Tuesday, June 14, 2011

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন

জলপাইগুড়ি, ১৫ জুনঃ- নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদে ৫১ জন লোক নিচ্ছে। ইঙ্গিনিয়ারিং পাশের পর মেকানিক্যাল ইঙ্গিনিয়ারিংযের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে মেকানিক্যাল শাখায় আবেদন করতে পারেন। শূন্যপদ ১০ টি।
দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে ।
নীচের ওয়ব সাইট থেকে ডাউন লোড করতে পারবেন।
www.npcil.nic.in
পৌঁছানো চাই ২৫ জুনের মধ্যে।
বিস্তারিত বিবরনের জন্য ১২ জুন কর্মসংস্থান টি দেখুন।

No comments:

Post a Comment