Monday, November 29, 2010

অ্যানিমেশনে চাকরী

ভারতবর্ষের হাতে গোনা মাত্র কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ধনী গরীব নির্বিশেষে সকল্পে অ্যানিমেশন শিখিয়ে ক্যাম্পাস থেকে চাকরী পাওয়ার সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখে। কলকাতার RTG Animation Academy তেমনি একটি প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে শয়ে শয়ে ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠিত করে RTG অ্যানিমেশন শিল্পে এখন দুর্লভ শিল্পের অধিকারী। এখন ভর্তি চলছে এই কোর্সগুলিতেঃ

(ক)অ্যানিমেশন ও ফ্লিম মেকিং-এ ১ বছরের ডিপ্লোমা(2D+3D)
(খ) 2D অ্যানিমেশন ও ফিল্ম মেকিং এ ১ বছরের ডিপ্লোমা
(গ) গেম আর্টে ১ বছরের ডিপ্লোমা ও
(ঘ) ৩ বছরের বিএসসি ডিগ্রি। কোর্স ফি ১.৩৫-৩.৫০ লাখ। যারাঁ উচ্চমাধ্যমিকে/স্নাতক/স্নাতকোত্তরে আগাগোড়া ৫০%নম্বর পেয়েছেন ও ২০০৯ বা তারপরে পাশ করেছেন তারাঁ ব্যাঙ্কের ঋণ নিয়েও পড়াশোনা করতে পারেন।
(ক) অ্যানিমেশনে কি কি ক্ষেত্রে চাকরি হয় ?

অ্যানিমেশন কার্টুন,সিনেমা,ওয়েব, কম্পুউটার/মোবাই ল্গেম ইত্যাদি ২০টির বেশী শিল্পে ব্যবহার হয়। RTG তে শিখে কয়েকশোছাত্র ছাত্রী অ্যানিমেটর/লেআউট আর্টিস্ট/মডেলার/VFX আর্টিস্ট/কম্পোজিটার ইত্যাদি প্রায় ১৫ ধরনের কাজে কর্মরত আছে।
(খ) অ্যানিমেশনে কি চাকরি পাওয়া যায়?
RTG টে যদি মনোযোগ দিয়ে পড়া যায় তবে ক্যাম্পাস থেকেই চাকরি সুনিশ্চিত।
ওয়েবসাইটঃ http://www.rtga.in/

28 নভেম্বর কর্মসংস্থান থেকে গৃহীত।

No comments:

Post a Comment