Tuesday, December 21, 2010

পলিটেকনিকে ইঙ্গিনিয়ারিংইয়ের ডিপ্লোমা কোর্সে ভর্তি

জলপাইগুড়ি, ২১ ডিসেম্বরঃ- পশ্চিমবঙ্গের ৬৩ টি পলিটেকনিকে সার্ভে ইঙ্গিনিয়ারিং,ফটোগ্রাফি,প্রিন্টিং, কম্পিউটার ইঙ্গিনিয়ারিং, টেলিকম ইঙ্গিনিয়ারিং সহ বিভিন্ন শাখায় ডিপ্লোমা কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে।
বিশদ জানতে ১৯ ডিসেম্বর কর্মসংস্থান্টি দেখুন।

No comments:

Post a Comment