Tuesday, December 14, 2010

বর্ধমান জেলায় ক্লার্ক ও গার্ড নিয়োগ

জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বরঃ- বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে 'লোয়ার ডিভিশিন ক্লার্ক', অ্যাকাউন্টস ক্লার্ক ও ইংরেজি স্টেনোগ্রাফার পদে ১০ জন ও মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ক্লার্ক পদে ৭ জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ
মাধ্যমিক পাশ-লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারেন।
কম্পিউটার জানা থাকলে ভালো হয়।
শূন্যপদঃ ৮ টি।
বয়ঃসীমাঃ ১৮ থেকে ৩৭ বছর।
নেটে ওয়েবসাইটের মাধ্যমেও বিশদ জানতে পাবেনঃ www.bardhaman.nic.in
দরখাস্ত পাঠানোর শেষ তারিখঃ ২৪ ডিসেম্বরের মধ্যে।
দরখাস্ত পাঠানোর ঠিকানাঃ
The Secretary, Dristrict Primary School Council,Netaji Bhavan,Kahari Road,Burdwan, Pin-713101.
১২ তারিখের কর্মসংস্থান থেকে গৃহিত।

No comments:

Post a Comment