Friday, June 3, 2011

বিনা খরচে ইঙ্গিনিয়ারিংযের ডিগ্রি কোর্স পড়ে সেনা বাহীনীতে চাকরি

ভারতীয় স্থলবাহিনী বিনা খরচায় ইঙ্গিনিয়ারিং কোর্স পড়িয়ে লেফটেন্যান্ট পদে চাকরি দিচ্চে। শুরুতে ক্যাডেট হিসাবে ট্রেনিং।৩ বছর পরই মাসে ২১,০০০ টাকা মাইনা। ফিজিক্স, কেমিস্ট্রি, অংক নিয়ে ৭০% নম্বর থাকলে আবেদন করতে পারবেন।৪ বছর ট্রেনিং শেষে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে চাকরি।
নীচের ওয়েব সাইট থেকে ডাউন লোড করে ফর্মের প্রিন্ট আউট বের করে নেওয়া যেতে পারে।
www.joinindianarmy.nic.in
গৃহিত অংশটি ৫ জুন কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment