscte.org

Sunday, January 2, 2011

নতুন বছর ২০১১

জলপাইগুড়ি, ১ জানুয়ারিঃ- গতবছরকে পিছনে ফেলে আমরা বরণ করে নিয়েছি নতুন বছর ২০১১ কে। যদিও পুরানো বছরকে কখনই ভুলে যাব না, তাকে সাথে নিয়েই নতুন বছরকে বরণ করা। প্রচন্ডঠান্ডায় খারাপ আবহাওয়ার মধ্যেও জলপাইগুড়িবাসী বিভিন্ন ধর্মীয় স্থানে, বিভিন্ন পিকনিক স্পটে, জলপাইগুড়ির প্রানকেন্দ্র তিস্তার চড়ে, আশেপাশের নানা অভয়ারন্যে মানুষজন তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দুঃখ-কষ্ট ভুলে মহা আনন্দে নতুন বছরকে আপন করে নেয়। ২০১১ যেন সবার জন্য আনন্দ এবং সুখকর হয়ে ওঠে।